ফুটবল বিশ্বকাপ কে কতবার জিতেছে এখন পর্যন্ত

ফুটবল বিশ্বকাপ কে কতবার জিতেছে এই সম্পর্কে আজকে আপনাদের জানবো। ফিফা বিশ্বকাপের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ১৯৩০ সালে। এবার এশিয়া মহাদেশে অন্যতম ধনী দেশ মধ্যপ্রাচ্যের কাতারে অনুষ্ঠিত হচ্ছে ফিফা বিশ্বকাপ এর ২২তম আসর।

2022 সালের পূর্ব পর্যন্ত ফিফা বিশ্বকাপের ২১টি আসরের চ্যাম্পিয়ন তালিকা সম্পর্কে অনেকেই গুগলে সার্চ করে থাকেন। সেই ফুটবলপাগল সমর্থকদের আজকে ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল গুলোর তালিকা সম্পর্কে জানাতে আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম। 

এখন পর্যন্ত অনুষ্ঠিত ২১টি ফিফা বিশ্বকাপ আসরে জয়ী হয়েছে এমন দেশের সংখ্যা মাত্র আটটি। এই ৮টি দেশের মধ্যে একাধিকবার বিশ্বকাপ শিরোপা জিতেছে এমন দেশের সংখ্যা মাত্র ৫ টি।

অর্থাৎ এখন পর্যন্ত একাধিকবার ফিফা ফুটবল বিশ্বকাপ জয়ী দল হবার কীর্তি গড়েছিল মাত্র ৬ টি দেশ। তাই বুঝতে পারছেন ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ন এর সংখ্যা খুবই কম সংখ্যক দেশ।

ফিফা ফুটবল বিশ্বকাপ কে কতবার জিতেছে 2022 পর্যন্ত | How many times has the football world cup been won?

ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা,
ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা,

একাধিকবার বিশ্বকাপ জেতার কীর্তি যে দেশগুলি গড়েছিল সেই অভিজাত তালিকায় নাম রয়েছে ব্রাজিল (৫ বার), জার্মানি (৪ বার), ইতালি (৪ বার), আর্জেন্টিনা (২ বার), উরুগুয়ের (২ বার) এবং ফ্রান্স (২ বার)। 

বিশ্বকাপের ২২ তম আসর চলমান কাতারে। তাই ফুটবল বিশ্বকাপ কে কতবার জিতেছে এই সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন।

তবে প্রথমে এই তালিকায় পাঁচটি দেশ থাকলেও নতুন করে 2018 রাশিয়া বিশ্বকাপ শিরোপা জয়ের পর ফ্রান্স এই তালিকায় যুক্ত হয়েছে। ফ্রান্স ১৯৯৮ সালে প্রথম ফুটবল শিরোপার পর ২০১৮ সালেও জিতল আরও একটি বিশ্বকাপ ট্রফি। গত ২০ বছরে সবচেয়ে বেশিবার বিশ্বকাপ ফাইনালে ওঠা দলও ফ্রান্স (তিনবার)।

ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা ২০২২

১৯৩০ সাল থেকে ২০২২ পর্যন্ত মোট ২১ টি ফিফা বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হয়েছে এবারের কাতার ফিফা বিশ্বকাপ ২০২২ ব্যতীত।

১৯৪২ ও ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দুইটি ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি।

তাই ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসর।

প্রথম ফুটবল ১৯৩০ সালে বিশ্বকাপ জয়ী দলের নাম হচ্ছে উরুগুয়ে এবং সর্বশেষ ২০১৮ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ জয়ী দলের নাম ফ্রান্স।

ফুটবল বিশ্বকাপ কোন দেশ কতবার নিয়েছে তালিকা ২০২২

SR.সাল/স্বাগতিকপ্রতিপক্ষজয়ীফলাফল
22২০২২ কাতারআর্জেন্টিনা বনাম ফ্রান্সআর্জেন্টিনা৩-৩,টাইব্রেকারে৪-২
21২০১৮ রাশিয়াফ্রান্স বনাম ক্রোয়েশিয়াফ্রান্স৪-২
20২০১৪ ব্রাজিলজার্মানি বনাম আর্জেন্টিনাজার্মানি১-০
19২০১০ দক্ষিণ আফ্রিকাস্পেন বনাম হল্যান্ডস্পেন১-০
18২০০৬ জার্মানিইতালি বনাম ফ্রান্সইতালি১-১,টাইব্রেকারে৫-৩
17২০০২ জাপান/দ. কোরিয়াব্রাজিল বনাম জার্মানিব্রাজিল২-০
16১৯৯৮ ফ্রান্সফ্রান্স বনাম ব্রাজিলফ্রান্স৩-০
15১৯৯৪ যুক্তরাষ্ট্রব্রাজিল বনাম ইতালিব্রাজিল০-০,টাইব্রেকারে৩-২
14১৯৯০ ইতালিজার্মানি বনাম আর্জেন্টিনাজার্মানি১-০
13১৯৮৬ মেক্সিকোআর্জেন্টিনা বনাম জার্মানিআর্জেন্টিনা৩-২
12১৯৮২ স্পেনইতালি বনাম জার্মানিইতালি৩-১
11১৯৭৮ আর্জেন্টিনাআর্জেন্টিনা বনাম হল্যান্ডআর্জেন্টিনা৩-১
10১৯৭৪ জার্মানিজার্মানি বনাম হল্যান্ডজার্মানি২-১
9১৯৭০ মেক্সিকোব্রাজিল বনাম ইতালিব্রাজিল৪-১
8১৯৬৬ ইংল্যান্ডইংল্যান্ড বনাম জার্মানিইংল্যান্ড৪-২
7১৯৬২ চিলিব্রাজিল বনাম চেকোস্লোভাকিয়াব্রাজিল৩-১
6১৯৫৮ সুইডেনব্রাজিল বনাম সুইডেনব্রাজিল৫-২
5১৯৫৪ সুইজারল্যান্ডজার্মানি বনাম হাঙ্গেরিজার্মানি৩-২
4১৯৫০ ব্রাজিলউরুগুয়ে বনাম ব্রাজিলউরুগুয়ে২-১
১৯৪৬হয়নি 
১৯৪২হয়নি 
3১৯৩৮ ফ্রান্সইতালি বনাম হাঙ্গেরিইতালি৪-২
2১৯৩৪ ইতালিইতালি বনাম চেকোস্লোভাকিয়াইতালি২-১
1১৯৩০ উরুগুয়েউরুগুয়ে বনাম আর্জেন্টিনাউরুগুয়ে৪-২
কে কয়বার ফুটবল বিশ্বকাপ জিতেছে তালিকা

আরও পড়ুনঃ

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২২-২৩ কবে, আবেদন, নিয়মাবলী ও নির্দেশিকা

আর্জেন্টিনা বনাম ফ্রান্স পরিসংখ্যান

মরক্কোর খেলা কবে?

বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে?

আর্জেন্টিনার খেলা কবে ২০২২

ফুটবল বিশ্বকাপ কোন দেশ কতবার নিয়েছে?

মোট ৮ টি এখন পর্যন্ত ২১টি ফিফা বিশ্বকাপ শিরোপা ভাগাভাগি করে নিয়েছে। সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড রয়েছে ব্রাজিল এর এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। 

চলুন দেখে নেওয়া যাক ফুটবল বিশ্বকাপ কে কতবার জিতেছে এখন পর্যন্ত।

No. 1# ব্রাজিল ফুটবল বিশ্বকাপ কতবার জিতেছে?

ব্রাজিল ফুটবল বিশ্বকাপ কতবার জিতেছে
ব্রাজিল ফুটবল বিশ্বকাপ কতবার জিতেছে

ফিফা ফুটবল বিশ্বকাপ এখন পর্যন্ত ৫ বার নিয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের ৫বার ফুটবল বিশ্বকাপ নিয়েছে যা ইতিহাসে এখন পর্যন্ত সর্বচ্ছো।

ব্রাজিল প্রথম ফিফা বিশ্বকাপ জিতেছে ১৯৫৮ সালে। ১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপের ষষ্ঠ আসরে ব্রাজিল প্রথম বিশ্বকাপ শিরোপা জিতে।

সর্বশেষ ২০০২ সালে জাপান ও দ. কোরিয়ায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে ব্রাজিল বিশ্বকাপ জিতেছে। এটি ব্রাজিলের পঞ্চম ফিফা বিশ্বকাপ শিরোপা জয় ছিল।

ফুটবল বিশ্বকাপ কে কতবার জিতেছে ২০২২ পর্যন্ত সেই পরিসংখ্যানে ব্রাজিল এগিয়ে।

Sr. Noব্রাজিলের জয়প্রতিপক্ষফলাফল
5২০০২ সালেজার্মানি২-০
4১৯৬২ সালেইতালি০-০,টাইব্রেকারে৩-২
3১৯৭০ সালেইতালি৪-২
2১৯৬২ সালেচেকোস্লোভাকিয়া৩-১
1১৯৫৮ সালেসুইডেন৫-২

No. 2# জার্মানি ফুটবল বিশ্বকাপ কতবার জিতেছে?

জার্মানি এখন পর্যন্ত ৪ বার ফুটবল বিশ্বকাপ জিতেছে। ব্রাজিলের পর সর্বচ্ছো ৪ বার ফুটবল বিশ্বকাপ জয়ের ইতিহাস রয়েছে জার্মানি ও ইতালির। যা ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বচ্ছো শিরোপা জয়ের রেকর্ড।

জার্মানি প্রথম ফিফা বিশ্বকাপ জিতেছে ১৯৫৪ সালে সুইজারল্যান্ড হওয়া খেলায়। ১৯৫ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপের ষষ্ঠ আসরে ব্রাজিল প্রথম বিশ্বকাপ শিরোপা জিতে।

সর্বশেষ ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে নিজেদের ৪র্থ ফিফা বিশ্বকাপ শিরোপা জিতেছে জার্মানি।

এছাড়াও জার্মানী ১৯৫৪, ১৯৯০ সালে আরও দুটি ফিফা বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে। 

জার্মানি (৪ বার), ইতালি (৪ বার), আর্জেন্টিনা (২ বার), উরুগুয়ের (২ বার)

No. 3# ইতালি ফুটবল বিশ্বকাপ কতবার জিতেছে?

জার্মানির সমান ৪ বার ফুটবল বিশ্বকাপ শিরোপা জিতে ইতালি এই তারিকায় তৃতীয় অবস্থানে রয়েছে।

ইতালি প্রথম ফিফা বিশ্বকাপ জিতে নিজ দেশে, ১৯৩৪ সালে অনুষ্ঠিত ইতালি বিশ্বকাপে।

No. 4# আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ কতবার জিতেছে?

ফুটবল বিশ্বকাপ কে কতবার জিতেছে এই প্রশ্ন আসলে আর্জেন্টিনার নাম আসবেই।

সাল/স্বাগতিকদলজয়ী
১৯৭৮ আর্জেন্টিনাআর্জেন্টিনা ৩-১ হল্যান্ডআর্জেন্টিনা
১৯৮৬ মেক্সিকোআর্জেন্টিনা ৩-২ জার্মানিআর্জেন্টিনা
২০২২ কাতার আর্জেন্টিনা ৩-৩ ফ্রান্স (ফ্রি-কিক)আর্জেন্টিনা
আর্জেন্টিনা কতবার ফুটবল বিশ্বকাপ শিরোপা জিতেছে

৩বার ফুটবল বিশ্বকাপ শিরোপা জিতে আর্জেন্টিনা এই তারিকায় চতুর্থ অবস্থানে রয়েছে।

আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ জিতেছে ১৯৭৮ সালে নিজ দেশে। তারপর দ্বিতীয় বার মেক্সিকোতে ১৯৮৬ সালে আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ জিতেছে।

No. # উরুগুয়ে ফুটবল বিশ্বকাপ কতবার জিতেছে?

উরুগুয়ে এখন পর্যন্ত ২বার ফুটবল বিশ্বকাপ শিরোপা জিতেছে। ১৯৩০ সালে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ জয়ী দলের নাম হচ্ছে উরুগুয়ে।

তবে সর্বশেষ ১৯৫০ সালে ব্রাজিল বিশ্বকাপের পর এখন পর্যন্ত আর কোন ফুটবল বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি দলটি।

No. 6# ফ্রান্স ফুটবল বিশ্বকাপ কতবার জিতেছে?

ফ্রান্স ফুটবল বিশ্বকাপ কতবার জিতেছে

ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দলের নাম ফ্রান্স। সর্বশেষ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে জয়লাভ করে একাধিক বিশ্বকাপ শিরোপাজয়ী নামের তালিকায় নিজেদের নাম লিখিয়েছেন ফ্রান্স।

ফ্রান্স প্রথম ফুটবল বিশ্বকাপ কতবার জিতেছে ১৯৮৮ সালে।

একবার করে যে দেশ গুলি ফুটবল বিশ্বকাপ শিরোপা জিতেছে

সাল/স্বাগতিকদলজয়ী
১৯৬৬ ইংল্যান্ডইংল্যান্ড ৪-২ জার্মানিইংল্যান্ড
২০১০ দক্ষিণ আফ্রিকাস্পেন ১-০ হল্যান্ডস্পেন
একবার করে যে দেশ গুলি ফুটবল বিশ্বকাপ শিরোপা জিতেছে

তাই পড়ুনঃ

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার পরিসংখ্যান 

ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া পরিসংখ্যান

নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্র পরিসংখ্যান

ফ্রান্স বনাম পোল্যান্ড এর পরিসংখ্যান

জাপান বনাম ক্রোয়েশিয়া পরিসংখ্যান 

ইংল্যান্ড বনাম সেনেগাল পরিসংখ্যান

স্পেন বনাম মরক্কো পরিসংখ্যান

পর্তুগাল বনাম সুইজারল্যান্ড পরিসংখ্যান

ফুটবল বিশ্বকাপ কে কতবার জিতেছে প্রশ্ন ও উত্তর পর্ব

ফুটবল বিশ্বকাপ কে কতবার জিতেছে?

২০২২ কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল ৫ বার, জার্মানি ৪ বার, ইতালি ৪ বার, আর্জেন্টিনা ৩ বার, উরুগুয়ের ২ বার এবং ফ্রান্স ২ বার জিতেছে। স্পেন ও ইংল্যান্ড ১ বার করে ফুটবল বিশ্বকাপ জিতেছে।

২০১৪ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোন দেশ?

২০১৪ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় জার্মানি দেশ।

২০২২ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোন দেশ?

২০২২ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

কোন দল কতবার ফুটবল বিশ্বকাপ নিয়েছে?

এখন পর্যন্ত ব্রাজিল ৫ বার, জার্মানি ও ইতালি ৪ বার করে, আর্জেন্টিনা ৩ বার, উরুগুয়ে ও ফ্রান্স ২ বার করে এবং স্পেন ও ইংল্যান্ড ১ বার করে ফুটবল বিশ্বকাপ জিতেছে।

২০২২ ফুটবল বিশ্বকাপে কতটি দল খেলবে?

২০২২ ফুটবল বিশ্বকাপে মোট ৩২টি দল খেলবে।

২০১৮ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোন দেশ?

২০১৮ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেশ হচ্ছে ফ্রান্স।

কোন দেশ সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ নিয়েছে?

ব্রাজিল দেশ সবচেয়ে বেশি ৫ বার ফুটবল বিশ্বকাপ নিয়েছে।

ফুটবল বিশ্বকাপ কত সালে শুরু হয়?

ফুটবল বিশ্বকাপ ১৯৩০ সালে শুরু হয়।

সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ জয়ী দেশের নাম কী?

ব্রাজিল, মোট ৫ বার জিতেছে।

প্রথম ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়?

প্রথম ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয় উরুগুয়ে তে।

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে?

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ ২০ নভেম্বর থেকে কাতারে অনুষ্ঠিত হবে।

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ কোন দেশে হবে?

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিনটি রাষ্ট্রে হবে। যৌথভাবে এই তিনটি দেশ ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে।

২০২২ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোন দেশ?

কাতারে অনুষ্ঠিত ২০২২ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেশ হচ্ছে আর্জেন্টিনা।

উপসংহার,

আশাকরি আপনি জানতে পেরেছেন এখন পর্যন্ত ফিফা ফুটবল বিশ্বকাপ কে কতবার জিতেছে।

ফুটবল বিশ্বকাপ কে কতবার জিতেছে এই সম্পর্কে আপনার আরও জানার থাকলে কমেন্ট করে জানান।

 ব্লগিং help, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, নগদ, রকেট অফার, ইন্টারনেট থেকে টাকা ইনকাম ও ফ্রিল্যান্সিং সম্পর্কিত তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

এবং ফেজবুকে আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

গুগল ট্রান্সলেট ইংলিশ টু বাংলা সফটওয়্যার ফ্রি ডাউনলোড পদ্ধতি

১৬ ডিসেম্বর উপলক্ষে কবিতা

কারাগারের রোজনামচা নামকরণ কে করেছেন?

কাতার ফিফা বিশ্বকাপ ২০২২ কোয়াটার ফাইনাল সময়সূচি বাংলাদেশ

১৬ ডিসেম্বর বিজয় দিবসের ভাষণ

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment