বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে? বাংলালিংক নম্বর চেক কোড

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে সম্পর্কে বিস্তারিত জানাতে আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম। বাংলাদেশের জনপ্রিয় টেলিকম অপারেটর হচ্ছে Banglalink টেলিকম। বর্তমানে বাংলাদেশের গ্রাহক সংখ্যার দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলালিংক।

বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি অপারেটর তাদের গ্রাহকদের সুবিধার্থে নাম্বার চেক করার কোড পরিবর্তন করে নতুন করে সাজিয়েছে, এবং এই সুবিধা এখন গ্রাহক এক ডিজিট ইউএসএসডি কোড ডায়াল করার মাধ্যমে পাচ্ছেন।

এক্ষেত্রে বাংলালিংক কিছুতা ব্যতিক্রম, বাংলালিংক টেলিকম গ্রাহক শুরু থেকেই একই ইউএসএসডি কোড ডায়াল করে বাংলালিংক নাম্বার চেক করার সুবিধা পেয়ে থাকেন। Banglalink Number Check Code খুবি সহজ।

চলুন কথা না বাড়িয়ে দেখে নেই বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে এবং বাংলালিংক নম্বর চেক করার সঠিক নিয়ম।

বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে?

বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে বাংলালিংক নম্বর চেক কোড
বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে?

আপনি বাংলালিংক নাম্বার চেক করার জন্য একাধিক পদ্ধতি অনুসরণ করতে পারেন। বাংলালিংক সিমের নাম্বার দেখার সহজ পদ্ধতি হচ্ছে ইউএসএসডি কোড ডায়াল করা।

বাংলালিংক সিমের নম্বর চেক করার কোড হচ্ছে *৫১১#। তাই বাংলালিংক সিমের নাম্বার দেখতে *৫১১# ডায়াল করুন।

বাংলালিংক নম্বর চেক কোড *511# ডায়াল করার সাথে সাথে আপনার মোবাইল স্ক্রিনে বাংলালিংক নাম্বারটি প্রদর্শিত হবে।

মনে রাখবেন এছাড়াও আপনি আরও একটি উপায়ে খুব সহজে আপনার বাংলালিংক নাম্বার দেখতে পারেন।

এই পদ্ধতিতে আপনি নাম বাংলালিংক নাম্বার চেক করার পাশাপাশি banglalink সিম থেকে নিজেই নিজের প্রয়োজনীয় অফার সমূহ ক্রয় করতে পারবেন।

আরও পড়ুনঃ

How To Check GP Internet Balance?

GP Recharge Offer Call Rate 

বাংলালিংক সিমের নাম্বার চেক করার আরও দ্বিতীয় পদ্ধতি

এই বাংলালিংক সিমের নাম্বার দেখেতে *১২১# ডায়াল করুন। এই Banglalink offer Check Code ডায়াল করলে আপনার সম্মুখে আপনার বাংলালিংক নম্বরটি প্রদর্শিত হবে।

সেই সাথে আপনার বাংলালিংক সিমে আপনাকে কি কি অফার দেয়া হচ্ছে সকল প্রকার অফার সম্পর্কেও আপনি জানতে পারবেন।

বাংলালিংক নম্বর চেক কোড হচ্ছে*৫১১#
বাংলালিংক নাম্বার চেক করার উপায়*১২১#
বাংলা লিংক নম্বর ও অফার চেক করার কোড*১২১#
বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে

*121# করে কিভাবে বাংলালিংক নম্বর চেক করবেন

মূলত বাংলালিংক নম্বর চেক করার কোড হচ্ছে *৫১১#।

তবে আপনি যদি মনে করেন আপনি আপনার বাংলালিংক নম্বর চেক করার পাশাপাশি আপনার সিমের থাকা ব্যবহার করে কোন বাংলালিংক অফার সস্তা দামে ক্রয় করবেন তবে আপনি ডায়াল করুন *১২১#।

*121# ডায়াল কোড টি বাংলালিংক সিম থেকে ডায়াল করলে আপনার সম্মুখে এক নম্বর অপশনে একটি বাংলালিংক ইন্টারনেট অফার শো করবে যা আপনার সিমে সবচেয়ে সস্তা দামে দেয়া হচ্ছে।

এরপরই দ্বিতীয় অপশনে আপনার বাংলালিংক সিম মোবাইল নাম্বারটি প্রদর্শিত হবে।

তারপর দ্বিতীয় অপশনে banglalink মিনিট ও এসএমএস অফার গুলো প্রদর্শিত হবে এবং তৃতীয় অপশন এ ইন্টারনেট অফার মেনু দেখতে পাবেন।

আরও পড়ুনঃ

GP Minute Offer 2024 List

Bkash Merchant Account কি

বাংলালিংক আমার অফার কিভাবে চেক করবেন?

বর্তমানে বাংলাদেশের প্রতিটি সিমে ঐ সিমের চলমান সেরা অফার গুলো সম্পর্কে গ্রাহকের অবগত করা হয়ে থাকে।

বাংলালিংক সিমের মাই বাংলালিংক অফার সম্পর্কে জানতে আপনি *১২১# ডায়াল করুন। তবে এই কোডটি ডায়াল করার পর মেনু থেকে আপনাকে পুনরায় আমার অফার নির্বাচন করতে হবে।

আপনি যদি মেনু থেকে বাংলালিংক আমার অফার নির্বাচন করতে ইচ্ছুক না হন তবে মাই বাংলালিংক অফার চেক করতে ডায়াল করুন *১২১*৪#।

আরও পড়ুনঃ

Bkash Agent Registration পদ্দতি 

Bkash Cash Out Charge কত টাকা?

কেন বাংলালিংক নম্বর চেক করা যাচ্ছে না?

যদি কোন কারণে উপরোক্ত দুটি বাংলালিংক নাম্বার চেক করার কোড বা উপায় ব্যবহার করে আপনি বাংলালিংক নাম্বার চেক করতে না পারেন তবে ধরে নিবেন আপনার Banglalink সিম টি বর্তমানে অ্যাক্টিভ নেই।

অথবা হতে পারে অন্য কোন কারণে Banglalink কর্তৃপক্ষ আপনার সিমের সেবাটি বন্ধ করে রেখেছে।

এক্ষেত্রে আপনার করণীয় হবে বাংলালিংক হেল্পলাইন নাম্বার ১২১ এ কল করে আপনার সিমের তথ্যগুলো যাচাই করে নেওয়া।

তবে মনে রাখবেন এক্ষেত্রে আপনাকে অন্য বাংলালিংক একটিভ নম্বর থেকে কল করতে হবে।

আরও পড়ুনঃ

ব্রাজিল বনাম ক্যামেরুন এর পরিসংখ্যান

রোমানিয়া বেতন কত টাকা ও সুবিধা কেমন?

বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে FAQS

বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে?

*৫১১# ডায়াল করে বাংলালিংক সিমের নাম্বার দেখে যায়। এছাড়াও বাংলালিংক নম্বর চেক করতে *১২১# ডায়াল করতে পারেন।

বাংলালিংক নম্বর চেক করার কোড কত?

বাংলালিংক নম্বর চেক করার কোড হচ্ছে *৫১১# অথবা *১২১#

উপসংহার,

আশা করি আপনি বাংলালিংক সিমের নম্বর কিভাবে দেখে এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই পোস্টে আমরা বাংলালিংক নাম্বার চেক করার একাধিক পদ্ধতি আপনাদের জানিয়েছি।

আপনি যদি এই পোস্টটি ভালোভাবে পড়ে থাকেন তবে বাংলালিংক নাম্বার চেক করার বিষয়ে আপনাকে কখনোই সমস্যায় করতে হবে না।

আরও পড়ুনঃ

Airtel Balance Check BD Code

বেতন বৃদ্ধির জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয়?

অনলাইন থেকে টাকা ইনকাম এর সঠিক পদ্ধতি বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা সমূহ সম্পর্কে সঠিক তথ্য এবং টেলিকম সিমের সকল অপারেটর গুলোর সকল অফার সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন ডিজিটাল টাচ অফিসিয়াল ওয়েবসাইট।

এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেইজে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।