ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা | FIFA World cup winner list

ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা সম্পর্কে জানতে অনেকেই গুগল সার্চ করে থাকেন। ফিফা হলো আন্তর্জাতিক ফুটবল সংস্থা। সর্বপ্রথম আন্তর্জাতিক ভাবে ফুটবল বিশ্বকাপ শুরু হয় ১৯৩০ সালে।

এই প্রতিযোগিতায় ফিফা (FIFA) অর্থাৎ আন্তর্জাতিক ফুটবল সংস্থার সহযোগী দেশের জাতীয় ফুটবল দল অংশ নিয়ে থাকে। প্রতি চার বছর পর পর একবার অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারনে ১৯৪২ ও ১৯৪৬ সালে অনুষ্ঠিত হয়নি।

সবশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে বিজয়ী দল হলো ফ্রান্স।

ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা ২০২৩ – সাল বিজয়ী চূড়ান্ত ফলাফল 

চূড়ান্ত ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা ২০২৩
চূড়ান্ত ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা ২০২৩

ফিফা ফুটবল বিশ্বকাপ ১৯৩০ সাল থেকে বর্তমান অব্দি ২০ টি আসর অনুষ্ঠিত হয়েছে। এই ফুটবল বিশ্বকাপ আশর গুলোকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করা যায়।

  • বিংশ শতাব্দির ফুটবল বিশ্বকাপ
  • এবং একবিংশ শতাব্দীর ফুটবল বিশ্বকাপ। 

চলুন একেক করে সকল শতকের ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন সম্পর্কে জেনে নেয়া যাক।

সর্বশেষ ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল কোনটি?

২০২২ কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল হচ্ছে আর্জেন্টিনা। আপনি অনায়াসে বলতে পারেন বর্তমান ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হচ্চে আর্জেন্টিনা।

জাতীয় দল- আর্জেন্টিনা, বিজয়ী- ৩,রানার-আপ- ৩, রানার-আপ ফ্রান্স।

বিংশ শতাব্দীর ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা

সাল- ১৯৩০ঃ বিজয়ী দল উরুগুয়ে ব্যবধান ৪-২, প্রতিপক্ষ দল আর্জেন্টিনা, স্টেডিয়াম – এস্তাদিও চেন্তেনারিও মোন্তেবিদেও স্হান- উরুগুয়ে, দর্শক সংখ্যা ৮০,০০০।

১৯৩৪ সালঃ বিজয়ী দল ইতালি, গোল ব্যবধান ২–১, প্রতিপক্ষ- চেকোস্লোভাকিয়া,  স্টেডিয়াম- স্তাদিও ন্যাসিওনালে পিএনএফ , স্হান- রোম, ইতালি , দর্শক- ৫০,০০০।

কাতার বিশ্বকাপ বাছাই পর্ব পয়েন্ট টেবিল এবং খেলার বাংলাদেশ সময়

সাল- ১৯৩৮ঃ বিজয়ী দল ইতালি, ব্যবধান- ৪–২, প্রতিপক্ষ- হাঙ্গেরি, স্টেডিয়াম-স্ত্যাদ অলিম্পিক দে কলোম স্হান-প্যারিস, ফ্রান্স, দর্শক- ৪৫,০০০।

১৯৫০ সালঃ বিজয়ী-উরুগুয়ে, ব্যবধান- ২–১ প্রতিপক্ষ- ব্রাজিল , স্টেডিয়াম-এস্তাদিও দো মারাকানা,  স্হান- রিও দি জেনেরিও, ব্রাজিল,  দর্শক-  ১৭৪,০০০।

সাল-১৯৫৪ঃ বিজয়ী দল পশ্চিম জার্মানি, ব্যবধান- ৩–২, প্রতিপক্ষ- হাঙ্গেরি, স্টেডিয়াম- ওয়াঙ্কডর্ফ স্টেডিয়াম স্হান- বের্ন, সুইজারল্যান্ড, দর্শক- ৬০,০০০।

১৯৫৮ সালঃ বিজয়ী দল ব্রাজিল, ব্যবধান ৫–২ প্রতিপক্ষ- সুইডেন, স্টেডিয়াম- রাশুন্দা স্টেডিয়াম, স্হান- সোলনা, সুইডেন, দর্শক- ৫১,৮০০।

সাল- ১৯৬২ঃ বিজয়ী দল ব্রাজিল, ব্যবধান-৩–১, প্রতিপক্ষ- চেকোস্লোভাকিয়া, স্টেডিয়াম- জাতীয় স্টেডিয়াম স্হান- সান্তিয়াগো, চিলি, দর্শক- ৬৯,০০০ ।

সাল- ১৯৬৬ঃ বিজয়ী দল ইংল্যান্ড, ব্যবধান- ৪–২ ,প্রতিপক্ষ- পশ্চিম জার্মানি , স্টেডিয়াম-ওয়েম্বলি স্টেডিয়াম, স্হান- লন্ডন, ইংল্যান্ড, দর্শক- ৯৩,০০০ ।

১৯৭০ সালঃ বিজয়ী দল ব্রাজিল, ব্যবধান- ৪–১, প্রতিপক্ষ-ইতালি, স্টেডিয়াম- এস্তাদিও আজতেকা, স্হান- মেক্সিকো সিটি, মেক্সিকো, দর্শক-১০৭,৪১২।

সাল- ১৯৭৪ঃ বিজয়ী- পশ্চিম জার্মানি, ব্যবধান- ২–১, প্রতিপক্ষ-নেদারল্যান্ডস, স্টেডিয়াম- অলিম্পিয়াস্টাডিয়ন স্হান- মিউনিখ, পশ্চিম জার্মানি ,দর্শক- ৭৫,২০০।

১৯৭৮ সালঃ বিজয়ী দল আর্জেন্টিনা, ব্যবধান- ৩–১, প্রতিপক্ষ- নেদারল্যান্ডস, স্টেডিয়াম- এস্তাদিও মনুমেন্তাল, স্হান- বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা ,দর্শক- ৭১,৪৮৩।

সাল- ১৯৮২ঃ বিজয়ী দল ইতালি, ব্যবধান- ৩–১, প্রতিপক্ষ- পশ্চিম জার্মানি, স্টেডিয়াম- সান্তিয়াগো বার্নাব্যু ,স্হান-মাদ্রিদ, স্পেন ,দর্শক- ৯০,০০০।

১৯৮৬ সালঃ বিজয়ী দল আর্জেন্টিনা, ব্যবধান- ৩–২, প্রতিপক্ষ- পশ্চিম জার্মানি, স্টেডিয়াম- এস্তাদিও আজতেকা, স্হান- মেক্সিকো সিটি, মেক্সিকো,  দর্শক-১১৪,৬০০।

সাল- ১৯৯০ঃ বিজয়ী-পশ্চিম জার্মানি, ব্যবধান- ১–০, প্রতিপক্ষ-আর্জেন্টিনা, স্টেডিয়াম- স্তাদিও অলিম্পিকো, স্হান-রোম, ইতালি, দর্শক- ৭৩,৬০৩ ।

সাল- ১৯৯৪ঃ বিজয়ী দল ব্রাজিল, ব্যবধান- ০–০ [ব্রাজিল পেনাল্টিতে ৩-২ গোলে জয় লাভ করে], প্রতিপক্ষ-  ইতালি ,স্টেডিয়াম-রোজ বোল ,স্হান- ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, দর্শক- ৯৪,১৯৪ ।

১৯৯৮ সালঃ বিজয়ী- ফ্রান্স, ব্যবধান- ৩–০, প্রতিপক্ষ- ব্রাজিল, স্টেডিয়াম- স্তাদ দ্য ফ্রান্স, স্হান- সান্ত-দেনিই, ফ্রান্স , দর্শক- ৮০,০০০।

বাংলা মাসের কত তারিখ আজ | আজকের বাংলা তারিখ কত?

একবিংশ শতাব্দীর ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা

সাল ২০০২ঃ বিজয়ী দল ব্রাজিল, ব্যবধান- ২–০, প্রতিপক্ষ- জার্মানি, স্টেডিয়াম- আন্তর্জাতিক স্টেডিয়াম ইয়োকোহামা, স্হান- ইয়োকোহামা, জাপান, দর্শক- ৬৯,০২৯ ।

২০০৬ সালঃ বিজয়ী দল ইতালি, ব্যবধান- ১–১ [ইতালি ৫-৩ এ পেনাল্টি জয়ী হয়।], প্রতিপক্ষ- ফ্রান্স ,স্টেডিয়াম- অলিম্পিয়াস্টাডিয়ন, স্হান- বার্লিন, জার্মানি ,দর্শক- ৬৯,০০০।

সাল- ২০১০ঃ বিজয়ী দল স্পেন, ব্যবধান- ১–০, প্রতিপক্ষ- নেদারল্যান্ডস, স্টেডিয়াম- সকার সিটি, স্হান- জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা, দর্শক- ৮৪,৪৯০ ।

২০১৪ সালঃ বিজয়ী দল জার্মানি, ব্যবধান- ১–০,প্রতিপক্ষ- আর্জেন্টিনা, স্টেডিয়াম- এস্তাদিও দো মারাকানা, স্হান- রিও দি জেনেরিও, ব্রাজিল ,দর্শক- ৭৪,৭৩৮

সাল- ২০১৮ঃ বিজয়ী দল ফ্রান্স, ব্যবধান- ৪–২, প্রতিপক্ষ- ক্রোয়েশিয়া, স্টেডিয়াম- লুঝনিকি স্টেডিয়াম, স্হান-মাস্কো,রাশিয়া,দর্শক- ৭৮,০১১। 

List of FIFA World Cup champions – ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা

List of FIFA World Cup champions
List of FIFA World Cup champions
সালচ্যাম্পিয়নপ্রতিপক্ষব্যবধান
১৯৩০উরুগুয়েআর্জেন্টিনা৪-২
১৯৩৪ইতালিচেকোস্লোভাকিয়া২-১
১৯৩৮ইতালিহাঙ্গেরি৪-২
১৯৫০উরুগুয়েব্রাজিল২-১
১৯৫৪পশ্চিম জার্মানিহাঙ্গেরি৩-২
১৯৫৮ব্রাজিলসুইডেন৫-২
১৯৬২ব্রাজিলচেকোস্লোভাকিয়া৩-১
১৯৬৬ইংল্যান্ডপশ্চিম জার্মানি৪-২
১৯৭০ব্রাজিলইতালি৪-১
১৯৭৪পশ্চিম জার্মানিনেদারল্যান্ডস২-১
১৯৭৮আর্জেন্টিনানেদারল্যান্ডস৩-১
১৯৮২ইতালিপশ্চিম জার্মানি৩-১
১৯৮৬আর্জেন্টিনাপশ্চিম জার্মানি৩-২
১৯৯০পশ্চিম জার্মানিআর্জেন্টিনা১-০
১৯৯৪ব্রাজিলইতালি৩-২ P
১৯৯৮ফ্রান্সব্রাজিল৩-০
২০০২ব্রাজিলজার্মানি২-০
২০০৬ইতালিফ্রান্স৫-৩ P
২০১০স্পেননেদারল্যান্ডস১-০
২০১৪জার্মানিআর্জেন্টিনা১-০
২০১৮ফ্রান্সক্রোয়েশিয়া৪-২

দল অনুযায়ী বিশ্বকাপে ফলাফল

ফিফা বিশ্বকাপে সবচেয়ে সফল দল হলো ব্রাজিল। এখন আমরা সব দলগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো।     

ফুটবল বিশ্বকাপ দেশ অনুযায়ী ফলাফল – ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নদের তালিকা

দলবিশ্বকাপ চ্যাম্পিয়নরানার-আপচ্যাম্পিয়ন সাল
ব্রাজিল৫ বার২ বার১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২
জার্মানি৪ বার৪ বার১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪,
ইতালি৪ বার২ বার১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬
আর্জেন্টিনা৩ বার৩ বার১৯৭৮, ১৯৮৬, ২০২২
ফ্রান্স২ বার১ বার১৯৯৮, ২০১৮
ইংল্যান্ড১ বার১৯৬৬
উরুগুয়ে২ বার১৯৩০, ১৯৫০
স্পেন১ বার

আরও পড়ুনঃ

বঙ্গবন্ধুর জীবনী সাধারণ জ্ঞান । Biography of Bangabandhu

ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম । FB আইডি ডিএক্টিভ করলে কি হয়?

জাতীয় দল- ব্রাজিল, বিজয়ী- ৫, রানার-আপ- ২, ফাইনালে অবতীর্ণ-৭ ,বিজয়ী সাল-১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২,রানার-আপ সাল-১৯৫০, ১৯৯৮।

=> জাতীয় দল-জার্মানি ,বিজয়ী-৪,রানার-আপ- ৪ ,ফাইনালে অবতীর্ণ-৮, বিজয়ী সাল-১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪, রানার-আপ সাল-১৯৬৬, ১৯৮২, ১৯৮৬, ২০০২।

জাতীয় দল- ইতালি, বিজয়ী-৪, রানার-আপ- ২ ,ফাইনালে অবতীর্ণ-৬ ,বিজয়ী সাল-১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬, রানার-আপ সাল- ১৯৭০, ১৯৯৪।

=> জাতীয় দল- আর্জেন্টিনা, বিজয়ী-২, রানার-আপ- ৩ ,ফাইনালে অবতীর্ণ- ৫, বিজয়ী সাল- ১৯৭৮, ১৯৮৬, রানার-আপ সাল- ১৯৩০, ১৯৯০, ২০১৪।

জাতীয় দল- ফ্রান্স, বিজয়ী-২, রানার-আপ-১ ,ফাইনালে অবতীর্ণ-৩ ,বিজয়ী সাল-১৯৯৮, ২০১৮, রানার-আপ সাল- ২০০৬।

=> জাতীয় দল- উরুগুয়ে, বিজয়ী-২ ,রানার-আপ-০, ফাইনালে অবতীর্ণ-২,বিজয়ী সাল- ১৯৩০, ১৯৫০।

জাতীয় দল- ইংল্যান্ড, বিজয়ী-১, রানার-আপ-০,ফাইনালে অবতীর্ণ- ১, বিজয়ী সাল-১৯৬৬,রানার-আপ সাল- –

=> জাতীয় দল- স্পেন ,বিজয়ী-১, রানার-আপ-০, ফাইনালে অবতীর্ণ-১, বিজয়ী সাল- ২০১০, রানার-আপ সাল- –

এখন আমরা দেখবো এমন দলগুলো যারা ফাইনাল খেলেছে কিন্তু কখনো বিশ্বকাপ ঘরে তোলা হয় নি। 

জাতীয় দল- নেদারল্যান্ডস, বিজয়ী-০ ,রানার-আপ-৩, ফাইনালে অবতীর্ণ- ৩ ,বিজয়ী সাল- –, রানার-আপ সাল-১৯৭৪, ১৯৭৮, ২০১০।

=> জাতীয় দল- চেকোস্লোভাকিয়া ,বিজয়ী-০, রানার-আপ-২, ফাইনালে অবতীর্ণ- ২ ,বিজয়ী সাল- – ,রানার-আপ সাল- ১৯৩৪, ১৯৬২।

জাতীয় দল- হাঙ্গেরি, বিজয়ী- ০, রানার-আপ- ২,ফাইনালে অবতীর্ণ-  ২, বিজয়ী সাল- – ,রানার-আপ সাল-১৯৩৮, ১৯৫৪।

=> জাতীয় দল- সুইডেন, বিজয়ী- ০,রানার-আপ- ১,ফাইনালে অবতীর্ণ- ১,বিজয়ী সাল- –, রানার-আপ সাল- ১৯৫৮।

জাতীয় দল- ক্রোয়েশিয়া, বিজয়ী- ০,রানার-আপ- ১,ফাইনালে অবতীর্ণ-  ১, বিজয়ী সাল- , রানার-আপ সাল-২০১৮।

কনফেডারেশন অনুযায়ী ফলাফল

  • কনফেডারেশন -উয়েফা, উপস্থিতি-২৮, বিজয়ী-১২ রানারআপ-১৬।
  • => কনফেডারেশন -কনমেবল, উপস্থিতি-১৪, বিজয়ী-৯,রানারআপ-৫। 

আরও পড়ুনঃ

জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম

তাপ সঞ্চালন কাকে বলে | তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য

ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা FAQS

প্রথম ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোন দেশ?

প্রথম ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেশ হচ্ছে উরুগুয়ে।

ফুটবল বিশ্বকাপ প্রথম কত সালে অনুষ্ঠিত হয়?

অনেক আগে থেকে ফুটবল খেলা খেলে থাকেন বিশ্ববাসী। তবে প্রথম ফুটবল বিশ্বকাপ খেলার আয়োজন করা হয় ১৯৩০ সালে।

এই পর্যন্ত সবথেকে বেশি ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোন দেশ?

বর্তমান ২০২৩ পর্যন্ত সব থেকে বেশি ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া দল হচ্ছে ব্রাজিল।

উপসংহার

আশা করি আপনি ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এই সম্পর্কে আপনার আরও জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান। 

আর মাত্র কিছুদিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হতে যাচ্ছে তাই বিশ্বকাপ ফুটবল প্রেমীদের মন জয় করতে নিজেদের শামিল করতে আমাদের ব্লগে ফুটবল বিষয়ে একাধিক পোস্ট করা হয়েছে আশা করি পোস্টটি আপনার ভালো লেগেছে। 

সেই সাথে ইন্টারনেট থেকে নতুন নতুন তথ্য জানতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়, টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।

আরও পড়ুনঃ

ঘরে বসে মোবাইলে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

পদ্মা সেতুর টোল তালিকা

সুন্দর প্রোফাইল পিকচার ডাউনলোড

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment