Nagad Dial Code Number | নগদ একাউন্ট দেখার চেক কোড কত?

What is Nagad Dial Code? Nogod Dial Code Number কত, কিভাবে নগদ একাউন্ট ব্যালেন্স চেক করতে হয় আপনি জানেন কি। বাংলাদেশের জনপ্রিয় এই মোবাইল ব্যাংকিং সেবা নগদ একাউন্ট চেক করতে অনেকেই নগদ ডায়াল কোড সম্পর্কে জানতে চান।

আপনার কি একটি Nagad মোবাইল ব্যাংকিং একাউন্ট রয়েছে। নগদ মোবাইল ব্যাংকিং Account balance check করতে এই Nagad dial code কত আপনার জানা আছে নিশ্চয়ই।

যদি জানা না থাকে তবে এই পোস্টে আপনি নগদ একাউন্টের কোড এবং কিভাবে Nagad account check করার সঠিক পদ্দতি সম্পর্কে জানতে পারবেন। nagad code ব্যবহার করে খুব সহজে নগদের একাউন্ট ব্যালেন্স চেক করতে হয় তা জানার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ করছি মনোযোগ সহকারে পড়তে হবে।

What is nagad? নগদ কি? 

বন্ধুরা নগদ ( Nagad ) হচ্ছে একটি ফাইন্যান্সিয়াল মোবাইল ব্যাংকিং সার্ভিস সেবা। 

নগদ ফাইন্যান্সিয়াল মোবাইল ব্যাংকিং সার্ভিস সেবা ব্যবহার করে আপনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টাকা পাঠাতে ও গ্রহণ করতে পারবেন। যেভাবে আপনি বিকাশ এবং রকেট ব্যবহার করেন ঠিক সেই পদ্ধতিতে নগদ আপনাকে একই সেবা দিয়ে যাচ্ছে।

বাংলাদেশ মোবাইল ব্যাংকিং সেবার অগ্রদূত ডাচ বাংলা ব্যাংক পরিচালিত রকেট হলেও বর্তমান সময়ে দেশের জনগনের কাছে সেরা মোবাইল ব্যাংকিং হিসেবে পরিচিত নগদ।

2019 সালে যাত্রা শুরু করে নগদ মোবাইল ব্যাংকিং মাত্র দুই বছরের মাথায় তাদের চার কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করতে পেরেছে। 

মূলত নগদ মোবাইল ব্যাংকিং সেবার দ্রুত প্রসারের মূল কারণ হচ্ছে এর সর্ব ক্যাশ আউট চার্জ এবং ফ্রি সেন্ড মানি।

Nagad dial code Number | নগদ একাউন্টের টাকা চেক করার কোড

Nagad dial code Number
Nagad dial code Number

At first, we say your Nagad dial code is *167#. বাংলায় বললে নগদ একাউন্টের দেখার কোড বা nagad code হচ্ছে *১৬৭#।

তবে অনেকেই নগদ একাউন্টের কোড জানার পরেও তাদের একাউন্ট ব্যালেন্স সম্পূর্ণ ভাবে চেক করতে পারেন না।

তাই নগদ একাউন্ট দেখার কোড *১৬৭# ডায়াল পরবর্তী কিভাবে কোন মেনুতে প্রবেশ করে, সঠিকভাবে সঠিক মেনু সিলেক্ট করে নিজের নগদ একাউন্টের ব্যালেন্স চেক করবেন তা সম্পূর্ণ এখানে একাউন্ট চেক কোড ডায়াল পরবর্তী আপনাদের জানানো হবে step-by-step।

Nagad code *167# ব্যবহার করে একাউন্ট দেখা খুব সহজ হলেও অনেকেই আটকে যান, এই পোস্টটি সম্পন্ন ভাবে করলে আপনি নগদে টাকা চেক করতে কখনোই সমস্যায় করবেন না।

নগদ একাউন্ট দেখার নিয়ম – Use Nagad dial code Number

আপনার নগদ একাউন্ট আপনি দুই ভাবে চেক করতে পারেন। একটি হয়েছে নগদ মোবাইল অ্যাপ এবং অন্যটি হচ্ছে নগদ ইউএসএসডি কোড ডায়াল করে। 

*১৬৭# ডায়াল করে কিভাবে নগদ একাউন্ট ব্যালেন্স চেক করবেন- 

মূলত নগদ মোবাইল ব্যাংকিং সেবার একাউন্ট ব্যালেন্স চেক করার কোড হচ্ছে *১৬৭#। 

বাংলাদেশের জনপ্রিয় এই মোবাইল ব্যাংকিং সেবা টির যেকোনো সার্ভিস সম্পর্কে জানতে আপনি 16167 নাম্বারে কল করতে পারেন।

এছাড়াও nagad code বা নগদ ডায়াল কোড টি ব্যবহার করে তাদের বিভিন্ন সেবা গুলো গ্রহন করতে পারবেন।

  • নগদ একাউন্টে ব্যালেন্স দেখতে প্রথমে নগদ একাউন্ট দেখার কোড *১৬৭# ডায়াল করুন।
  • তারপর ৭ নম্বরে থাকা মাই নগদ ( My nagad ) নির্বাচন করুন।
  • তারপর ১ নম্বরে থাকা ব্যালেন্স ইনকুয়ার‍ি ( 1. Balance Enquiry ) সিলেক্ট করুন। 
  • তারপর Enter PIN দিয়ে আপনার ওকে করুন আপনার নগদ মোবাইল ব্যাংকিং একাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন। 

নগত Nagad APPS থেকে কিভাবে একাউন্ট চেক করবেন- 

বন্ধুরা আপনার কাছে স্মার্ট ফোন থাকলে আপনি সহজেই Nagad apps ব্যাবহার করে আপনার নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে পারনে, এজন্য আপনাকে nagad code ব্যবহার করতে হবে না।

তবে আপনি চাইলে আপনার স্মার্টফোন থেকেও Nagad dial code চেপে নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারেন। 

Also read:

বন্ধুরা নগদ অ্যাপ থেকে একাউন্টের ব্যালেন্স চেক করতে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে Nagad apps ডাউনলোড করুন।

নগদ অ্যাপ ইন্সটল করে লগইন করলেই সবার উপরে দেখতে পাবেন ” ব্যালেন্স জানতে টেপ করুন” এখানে ক্লিক করে নগদ একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন। 

মনে রাখবেন যদি আপনার কাছে অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন না থাকে তবে আপনি nagad code *১৬৭#

Also read:  

নগদ মোবাইল ব্যাংকিং টাকা চেক করার কিছু সহজ পদ্ধতি

Nagad code number *167# ব্যবহার করে আপনি খুব সহজেই নগদ একাউন্টে ব্যালেন্স চেক করতে পারেন।

তবে আপনার কাছে যদি স্মার্ট ফোন থাকে তবে আপনি গুগল প্লে স্টোর অথবা আইওএস স্টোর থেকে তাদের অ্যাপটি ডাউনলোড ও ইন্সটল করতে পারেন।

নগদ অ্যাপস এর মাধ্যমে nagad dial code ব্যবহার করা ছাড়া আপনি খুব সহজেই নগদ মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক করতে পারবেন।

What is Nagad dial code?

If you can check your Nagad account balance please use nagad dial code. Simple go to your mobile Dial pad option then Dial *167# then you will see the option number 7 is My nagad. Select number 7 options, then come a new mobile menu balance check. This is the Nagad dial code system for any user to check user balance.

নগদ একাউন্ট দেখার চেক কোড কত?

নগদ একাউন্ট ব্যালেন্স চেক করার কোড হচ্ছে *১৬৭#। যেকোনো নগদ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর থেকে আপনি *১৬৭# ডায়াল করে নগদ মোবাইল মেনু দেখতে পাবেন, উক্ত মেনুতে ৭ নাম্বার অপশনে “মাই নগদ” অপশনটি নির্বাচন করলে নতুন আরেকটি মেনু ওপেন হবে, নতুন মেনুতে এক নম্বরে মাই ব্যালান্স অপশনটি নির্বাচন করে সহজেই আপনি নগদ একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।

Nagad dial code – নাগাদ কোড নম্বর সম্পর্কে শেষ কথা

আশা করি Nagad dial code Number সম্পর্কে আপনি জানতে পেরেছেন। এখন আপনি সহজেই নগদ একাউন্টের কোড ব্যাবহার করে নগদ একাউন্ট দেখতে পারেন।

নাগাদ কোড নম্বর *১৬৭# ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার নগদ মোবাইল ব্যাংকিং ব্যালেন্স চেক করতে পারেন।

নগদ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করতে আপনি nagad dial number 167 ডায়াল করতে পারেন অথবা nagad app ব্যবহার করতে পারেন।

নগদ কোড নাম্বার ও nagad dial number এর পরিবর্তে নগদে অ্যাপ ব্যবহার করলে আপনার দৈনন্দিন কাজগুলো দ্রুত সম্পন্ন করতে পারবেন নগদের মাধ্যমে।

আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে  –

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়

টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

নেসকো প্রিপেইড মিটার রিচার্জ করার উপায় 

নগদ একাউন্ট দেখার নিয়ম 

ঘরে বসে মোবাইলে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

4 thoughts on “Nagad Dial Code Number | নগদ একাউন্ট দেখার চেক কোড কত?”

Leave a Comment