এশিয়া মহাদেশের দেশগুলোর নাম? | এশিয়া মহাদেশ সম্পর্কে বিস্তারিত

প্রিয় পাঠকগণ এশিয়া মহাদেশের দেশগুলোর নাম জানার জন্য আপনারা অনেকেই গুগলের মাধ্যমে সার্চ করেছেন। তাই আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সামনে উল্লেখ করব এশিয়া মহাদেশের সকল দেশের নাম এবং এশিয়া মহাদেশ সম্পর্কিত সামান্য তথ্য।

যেহেতু আমি আপনি এশিয়া মহাদেশের বসবাস করি সেতো এশিয়া মহাদেশ সম্পর্কিত তথ্যগুলো জেনে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এছাড়াও বিভিন্ন প্রশ্ন কিংবা সাধারণ জ্ঞান হিসেবে এশিয়া মহাদেশ সম্পর্কিত তথ্যগুলো আমাদের জানা উচিত। তাই অবশ্যই আজকের এই আর্টিকেলটি আপনারা মনোযোগ সরকারের শেষ পর্যন্ত করুন।

এশিয়া মহাদেশ সম্পর্কে তথ্য 

এই এশিয়া মহাদেশ সম্পর্কে তথ্য
এই এশিয়া মহাদেশ সম্পর্কে তথ্য

এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর আয়তনের দিক থেকে সর্ববৃহৎ মহাদেশ। এশিয়া মহাদেশের আয়তন প্রায় ৪ কোটি ৫০ লক্ষ ৩৬ হাজার ৪৯২ বর্গ কিলোমিটার।

বর্তমান পৃথিবীর স্থলভাগের মধ্যে এক তৃতীয়াংশের কাছাকাছি হচ্ছে এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত।

এ মহাদেশ ১০° দক্ষিণ অক্ষরেখা থেকে ৮০° উত্তর অক্ষরেখা এবং ২৫° পূর্ব দ্রাঘিমারেখা থেকে ১৭০° পশ্চিম দ্রাঘিমারেখা (১৮০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করে আরো ১০° দ্রাঘিমারেখা) পর্যন্ত বিস্তৃত।

এশিয়া মহাদেশ এর প্রায় মধ্যভাগ দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।

এশিয়া মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেষ্ট (৮,৮৫০ মিটার)।

মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে ভূ-মধ্যসাগর ও ইউরোপ মহাদেশ অবস্থিত।

ইউরোপ এবং এশিয়া মহাদেশের মাঝ বরাবর রয়েছে ইউরাল পর্বত মালা।

এশিয়া মহাদেশের মধ্যে দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়ার মত বড় বড় দেশগুলো অবস্থিত।

এই দেশগুলোকে খন্ডিত রাষ্ট্র হিসেবে বলা হয়ে থাকে। এছাড়াও জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ।

এশিয়া মহাদেশের মধ্যে সর্বমোট বিভিন্ন আকারের ৫০ টি দেশ রয়েছে।

এই ৫০টি দেশের মধ্যে বৃহত্তম দেশ চীন (৯৫,৬১,০০০ বর্গকিলোমিটার) এবং মালদ্বীপ ক্ষুদ্রতম দেশ (২৯৮ বর্গকিলোমিটার)।

এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং (৫,৯৮০ কিলোমিটার) এশিয়া মহাদেশের জনসংখ্যা ৪,৪৩৭ মিলিয়ন (পপুলেশন রেফারেন্স ব্যুরো-পিআরবি, ২০১৬)।

আরও পড়ুনঃ

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?

পৃথিবীর শ্রেষ্ঠ মানব কে?

জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?

এশিয়া মহাদেশের দেশগুলোর নাম কি কি

এশিয়া মহাদেশের দেশগুলোর নাম কি কি
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম কি কি
ক্রমিক নংপূর্ব এশিয়ার দেশ
০১.China / চীন
০২.Taiwan / তাইওয়ান
০৩.South Korea / উত্তর কোরিয়া
০৪.North Korea / দক্ষিণ কোরিয়া
০৫.Japan / জাপান

পূর্ব এশিয়ার দেশ

ক্রমিক নংপশ্চিম এশিয়া দেশ
1.Jordan / জর্ডন
2.Yemen / ইয়েমেন
3.United Arab Emirates / সংযুক্ত আরব
4.Turkey / তুরস্ক
5.Saudi Arabia / সৌদি আরব
6.Syria / সিরিয়া
7.Qatar / কাতার
8.Palestine / ফিলিস্তিন
9.Israel / ইজরায়েল
10.Azerbaijan / আজারবাইজান
11.Iran / ইরান
12.Iraq / ইরাক
13.Bahrain / বাহারিন
14.Kuwait / কুয়েত
15.Lebanon / লেবানন
16.Oman / ওমান
পশ্চিম এশিয়া দেশ

আরও পড়ুনঃ

বঙ্গবন্ধু কোন জেলায় জন্মগ্রহণ করেন?

সাজেক কোন জেলায় অবস্থিত?

হিমোগ্লোবিন বাড়ে কোন খাবারে

ক্রমিক নংদক্ষিণ এশিয়ার দেশ
১.Bangladesh / বাংলাদেশ
২.Nepal / নেপাল
৩.Pakistan / পাকিস্তান
৪.Sri Lanka / শ্রীলঙ্কা
৫.India / ভারত
৬.Afghanistan / আফগানিস্তান
৭.Bhutan / ভূটান
৮.Maldives / মালদ্বীপ
দক্ষিণ এশিয়ার দেশ

ক্রমিক নংদক্ষিণ পূর্ব এশিয়া দেশ
১.Malaysia / মালেশিয়া
২.Timor Leste / পূর্ব তিমুর
৩.Singapore / সিঙ্গাপুর
৪.Cambodia / কম্বোডিয়া
৫.Brunei / ব্রুনেই
৬.Myanmar / মায়ানমার
৭.Indonesia / ইন্দোনেশিয়া
৮.Vietnam / ভিয়েতনাম
৯.Philippines / ফিলিপাইন
১০.Laos / লাওস
১১.Thailand / থাইল্যান্ড
দক্ষিণ পূর্ব এশিয়া দেশ
ক্রমিক নংমধ্য এশিয়া দেশ
১.Kazakhstan / কাজাকিস্তান
২.Uzbekistan / উজবেকিস্তান
৩.Turkmenistan / তুর্কমেনিস্তান
৪.Kyrgyzstan / কিরগিজস্তান
৫.Tajikistan / তাজাকিস্তান
মধ্য এশিয়া দেশ

আরও পড়ুনঃ

মাথা ব্যাথা কোন রোগের লক্ষণ

কোন ভিটামিনের অভাবে মুখে ঘা হয়

আলহামদুলিল্লাহ অর্থ কি?

এশিয়া মহাদেশের দেশগুলোর নাম FAQS

এই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশের নাম কি?

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে চীন।

এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি? 

এই এশিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাম কি কি?

মালদ্বীপ, ভূটান, আফগানিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান।

উপসংহার 

প্রিয় পাঠকগণ আজকেরে আর্টিকেলে আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জেনেছি এবং এশিয়া মহাদেশের দেশগুলোর নাম জেনেছি।

আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের আজকের এই আর্টিকেলটি ভালো লেগেছে।

আপনাদের যদি আজকের এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান।

এবং আপনাদের যদি আরো কোন মতামত থাকে তাহলে সেগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

বর্তমান সময়ে টাকা আয় করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে অনলাইন।

অনলাইন থেকে টাকা আয় করার জন্য অনেকেই চেষ্টা করে যাচ্ছেন কিন্তু সফল হচ্ছেন না।

তাদের জন্য আমাদের ওয়েবসাইটে আর্টিকেল রয়েছে যেগুলো বললে আপনারা অনলাইন থেকে আয় সংক্রান্ত সম্পূর্ণ গাইলেন পেয়ে যাবেন।

এছাড়া আমাদের ওয়েবসাইটের বিভিন্ন আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের রয়েছে সংক্রান্ত সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেইসবুক পেজে। 

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment