৩০+ সেরা মনের স্বার্থপরতা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ছন্দ, বাণী, ক্যাপশন

মনের স্বার্থপরতা নিয়ে উক্তি সম্পর্কে বর্তমানে অনেকে গুগল করে থাকেন। মানুষ নিজেদের আরও আধুনিক করার লক্ষে বড় বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে। এছাড়াও এমন অনেকে রয়েছেন যারা নিজেদের আপনজনদের টাকা ও সম্পদের মালিকানা হিয়াবে সম্পর্ককে বিচার করে থাকেন।

আপনি জানেন কি পূর্বের যে কোন সময়ের তুলনায় বর্তমান সয়েয়ের লোকেরা বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে। আপনি বাস্তবতা ছিন্তা করলে এর অনেক কারণ খুজে পাবেন।

তবে আপাত দৃষ্টিতে মানুষের স্বার্থপরতা কারণ যাই হোকনা কেন, ইসলাম ধর্ম বলে সকলের সাথে সাথে ভালো সম্পর্ক বজায় রখা উচিত।

মনের স্বার্থপরতা উক্তি কি? – What is Selfishness Mind Quotes

স্বার্থপর মানুষকে স্বার্থপর বলে আপনার নিজের তেমন কোন লাভ বা উপকার হবে না, বরং যেটা হবে সেটা হল নিজ মনের প্রশান্তি। পৃথিবীর সকল কাছের মানুষগুলোর মধ্যে বেশিভাগ লোক স্বার্থের কাছে বিক্রি। ভালো থাকুক পৃথিবীর সকল স্বার্থপর মানুষগুলো। স্বার্থপর মানুষ গুলো শুধু অন্তর ভাঙ্গে না সাথে কলিজাটাও পুড়িয়ে দিয়ে যায়।

এমন অনেক স্বার্থপর রয়েছে তারা তাদের নিজ স্বার্থের সীমা ছাড়িয়ে সর্বদা অপরের ক্ষতিসাধন করার লক্ষ্যে নিজেকে নিয়োজিত রাখে।

এক সময় প্রেম ও ভালোবাসার মানে ভিন্ন ছিল। তবে বর্তমান সময়ে মানুষজন নিজেদের স ম্পর্কে কে মূল্যায়নের জন্য ভালোবাসা নামক পরিমাপক ব্যাবহার করে থাক। যদি কোন কারণে কোন প্রেমিক যুগল বা স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা নামক বস্তুটির অভাব পরিলক্ষিত হয় তখন তারা মনের ভাব প্রকাশ করে বেদনা নামক শব্দ গুচ্ছ ব্যাবহার করে। তাদের এই বেদনা নামক শব্দ গুচ্ছ হচ্ছে মনের স্বার্থপরতা উক্তি।

আপনি কি মনের স্বার্থপরতা নিয়ে উক্তি বা স্টেটাস খুঁজছেন? তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন!

আরও পড়ুনঃ

ফুসফুসের সমস্যা ও সমাধান | সমস্যার লক্ষণ ও প্রতিকারের উপায়

আজকে আমি আপনার জন্য নিয়ে হয়েছি ৩০ টি সেরা স্বার্থপরতা বিষয়ের উক্তি নিয়ে, যা পড়ে আপনার অবশ্যই ভালো লাগবে এবং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টাবে।

মনের স্বার্থপরতা নিয়ে উক্তি 2023 -Selfishness Mind Quotes

সেরা মনের স্বার্থপরতা নিয়ে উক্তি
সেরা মনের স্বার্থপরতা নিয়ে উক্তি

যুগে যুগে অনেক লোকেরা তাদের প্রিয়নের স্বার্থপরতা সম্পর্কে বিভিন্ন উক্তি করে গেচ্ছেন। মহান বেক্তিকের বলা কিছু উক্তি নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই মনের স্বার্থপরতা নিয়ে উক্তি পোস্ট।

স্বার্থপরতা মানুষের জীবনকে অন্ধ করে রাখে ।
— হযরত ইনায়েত খান (রঃ)

সত্যিকারের পিতা-মাতা হলেন তারা, যারা তাদের সন্তানদেরকে নিজেদের স্বার্থপরতা ও প্রয়োজনের চেয়ে উপরে রাখে ।

সম্পর্ক স্বার্থপর ব্যক্তিদের কাছে কোন গুরুত্বপূর্ণ বিষয় নয়। – সংগৃহীত

মহান অর্জন সাধারণত মহা ত্যাগের মাধ্যমে অর্জিত হয় এবং স্বার্থপরতায় কখোনো কোন কিছু অর্জন হয় না ।
— নেপোলিয়ন হিল

তীব্র স্বার্থপর লোকেরা তাদের ইচ্ছার বিষয়ে সবসময় খুব স্থির থাকে । অন্যের ভালো করে তারা তাদের শক্তি অপচয় করে না ।
— Ouida

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

“যতক্ষণ অন্তরে স্বার্থপরতা রয়েছে, ততক্ষন ইশ্বরের প্রতি ভালবাসা অসম্ভব।”
– স্বামী বিবেকানন্দ

স্বার্থপরতা আত্মাকে কুৎসিত করে দেয় ।
— ডেভিড মিচেল

স্বার্থপরতা হলো ঘৃণ্য দুষ্টতা, যা কেউ অন্যকে ক্ষমা করে না এবং নিজের মধ্যে নিজে ছাড়া অন্য কেউ থাকে না।
— হেনরি ওয়ার্ড বিচার

স্বার্থপর মানুষ চোর ।
— জোসে মার্টি

স্বার্থপরতা হলো মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ অভিশাপ।
— উইলিয়াম ই গ্ল্যাডস্টোন

“স্বার্থপরতাকে সর্বদা ক্ষমা করতে হবে, কারণ এর নিরাময়ের কোনও আশা নেই।”
– যেন অস্টেন (উপন্যাসিক)

“স্বার্থপরতা মানব জাতির সর্বশ্রেষ্ঠ অভিশাপ।”
– উইলিয়াম ই. গ্ল্যাডস্টোন (ইউনাইটেড কিংডমের প্রাক্তন প্রধানমন্ত্রী)

“প্রেম সমস্ত আবেগের মধ্যে সবচেয়ে স্বার্থপর!”
– আলেক্সান্দ্রে ডুমাস (ফ্রেঞ্চ লেখক)

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

আরও পড়ুনঃ

ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন সফটওয়্যার

রকেট একাউন্ট চেক করার কোড কত?

সেরা কিছু স্বার্থপরতার উক্তি

“মহান কৃতিত্ব সাধারণত মহান ত্যাগের জন্মে হয়, কখনোই স্বার্থপরতার ফলে নয়!”
– নেপোলিয়ন হিল (থিঙ্ক এন্ড গ্রও রিচের লেখক)

“কোনও ব্যক্তিকে নিজের স্বার্থের পিছনে চলার জন্য নয়, তার প্রতিবেশীর প্রতি অবহেলা করার জন্য তাকে স্বার্থপর বলা হয়!”
– রিচার্ড হোয়াটলি (দার্শনিক)

“সাবধান! সমস্ত বিস্তৃতি জীবন, সমস্ত সংকোচন মৃত্যু। সমস্ত প্রেমই বিস্তৃতি সমস্ত স্বার্থপরতা সংকোচন।”
– স্বামী বিবেকানন্দ

“আমাদের সকলকে অজ্ঞতা, সংকীর্ণতা এবং স্বার্থপরতার মেঘের উপরে উঠে আসা উচিত।”
– বুকর টি. ওয়াশিংটন (মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ)

“আমাদের জীবন যদি স্বকেন্দ্রিক এবং স্বার্থপর হয় তবে কোনও স্থায়ী সুখ নেই।”
– লীন জি. রোব্বিন্স (লেখক)

“স্বার্থপরতার প্রতিটি কাজ বা স্বার্থপরতার চিন্তাভাবনা আমাদের কোনো বিষয়-বস্তুর সাথে যুক্ত করে তোলে এবং সঙ্গেসঙ্গে আমরা দাস হয় যাই!”
– স্বামী বিবেকানন্দ

“স্বার্থপরতা এবং লোভ, ব্যক্তি বা জাতীয়, আমাদের বেশিরভাগ ঝামেলার কারণ করে।”
– হ্যারি এস. ট্রুম্যান (মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩ তম রাষ্ট্রপতি)

“অবিচল থাকুন। হিংসা ও স্বার্থপরতা এড়িয়ে চলুন।”
– স্বামী বিবেকানন্দ

“স্বার্থপরতা হচ্ছে অন্ধ!”
– মহাত্মা গান্ধী

বেইমান বা সার্থপর মানুষ নিয়ে বিশিষ্টজনদের উক্তি

স্বার্থপর মানুষ নিয়ে স্বামী বিবেকানন্দের বিখ্যাত উক্তি

যতক্ষণ অন্তরে স্বার্থপরতা রয়েছে, ততক্ষন ইশ্বরের প্রতি ভালবাসা অসম্ভব।

ব্রিটিশ কৌতুক অভিনেতা, লেখক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। ডেভিড মিচেল বলেছেন,

স্বার্থপরতা আত্মাকে কুৎসিত করে দেয় ।

ইউনাইটেড কিংডমের প্রাক্তন প্রধানমন্ত্রী উইলিয়াম ই. গ্ল্যাডস্টোন বলেন,

স্বার্থপরতা মানব জাতির সর্বশ্রেষ্ঠ অভিশাপ।

থিঙ্ক এন্ড গ্রও রিচের লেখক নেপোলিয়ন হিল বলেন

মহান কৃতিত্ব সাধারণত মহান ত্যাগের জন্মে হয়, কখনোই স্বার্থপরতার ফলে নয়!

স্বামী বিবেকানন্দ বলেন,

অবিচল থাকুন। হিংসা ও স্বার্থপরতা এড়িয়ে চলুন।

রাজনীতিবিদ উইলিয়াম ই গ্ল্যাডস্টোন বলেন,

স্বার্থপরতা হলো মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ অভিশাপ।

স্বার্থপরতা নিয়ে ধর্মীয় উক্তি

“সাধারণভাবে বলতে গেলে, আমি জানি যে সবচেয়ে দুঃখী ব্যক্তিরা হলেন তাঁরা যাঁরা নিজেদের নিয়েই আচ্ছন্ন; সবচেয়ে সুখী ব্যক্তি হচ্ছে যে অন্যের সেবায় নিজেকে হারিয়ে ফেলেছে …মোটামোটি আমি দেখতে পেয়েছি যে আমরা যদি জীবন সম্পর্কে অভিযোগ করি তবে এর কারণ হলো যে আমরা কেবল নিজের কথা চিন্তা করি।”
– গর্ডন বি. হিঙ্ককি (মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মীয় নেতা)

“অধিকারের বোধের সাথে স্বার্থপরতা আসে এবং স্বার্থপরতা দুঃখ নিয়ে আসে!”
– স্বামী বিবেকানন্দ

“স্বার্থপরতা আপনার এবং অন্যদের কাছে দয়া প্রবাহকে থামিয়ে দেয়।”
– সংগৃহীত

আরও পড়ুনঃ

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় কি

ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ কত প্রকার এবং কি কি

রকেটের জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়?

মনের স্বার্থপরতা নিয়ে উক্তি মানে কি?

যুগের সাথে তাল মিলিয়ে কাছের মানুষ বা ভালোবাসার মানুষের স্বার্থপরতাকে মনের স্বার্থপরতা নিয়ে উক্তি মানে করা হয়।

স্বার্থপর ব্যক্তির সাথে আপনি কীভাবে আচরণ করবেন?

স্বার্থপর ব্যক্তি কখনও আপনার প্রয়োজন গুলিকে বিবেচনা করবেন না, সে নিজ বিষয় সম্পর্কে ভালো বুজবে ও তা গ্রহণ কবে। আপনার আগ্রহের বিষয়গুলি নিয়ে আসুন সামনে। নিজেকে সেই মনোযোগ দিন যেটার আপনি প্রাপ্য আছেন বা ছিলেন। নিজের প্রতি সত্য থাকুন, সদা সত্য কথা বলুন। তাদের মনে করিয়ে দিন যে পৃথিবী তাদের চারপাশে ঘোরে না, এমন অনেক রয়েছে তার ভালো চায়।

উপসংহার

আশা করি আপনি মনের স্বার্থপরতা নিয়ে উক্তি সম্পর্কে জানতে পেরেছেন।

মানুষের মনের স্বার্থপরতা নিয়ে আরো অনেক কিছু লিখার আছে। তবে আজ এখান পর্যন্তই থাক স্বার্থপরতা উক্তি বিষয়ে।

সবশেষে একটি কথা সবার উদ্যেশ্যে বলা উচিৎ বিনা স্বার্থে অন্যের জন্য কিছু করা। তাহলে আমরা প্রকৃত মানুষ হতে পারবো।

আরও পড়ুনঃ

পড়ালেখা করে শুধু টাকা আয় করার পিছনে নিজর না দিয়ে মানব সেবায়ও মন দিতে হবে আমাদের সবার।

টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং টাকা ট্রান্সফার সম্পর্কে সাধারণ জ্ঞান ও ইন্টারনেট থেকে আয়ের বিভিন্ন মাধ্যম সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

Leave a Comment