বাবাকে নিয়ে স্ট্যাটাস পিক । মা বাবাকে নিয়ে স্ট্যাটাস

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রাণপ্রিয় বাবাকে নিয়ে কিছু কথা এবং বাবাকে নিয়ে স্ট্যাটাস পিক নিয়ে সাজানো আমাদের এই পোস্ট। প্রত্যেক মানুষের জীবনে মহানায়ক কে জিজ্ঞাসা করা হলে সবাই এক বাক্যে বলবে বাবা। বাবা এমনই এক নাম যা পৃথিবীর সব নামকে হার মানায়।

পৃথিবীর সব মানুষ খারাপ হলেও পৃথিবীর কোনো বাবা-ই খারাপ হয় না। বাবাকে নিয়ে স্ট্যাটাস পিক খুজছেন ? আজকে আমরা বাবাকে নিয়ে স্ট্যাটাস মুলক কিছু কথা জানবো। 

বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য কখনো টাকা লাগে না। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসেন বাবা মা জন্য পৃথিবীতে যখন কেউ থাকবে না তখন পিছনে আপনি বাবা এবং মাকে পাবেন।

মা বাবাকে নিয়ে স্ট্যাটাস পিক

মা বাবাকে নিয়ে স্ট্যাটাস
মা বাবাকে নিয়ে স্ট্যাটাস

আমাদের বাবাদের বাবা নামই হয়েছে বোধ হয় আপনাকে আমাকে তাদের পুরো জীবনে আকড়ে ধরে বাচার জন্য। এই বাবা মায়ের জীবনের পুরোটাই আমাদের দিয়ে দেয়। 

বাবাই একমাত্র সেই ব্যক্তি যে যতই বিপদ আসুক না কেন সন্তানের কাছে থেকে দূরে সরে যায় না।

আজকে আমরা জানবো পৃথিবীর বড় বড় ব্যক্তিদের বাবা প্রসঙ্গে বলা কথা। সম্পূর্ণ পোস্ট পড়লে বাবা মায়ের প্রতি আর একটু শ্রদ্ধা সম্মান বাড়বে কি কমবে না।  

একজন সন্তানের ভবিষ্যৎ তিলে তিলে তৈরি করে দেন বাবা। বাবা এমন এক নাম যে সবসময় পর্দার আড়ালে থেকে যায়।

একজন আদর্শ সন্তান হওয়ার পিছনে বাবাদের ভুমিকা খুব একটা প্রকাশ পায় নাহ।  

মনে রাখবেন একজন সন্তান বাবা মায়ের কাছে থেকেই শিখে শিখে বড় হয়। দুর্ভাগ্য আমরা বাবা মায়েদের যোগ্য সম্মান টুকু করতে পারি না।

বাবা সম্পর্কে বিশ্বের মহা পণ্ডিতদের বাণী । বাবাকে নিয়ে স্ট্যাটাস পিক 

পৃথিবী খ্যাঁত ব্যক্তিরা বাবা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, 

একটি মেয়েকে পৃথিবীতে তার বাবার থেকে বেশি ভালো কেউ বাসতে পারে না – ( মাইকেল রাত্নাডিপাক)। 

বাবা মেয়ের স্ট্যাটাস
বাবা মেয়ের স্ট্যাটাস

বাবারা কখনো বলেন না যে তিনি তোমাকে ভালবাসেন। বরং বাবা দেখিয়ে দেন তিনি তোমাকে ভালবাসেন। – ( দিমিত্রি থে স্টোন হার্ট )।

বাবা ছেলের ফেসবুক স্ট্যাটাস
বাবা ছেলের ফেসবুক স্ট্যাটাস

 একজন মেয়ে সন্তানের জীবনে বাবা ই হলেন প্রথম পুরুষ। এই বাবাই তার সব থেকে অনুপ্রেরণা দায়ক পুরুষ – ( ডেভিড জেরেমিয়াহ )। 

বাবাকে নিয়ে স্ট্যাটাস পিক
বাবাকে নিয়ে স্ট্যাটাস পিক

বাবাদের হৃদয় হলো প্রকৃতির এক অন্যতম অপার স্থান – ( এন্টোনি ফ্রানকোই প্রিভসট )।

যেকোনো পুরুষই নাম মাত্র বাবা হতে পারে। তবে প্রকৃত বাবা হওয়ার জন্য কিছু বিশেষত্ব দরকার – (অ্যানি গেডেস)।  

একজন বাবা তার সন্তানকে তার অবস্থানের চেয়েও ভালো স্থানে দেখতে চান – (ফ্রাংক এ. ক্লার্ক)। 

মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস
মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস

একজন বাবার তার ছেলের কাছে প্রথম হিরো। একটি মেয়ের কাছে হওয়া উচিত প্রথম ভালোবাসা। এ বিষয়ে বলতে গিয়ে জিম ভালভোনা বলেন, “বাবা আমাকে আমার উপরে বিশ্বাস রেখেছেন। যা অনেক বাবারাই করতে পারে না”। 

একজন বাবা মানে সন্তানের ইচ্ছা পুরনের জন্য নিজের ইচ্ছাকে গোপনেই মাটি দিয়ে দেন।

প্রত্যেক অসাধারণ মেয়ের খোঁজ নিলে দেখতে পাবেন প্রত্যেক অসাধারণ মেয়ের পিছনে দেখতে পাবেন একজন অসাধারণ বাবা আছে। 

বাবাকে নিয়ে পৃথিবী সেরা উক্তি । বাবাকে নিয়ে স্ট্যাটাস পিক  

বাবাকে নিয়ে পৃথিবী সেরা উক্তি
বাবাকে নিয়ে পৃথিবী সেরা উক্তি

প্রান ছাড়া দেহ অচলের মতোই একজন সন্তানের জীবনে বাস্তব সকল পরই পূর্ণতা আনয়ন করে সন্তানের বাবার ভালোবাসার মাধ্যম।

বাবা এবং সন্তান, সন্তানের প্রতি বাবা মা এর ভালোবাসা পৃথিবীর আর কোনো মাধ্যমে অর্জন করা সম্ভব নাহ।

ব্লগ লিখে আয় করার উপায়

আমাদের দেশের কিছু মহা পণ্ডিতেরা বাবা সম্পর্কে যেসব কথা বলেছেন তা শুধু কথাই নাহ।

এটি একধরনের বাস্তবতা বলে ফেলেছেন তারা। জেনে নেওয়া যাক এমন কিছু কথা যা বাবা সন্তানের ভালোবাসার  আরও এক ধাপ পেরিয়ে হয়ে থাকে।

রেদোয়ান  মাহমুদ লিখেছেন, 

“ বাবা হলো বাড়ির ছাদের মতো, যে সন্তানদের সব সময় ছায়া দিয়ে থাকে। কখনোই মুখ ফুটে কিছু বলে না”। 

সন্তান বাবা এমনকি মায়ের কাছে কখনো কালো বা কুৎসিত হয় না। বাবা সবসময় সন্তানের মাধ্যমে নিজেকে বাচিয়ে রাখতে স্বপ্ন দেখে।

বাবা মনে করে সে মারা গেলেও তার রেখে যাওয়া সন্তানদের মাঝে বেচে থাকবে ইনি সবসময়। 

ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ বলেছিলেন, “ বাবা মা এর ১ম সন্তান হচ্ছে একটি জীবন্ত খেলনা, সেই খেলনার সবকিছুই অত্যান্ত আনন্দের।

এই খেলনা যখন হাসে, বাবা-মা ও তখন হাসে। আবার খেলনা যখন কাঁদে বাবা মা ও তখন কাদের। তাদের মুখ ও চিন্তিত হয়ে যায়।

আরও পড়ুনঃ

টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় | TikTok Income Bangladesh

করোনা টেস্ট রিপোর্ট কিভাবে পাবো । How to get Corona test report

বাবা মানেই এক অপার শক্তির নাম। পৃথিবীতে তোমাকে অনেকেই ভালবসবে তবে বাবা মায়ের মধ্যে পাবে স্বার্থ হীন ভালোবাসা।

অন্য ভালোবাসায় প্রয়োজন লুকিয়ে থাকলেও এই ভালোবাসায় থাকে শুধু হাসতে দেখতে চাওয়া। বাবা মা তখনই হাসে যখন সন্তানরা হাসে, ভালো কিছু করে। 

বাবা এর জন্য আমাদের করণীয় । বাবাকে নিয়ে স্ট্যাটাস 

বাবা মায়েরা সন্তানদের জন্য আজীবন শুধু ত্যাগ করে যান। জীবনের শেষ সময়ে যখন নিজের আর চলার শারীরিক শক্তি  টুকু থাকে না ঠিক তখনই সন্তানদের দায়িত্ব তেমন হয়ে যায় যেমন সন্তানের ছোট সময়ে বাবা মা তাদের প্রতি করেছিলও। 

সন্তানরা যদি নিজের গায়ের চামড়া কেটেও মায়ের এক জোড়া যুতা বানিয়ে দেয় তাতেও মায়ের এক ফোটা দুধের ঋণ শোধ করতে পারবে না।

ঠিক তেমনি বাবার ঋণ কখনোই কোনও সন্তান শোধ করতে পারবেনা।

সন্তানের চাওয়া উচিত বাবা মা যেমন তাদের আদর সোহাগ দিয়ে নিজেদেরকে বড় করছে বাবা মাকে ঠিক তেমনি বাবা মাকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা যত্ন দিয়ে নিজেদের কাছেই রাখা। 

সন্তানদের জন্য যা মনে রাখা উচিত । বাবাকে নিয়ে উক্তি

প্রত্ত্যেক সন্তান এক সময় বিয়ে করে। তাদের সন্তান হয়। অর্থাৎ তারাও বাবা মা হয়।

এক্ষেত্রে তাদের বাবা মায়ের গায় যখন শক্তি না থাকে তখন সন্তানরা যেমন ব্যবহার করবে ঠিক তেমনি তার সন্তানরাও তার সাথে একই ব্যবহার করবে। 

অতএব, একজন সন্তানের উচিত , নিজের জন্নে হলে উচিত বাবা মায়ের প্রাপ্প টুকু হাসিমুখে পালন করা।

যাতে সেও জীবনের শেষ ওই সময়টায় নিজ সন্তানের দ্বারা ভালো ব্যবহার এবং সেবা পায়। 

আরও পড়ুনঃ

নিজেকে নিয়ে স্ট্যাটাস | নিজেকে সঠিক পথে রাখার কিছু উপায়

মাকে নিয়ে ইসলামিক উক্তি । Islamic Quote About Mother

Official Phone Check Bangladesh |  অফিসিয়াল ফোন কিভাবে চেক করবো

বাবাকে নিয়ে উক্তি বাংলা

বাবাকে নিয়ে স্ট্যাটাস পিক কি?

প্রিয় পাঠক বাবা সম্পর্কে বলে শেষ করা যাবে না। তবে বাবাকে নিয়ে স্ট্যাটাস পিক হচ্ছে বিশিষ্ট জনদের করা বাবা সম্পর্কে কিছু গুণগান টেক্সট ও পিচ সহ।

সর্বশেষে 

বাবা মা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সম্পদ। বাবা মাকে তাদের প্রাপ্প সম্মান সাপোর্ট শ্রদ্ধা দিতে যদি কোনো সন্তান অস্বীকার করে তাহলে এর জবাব আল্লাহর কাছে দিতে হবে।

এবং পৃথিবীতে এর শাস্তি হিসেবে নিজের সন্তানের দারাও এমন ব্যবহার তাদের জন্য প্রাপ্প হয়ে থাকবে। 

আজকে আমরা বাবাকে নিয়ে স্ট্যাটাস সম্পর্কে জেনেছি। জেনেছি বাবা রা কখনো সন্তানদের অমঙ্গল করে না।

সব পুরুষ বাবা হতে পারে না তবে সন্তান জন্ম দিতে পারে।

আমাদের উচিত বাবা মাকে তাদের সম্মান করা এবং আমাদের থেকে তাদের প্রাপ্প আশা সবই ঠিকঠাক পালন করা।

তবেই সু সন্তান হওয়া যাবে। 

অনলাইনে টাকা ইনকাম সব বিষয়ে নিত্য নতুন লেখা পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।