বিশ্বের সবচেয়ে বড় সেতু কোনটি | বাংলাদেশের সবচেয়ে বড় সেতু কোনটি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিশ্বের সবচেয়ে বড় সেতু কোনটি এই সম্পর্কে জানতে অনেকেই গুগল সার্চ করে থাকেন। আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে বড় সেতু কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় সেতুর নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় ১০ টি সেতুর তালিকা ও বিস্তারিত তথ্য জানানো হবে এই পোস্টে।

মানবসভ্যতার এই যুগে সভ্যতার বিকাশ অনেকটাই এগিয়ে গেছে মানুষ। মানুষের জীবনধারাকে সহজ থেকে আরও সহজ করে তোলার জন্য প্রতিনিয়ত জন্ম নিচ্ছে নানা আবিষ্কার।

কিন্তু সেই আবিষ্কার কোন দেশই তার নিজের কাছে কুক্ষিগত করে রাখে না। বরং তা সবার সাথে ভাগাভাগি করে নেয়।

Content Summary

বিশ্বের সবচেয়ে বড় সেতু কোনটি । পৃথিবীর সবচেয়ে বড় সেতুর নাম কি

বিশ্বের সবচেয়ে বড় সেতু কোনটি
বিশ্বের সবচেয়ে বড় সেতু কোনটি

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সেতু হলো দানইয়াং কুনশান গ্র্যান্ড ব্রীজ। পৃথিবীর বুকে এই ব্রীজটি বিশ্বের সবচেয়ে বড় ব্রীজের খেতাব অর্জন করেছে। আজকে আমরা জানবো,  বিশ্বের সবচেয়ে বড় সেতু  সম্পর্কে বিস্তারিত। তাই বিশ্বের বা পৃথিবীর সবচেয়ে বড় সেতু হচ্ছে দানইয়াং কুনশান গ্র্যান্ড ব্রীজ

সড়ক পথে যোগাযোগ নিশ্চিত করতে এই ভাগাভাগি করে নেওয়াটা সহজ করে তোলতেই তৈরি হয়েছে নানান যোগাযোগ ব্যবস্থা, তার মধ্যে অন্যতম হচ্ছে সেতু। আমরা সড়কপথে, জলপথে ও আকাশপথে এখন গমন করতে পারি।

তবে জলপথে কয়েক ঘন্টার পথ সড়কপথে কয়েক মিনিটেই পার করা সম্ভব হয়। তাই বিভিন্ন নদী ও সমুদ্রের উপর দিয়ে নির্মান হচ্ছে অনেক ব্রীজ বা সেতু।

 বিশ্বে এমন কিছু সেতু রয়েছে যা আমাদের ভাবনাকেও হার মানায়। অনেক দূর্গম পথের এপার ওপার কে জুড়ে পথকে করেছে সুগম।

যুগে যুগে সেই সেতু নির্মানে বেড়েছে দৈর্ঘ্য ও উচ্চতা। প্রতিটি দেশেই এখন এই নির্মান কার্যকে নিয়ে চলছে প্রতিযোগিতা।

আপনাদের জানাতে চাই যে, এই উদ্ভাবনের প্রতিযোগিতায় অগ্রগামী চীন। বিশ্বের বুকে অনেক গুলো বিশ্বরেকর্ড গড়ে রেখেছেন চীন।  

চীন তাদের বিশাল জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে প্রতিনিয়তই পৃথিবীকে অনন্য উদ্ভাবন উপহার দিচ্ছে।

তারই একটি হলো দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজ। এটি বিশ্বের সবচেয়ে বড় সেতু।

বাংলাদেশের সবচেয়ে বড় সেতু কোনটি

বিশ্বের মানচিত্রে বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল একটি দেশ। বাংলাদেশের উন্নতির ধারা দেখে অনেক দেশে নিজেদের উন্নত করার রোড ম্যাপ খুঁজছে। বাংলাদেশের সবচেয়ে বড় সেতু হলো পদ্মা সেতু। পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের সেতু। বাংলাদেশের ঐতিহ্যবাহী পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু হলো বৃহত্তম এই পদ্মা সেতু। পদ্মা সেতুর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে।

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষের বহুল প্রতীক্ষিত স্বপ্নের সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতু তৈরি ও উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে গেল অর্থনৈতিক অগ্রগতিতে।

পদ্মা সেতু A 2 z সম্পর্কে জানতে আমাদের লেখা পদ্মা সেতু পোস্ট পড়ুন।

সেতু কী? – পৃথিবীর সবচেয়ে বড় সেতুর নাম কি

পৃথিবীর সবচেয়ে বড় সেতুর নাম কি
পৃথিবীর সবচেয়ে বড় সেতুর নাম কি

চলার পথে অনেক প্রতিবন্ধকতা থাকে। পৃথিবীর প্রায় এক-তৃতীয়াংশ জুড়ে আছে পানি। আর এই পানি বা জলপথের প্রতিবন্ধকতা দূর করতে কোন প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি করা সংযোগই হলো সেতু।

প্রাচীনকাল থেকেই মানুষ জীবন দ্বারা সহজ করার জন্য সেতু তৈরি ও ব্যবহার করতো। সেতু শুধু জলপথে হয় তা নয়। তবে আমরা সেতু বলতে জলপথের সেতুকেই বুঝি।

সেতু আমাদের চলার পথকে সহজ করে দেয়। ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক সকল ক্ষেত্রে একটি সেতু আমাদের সার্বিক উন্নয়নে সহায়তা করে।

বর্তমানে মানুষের প্রয়োজনে বিশ্বের সবচেয়ে বড় সেতু গুলো নির্মান করা হচ্ছে। চলুন প্রথমে পরিচিত হই পৃথিবীর সবচেয়ে বড় কিছু সেতুর সাথে।

বিশ্বের সবচেয়ে বড় ১০টি সেতু

বিশ্বের সবচেয়ে বড় সেতু কোন দেশে

সারা বিশ্বে অনেক সেতু রয়েছে। তাদের মধ্যে থেকে পৃথিবীর সবচেয়ে বড় সেতু কোনটি এই সম্পর্কে জানানো পর এক এক করে পৃথিবীর সবচেয়ে বড় ১০টি সেতু সম্পর্কে বিস্তারিত জানাবো।

১। দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজঃ-

এই সেতুটি চীনে অবস্থিত। এটি লম্বায় প্রায় ১৬৫ কিলোমিটার। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় সেতু এই ব্রীজটি। পরবর্তীতে নিচে এই সেতুটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

২। চাংহুয়া কোয়াশিউং রেল সেতুঃ-

চাংহুয়া কোয়াশিউং রেল সেতু তাইওয়ানে অবস্থিত। এটি প্রায় ১৫৭ কিলোমিটার লম্বা একটি সেতু ।

পৃথিবীর সবচেয়ে বড় সেতু কোনটি এই প্রশ্নে বলব সেতুর পর দ্বিতীয় বৃহত্তম সেতু হচ্ছে চাংহুয়া কোয়াশিউং সেতুটি ২০০৭ সালে নির্মান কাজ শেষ করে উন্মুক্ত করে দেওয়া হয়।

এই সেতু ভুমিকম্পের কম্পন সহ্য করার মতো উপযুক্ত করেই তৈরি করা হয়েছে। এই সেতুতে সড়কের পাশাপাশি রেলপথও আছে। এটি নির্মানে প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়।

৩। তিয়ানজিন গ্রান্ড ব্রীজঃ-

তিয়ানজিন গ্রান্ড ব্রীজ চীনের আরেকটি বড় সেতু।

এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তর সেতুর স্থানটি দখল করে আছে। তিয়ানজিন গ্রান্ড ব্রীজের দৈর্ঘ্য প্রায় ১১৩ কিলোমিটার। ২০১০ সালে এটির নির্মানকাজ শেষ হয়।

চীনের তিয়ানজিন প্রদেশের কাছে অবস্থিত হওয়ায় এই সেতুটির নাম তিয়ানজিন গ্রান্ড ব্রীজ করা হয়। এটি একই সাথে সড়ক ও রেল পরিবহনে কাজ করে থাকে। এই ব্রীজেও প্রায় ১৩ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়।

আরও পড়ুনঃ

বিপিএল আজকের খেলা ২০২৩

আইপিএল ২০২৩ সময়সূচী

আইপিএলে সবচেয়ে দামি প্লেয়ার কে ২০২৩

৪। ক্যাংডে গ্রান্ড ব্রীজঃ –

ক্যাংডে গ্রান্ড ব্রীজ চীনে অবস্থিত একটি বড় ব্রীজ। এটি প্রায় ১০৬ কিলোমিটার লম্বা। ২০১০ সালে এটি সকলের জন্য উন্মুক্ত হয়। এর ধারন ক্ষমতা অনেক বেশি। কারন, এতে প্রায় ৩০৯২ টি।

যা দৈর্ঘ্যের তূলনায় এবং অন্যান্য সেতুর তূলনায় অনেক বেশি। এটি নির্মানেও প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়।

৫। ওয়েনান ওইহি গ্রান্ড ব্রীজঃ-

ওয়েনান ওইহি গ্রান্ড ব্রীজ চীনের আরও একটি বড় সেতু। বিশ্বের সবচেয়ে বড় সেতু গুলোর মধ্যে বেশ কয়টিই চীনের। এই সেতুটির দৈর্ঘ্য ৭৯.৭৩ কিলোমিটার। এটির নির্মানে প্রায় ১০,০০০ জন শ্রমিক কাজ করেছিলো।

২০১০ সালে এটি সকলের জন্য উন্মুক্ত হয়।

২০০৮ সালে এটির নির্মান কাজ শেষ তখন এটিই ছিলো বিশ্বের সবচেয়ে বড় সেতু।

৬। হংকং ঝুহাই ম্যাকাও ব্রীজঃ-

হংকং ঝুহাই ম্যাকাও ব্রীজ চীনের একটি বড় সেতু। এটি প্রায় ৫৫ কিলোমিটার লম্বা একটি সেতু। ২০০৯ সালে এই সেতুটির নির্মান কাজ শুরু হয়।

২০১৮ সালে এর নির্মান কাজ শেশ হলে এটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এটি নির্মান করতে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়। এটি হংকং এবং চীনের মাকাও ও ঝুহাই এর সংযোগকারী সেতু।

৭। ব্যাং না ট্রেড এক্সপ্রেসওয়েঃ-

ব্যাং না ট্রেড এক্সপ্রেসওয়ে থাইল্যান্ডের সবচেয়ে বড় সেতু, যা পৃথিবীতে সপ্তম বর সেতু হিসেবে জায়গা দখল করে আছে। এটির দৈর্ঘ্য প্রায় ৫৪ কিলোমিটার।

কিন্তু মজার বিষয় হলো এই বিশাল সেতুটি কোন বড় নদী কিংবা সাগরের উপর দিয়ে যায়নি।

বরং এর নিচ দিয়ে ছোট একটি নদী প্রবাহিত হয়েছে। এবং এর বাকি অংশ সমতল ভূমির উপরেই ফ্লাইওভার এর মতো ব্যবহৃত হয়।

৮। বেইজিং গ্রান্ড ব্রীজঃ-

বেইজিং গ্রান্ড ব্রীজ একটি রেলপথ সেতু যা চীনে অবস্থিত। এটিও পৃথিবীর সবচেয়ে বড় সেতু কোনটি গুলোর তালিকায় জায়গা করে নিয়েছে।

এটি চীনের বৃহত্তর সেতুগুলোর একটি, যা ৪৮ কিলোমিটার দীর্ঘ। এই সেতুটি মূলত বুলেট ট্রেনের জন্য নির্মান করা হয়।

এটি চীনের বেইজিং এ অবস্থিত অনেক মজবুত একটি সেতু।

৯। লেক পন্টচারটেন কজওয়েঃ-

লেক পন্টচারটেন কজওয়ে যুক্তরাষ্ট্রের একটি বড় সেতু। এটি লম্বায় প্রায় ৩৮ কিলোমিটার দীর্ঘ। তবে এই সেতুটিকে অনেক প্রাচীন বলা যায়। কারন, এই সেতুটি ১৯৫৬ সালে নির্মান করা হয় সমুদ্রের উপর দিয়ে।

১০। উহান মেট্রো সেতুঃ-

করোনা ভাইরাস সংক্রমণে সূচনা হয় চীনের উহান শহরে। আর পৃথিবীর বৃহত্তর সেতুর দশম সেতুটি এই উহান শহরেই অবস্থিত। এর দৈর্ঘ্য প্রায় ৩৭ কিলোমিটার। ২০০৪ সালে এই সেতুর নির্মান কাজ শেষ হয়।

উপরোক্ত বিশ্বের সবচেয়ে বড় সেতু গুলোর ১০টি বড় সেতুর মধ্যে ৭টি সেতুই চীনে অবস্থিত।

এখন আমরা জানবো বিশ্বের সবচেয়ে বড় সেতু চীনের দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজ সম্পর্কে।

আরও পড়ুনঃ

বিশ্বের সবচেয়ে বড় সেতু হচ্ছে দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজ

Danyang Kunshan Grand Bridge

দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজ চীনের বুকে সমুদ্রের ড্রাগন নামক উপাধি নিয়ে দাঁড়িয়ে আছে।

এর বিস্তৃত শরীর সমুদ্রের বুকে মানুষের যাত্রাকে অনেক সহজ এবং বিনোদনমূলক করে তুলেছে।

তবে এর নির্মানের পিছনে রয়েছে অনেক অজানা তথ্য।

দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজের অবস্থান

চীনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এই ব্রীজ নির্মান করা হয়। চীনের অন্যতন গুরুত্বপূর্ণ স্থান হলো জিয়াংসু প্রদেশের সাংহাই ও রাজধানী নানজিং।

সাংহাই চীনের অর্থনীতির হৃৎপিন্ড নামেও খ্যাত। তবে এই প্রদেশের যোগাযোগ ব্যবস্থা ভালো ছিলো না।

দেশটির অর্থনীতির উন্নয়নের জন্য এই বিশাল ব্রীজ নির্মান করা হয়। এটি সাংহাই ও নানজিং এর মধ্যবর্তী স্থানে অবস্থিত।

এটি সাং-চিয়াং নদীর বদ্বীপ এলাকায় অবস্থিত। ডানয়াং, চাংজু, ওসিসুজু এর মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে।

এবং কুনশান এ গিয়ে শেষ হয়েছে। এজন্য একে দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজ নামকরন করা হয়।

হবিগঞ্জ কিসের জন্য বিখ্যাত? | হবিগঞ্জ জেলার ১০টি দর্শনীয় স্থান

দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজ নকশা

বিশ্বের সবচেয়ে বড় সেতু এর নকশা করেছিলো চীনের কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান। চায়না রোড এন্ড ব্রীজ কর্পোরেশন এই ব্রীজ প্রস্তুতে কাজ করেছিলো।

চীনের সরকারি এই প্রতিষ্ঠানে চীনের রেল ও যোগাযোগ মন্ত্রণালয়ের সহায়তায় এই কাজ করা হয়।

সিআরবিসি বা চায়না রোড এন্ড ব্রীজ কর্পোরেশন হলো এমন একটি প্রতিষ্ঠান যা চীনের রেলপথ, বন্দর, টানেল, সেতু ইত্যাদি বড় বড় কনস্ট্রাকশন কাজ করে থাকে।

বর্তমানে নির্মান প্রকৌশলীরা নদী ছাড়িয়ে সেতু নির্মান করছে সমুদ্রেও।

আরও পড়ুন

আজকের বিপিএল খেলা লাইভ ২০২৩

বিপিএল লাইভ স্কোর

দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজ নির্মান

এই ব্রীজের নির্মান কাজ শুরু করা হয় ২০০৬ সাল থেকে।  সাংহাই এর সাথে জিংসু প্রদেশের নানজিং শহরের সংযোগ স্থাপনের জন্য দেশের রেলওয়ে বিভাগের সাথে পরিকল্পনা করে এটি নির্মানের পরিকল্পনা করা হয়।

তবে সেতুটি ছিলো অনেক বড়। তাই এই সেতুটি নির্মানে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে।

সেতুটি কয়েকটি অংশের একটি সামষ্টিক সেতু। এর একটি অংশ কিং দাও হাইওয়ান রোড ব্রীজ। চীনের যেকোনো সেতু নির্মানের সবচেয়ে বড় বাধা হলো টাইফুন। তবে এই ব্রীজটি টাইফুন সহ্য ক্ষমতা নিয়েই তৈরি হরা হয়েছে।

এই সেতুটি নির্মান করতে মোট সময় লাগে মাত্র ৪ বছর। ২০০৬ সাল থেকে ২০১০ সাল। ২০১১ সালে এটি উন্মুক্ত করে দেওয়া হয়। এই সেতু নির্মানে প্রায় ১০,০০০ শ্রমিক কাজ করেছিলো।

ভূমিকম্প সহনশীল করে তৈরি এই সেতু। বিজ্ঞানীদের মতে প্রায় ৩লক্ষ টনের কোনো জাহাজও যদি এই সেতুর সাথে ধাক্কা লাগে, তবুও কিছুই হবেনা এই সেতুর।

গবেষনাঃ–  বিশ্বের সবচেয়ে বড় সেতুটি নির্মানের জন্য পৃথিবীর গোল আকার ও প্রভাব ফেলেছিলো।  

এই সেতুটি আকৃতিতে এতো বড় হওয়ায় একাধারে সমতল ভূমি, নিম্ন ভুমি, খাল, হ্রদ, বদ্বীপ,  সমুদ্র অতিক্রম করে গেছে।

এটি নির্মানের জন্য প্রকৌশলীদের পাথুরে মাটির পরীক্ষা করতে হয়েছে। তেমনি পরীক্ষা করতে হয়েছে নিম্ন ভূমির নরম মাটিও। আবার নদীর পানির নিচের গবেষনা তো আছেই।

এই ব্রীজটি মূলত নির্মান করা হয় রেলওয়ের জন্য। হাই স্পীড রেলওয়ে যোগাযোগের জন্যই চীন এমন অনেক ব্রীজ নির্মান করেছে, তা আপনি পূর্বেই জেনেছেন।

আরও পড়ুনঃ

পদ্মা সেতুর টোল তালিকা

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

বিশ্বের সবচেয়ে বড় সেতু নির্মানে খরচ

দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজ বিশ্বের সবচেয়ে বড় সেতু নির্মানে খরচ হয়েছে প্রায় ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ৮৭৮,৪৮৮,৬০০,০০০ বা ৮৭ হাজার ৮৪৮ কোটি ৮৬ লক্ষ টাকা।

বিশ্বের সবচেয়ে বড় সেতু – এর ভিতর যা যা আছে

বিশাল এই ব্রীজটিতে রয়েছে ৫টি রেলওয়ে স্টেশন। সেতুটি দীর্ঘ হওয়ার কারনে এর উপরেই স্টেশন নির্মান করা হয়।

১,৬৪,৮০০ মিটার লম্বা পথ আছে এই সেতুতে। সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ২৪০ ফিট উচ্চতা। এবং গড় উচ্চতা ১০০ ফুট। এটির রয়েছে বিশ্বের সেতু বিষয়ক অনেক বিশ্বরেকর্ড। ৮ মাত্রার ভূমিকম্প সহ্য করার ক্ষমতা রয়েছে এই সেতুর।

পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্বের সবচেয়ে বড় সেতু

ভ্রমনের জন্য বিশ্বের সবচেয়ে বড় সেতু অনেক আকর্ষণীয় ।

পৃথিবীর সবচেয়ে বড় সেতু ব্রীজটির সৌন্দর্য উপভোগ করতে বহু পর্যটক ভীর জমায় দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজে।

ব্রীজের উপর রেলওয়ে থাকায় এবং স্টেশন থাকায় এতে ভ্রমনের আনন্দ দ্বিগুণ বেড়ে যাবে।

প্রাকৃতিক বৈচিত্র্যময় এলাকাও ভ্রমন করা যাবে এই ব্রীজের মাধ্যমে।

শান্ত নদী থেকে শুরু করে উত্তাল সমুদ্রের উপর অবস্থান করার স্বাদ গ্রহন করা যাবে এই সেতুতে।

বাংলাদেশ থেকে যদি কখনো চীন ভ্রমনে যান, তাহলে এই ব্রীজের ট্যুর নিতে ভুলবেন না যান আপনিও।

অনুভুতির জগতে আরোহন করতে ঘুরে আসতে পারেন এই সেতুতেও।

আরও পড়ুনঃ

পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

বাংলাদেশের নতুন বিভাগের নাম কি?

বিশ্বের সবচেয়ে বড় সেতু সম্পর্কিত প্রশ্নোত্তর

পৃথিবীর বৃহত্তর সেতু কোনটি?

দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজ পৃথিবীর বৃহত্তর সেতু।

বিশ্বের সবচেয়ে বড় সেতু কোনটি?

বিশ্বের সবচেয়ে বড় সেতু হচ্ছে দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজ। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সেতুর নাম হচ্ছে দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজ।

পৃথিবীর সবচেয়ে বড় সেতুর নির্মান খরচ কত?

দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজ নির্মানে প্রায় ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়।

চীনে পৃথিবীর কয়টি বৃহত্তর সেতু অবস্থিত?

পৃথিবীর ১০টি বৃহত্তর সেতুর মধ্যে ৭টি চীনে অবস্থিত।

চীনে সেতু নির্মানের সবচেয়ে বড় বাধা কী?

চীনে সেতু নির্মানের সবচেয়ে বড় বাধা হলো টাইফুন।

দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজের দৈর্ঘ্য কত?

দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজের দৈর্ঘ্য প্রায় ১৬৪.৮ কিলোমিটার বা ১,৬৪,৮০০ মিটার।

বিশ্বের সবচেয়ে বড় সেতু কোন দেশে?

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সেতু কোন চীন দেশে।

বাংলাদেশের সবচেয়ে বড় সেতু কোনটি?

বাংলাদেশের সবচেয়ে বড় সেতু হচ্ছে পদ্মা সেতু।

বিশ্বের সবচেয়ে বড় সেতু দানইয়াং কুনশান গ্রান্ড ব্রীজ নিয়ে সর্বশেষ

পৃথিবীর বুকে প্রতিনিয়তই এমন অনেক অবাক করা উদ্ভাবন গড়ে উঠছে।

প্রতিটি দেশই একে অপরকে অতিক্রম করতে চাচ্ছে এই প্রতিযোগিতায়।

তবে যাই হোক, প্রতিযোগিতার এই বিপ্লবে এগিয়ে যাচ্ছে মানব সভ্যতা।

এখন সেই নির্মান কার্যকে হাতের মুঠোয় নিয়ে মানুষ সংযোগ গড়ে তুলছে এক দেশের সাথে অন্য দেশের।

হয়তো একসময় পৃথিবীর সকল দেশেই যাওয়া যাবে সড়ক পথে করে। কারন নির্মান শিল্প এখন এতোটাই এগিয়ে গেছে যে ১৬৫ কিলোমিটার লম্বা একটি সেতু নির্মান করতে পারে।

যুগে যুগে এই সেতুর দৈর্ঘ্য ও উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।

তাই আসা করা যায় আমরা পরবর্তীতে এর থেকেও আরও বড় সেতু আমরা এই পৃথিবীতে দেখতে পারবো।

আমাদের আজকের কন্টেন্টের মূল বিষয় ছিলো – পৃথিবীর সবচেয়ে বড় সেতু কোনটি।

আশা করি আপনাদের চাহিদামতো ও সঠিক তথ্য প্রদান করতে পেরেছি।

বিশ্বের সবচেয়ে বড় সেতু সবসময় এমন তথ্যবহুল ও সঠিক লেখা লিখতে পছন্দ করি।

এমন তথ্যবহুল আরও লেখা পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।

আর এই পোস্টটি  ভালো লাগলে ও আমার লেখা নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ এ লাইক করে পাশে থাকুন, ধন্যবাদ।

এছাড়াও ইন্টারনেট থেকে টাকা আয়, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং অফার ইন্টারনেট থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে রেগুলার ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

ধন্যবাদ।

আরও পড়ুনঃ

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

সুইস ব্যাংক (Swiss Bank) | সুইস ব্যাংকে বাংলাদেশীদের টাকা বেশি কেন যাচ্ছে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

1 thought on “বিশ্বের সবচেয়ে বড় সেতু কোনটি | বাংলাদেশের সবচেয়ে বড় সেতু কোনটি”

  1. Really awesome and amazing Post.
    বাংলাদেশ এশিয়া কাপ ২০২৩ সুপার ৪ খেলবে… Best of luck

Comments are closed.