মাকে নিয়ে সেরা ১০টি উক্তি স্ট্যাটাস, কবিতা

মাকে নিয়ে সেরা ১০টি উক্তি দিয়ে সাজানো হয়েছে আজকের এই পোস্ট। মাকে নিয়ে কিছু কথা নয়, সন্তানের প্রতি একজন মায়ের আত্মত্যাগের কথা একজন সন্তান সারা জীবন বললেও শেষ হবেনা। কেননা মা কতটা কষ্ট করেছেন সন্তানের মুখের দিকে চেয়ে পৃথিবীতে একমাত্র ধর্মধারিনী মা ই বলতে পারেন।

মা,,,  এই একটি শব্দের মাঝেই যেনো লুকিয়ে আছে সমস্ত পৃথিবীর মায়া মমতা ভালোবাসা।

মহান আল্লাহ তায়ালা আমাদের এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে , এই পৃথিবীতে আসতে একটি মাধ্যম দিয়ে পাঠিয়েছেন। আর সেই মাধ্যমটি হলো মা। একজন মায়ের সাথে আর কোন কিছুরই তূলনা করা যায় না।

মা কে নিয়ে হাজার বছর লিখলেও মায়ের ভালোবাসার বহিঃপ্রকাশ করা সম্ভব হবেনা। কারন, এই পৃথিবীতে মানুষ তোমাকে যতই ভালোবাসুক, তার পিছনে হয়তো থাকবে কোন স্বার্থ নয়তো কোন চাহিদা পূরন। কিন্তু এই পৃথিবীতে মা এমন একজন, যার ভালোবাসা স্বার্থহীন।

মাকে নিয়ে সেরা ১০টি উক্তি – মাকে নিয়ে কষ্টের কিছু কথা

মাকে নিয়ে সেরা ১০টি উক্তি স্ট্যাটাস
মাকে নিয়ে সেরা ১০টি উক্তি স্ট্যাটাস

সত্য কথা বললে মাকে নিয়ে মনের ভাব কখনো শেষ হবার নয়। আমাদের সকলেই মনেই মা কে নিয়ে কিছু কথা বা উক্তি থেকে থাকে। তবে আজ আমরা মাকে নিয়ে সেরা ১০টি উক্তি নিয়ে আলোচনা করবো।

মাকে নিয়ে মহা মানবদের উক্তি

যুগে যুগে মাকে নিয়ে বহু মহামানব অনেক উক্তি করে গেছেন। তন্মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মানবের উক্তি গুলো হলো-

১। মহানবী হজরত মুহাম্মদ ( সাঃ) 

তিনি বলেন- তিন রকমের দোয়া নিঃসন্দেহে কবুল হয়। ১) মজলুমের দোয়া, ২) মুসাফিরের দোয়া, ৩) সন্তানের জন্য পিতা-মাতার দোয়া।

মা সন্তানের জন্য উপকারী দোয়া করে থাকেন। কারন, মা সর্বদা সন্তানের ভালোই চেয়ে থাকেন। মায়ের ভালোবাসা অকৃত্রিম।

২। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)

তিনি বলেন- মায়ের প্রতি ভালোবাসার দৃষ্টিতে তাকানো অনেক পুন্যের। সন্তান প্রতিবার ভালোবাসার সাথে মায়ের দিকে তাকানোর বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব লাভ করবে। সত্যিই কি সুন্দর তাইনা- মা এমন এক জিনিস যার দিকে তাকালেও সওয়াবের ব্যবস্থা রয়েছে।

তিনি আরও বলেন – একজন মা হচ্ছে সন্তানের সেরা বিদ্যা নিকেতন। মাকে নিয়ে সেরা ১০টি উক্তি ছাড়াও নবীজী মায়ের ভালোবাসা নিয়ে অনেক বানী রেখে গেছেন।

আরও পড়ুনঃ

মাকে নিয়ে কষ্টের কিছু কথা উক্তি

স্কুল বিদায় বেলার কবিতা আবৃতি কিভাবে করতে হয়?

মাকে নিয়ে বানী ও মাকে নিয়ে ইসলামিক উক্তি

পবিত্র কোরআনে মাকে নিয়ে অনেক বানী মহান আল্লাহ তায়ালা দুনিয়ার মানুষের জন্য পাঠিয়েছেন। তার কিছু অংশ মাকে নিয়ে সেরা ১০ টি উক্তি তে প্রদান করা হলো।

৩। আল- কোরআন

যে গর্ভ তোমাকে ধারন করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য ও শ্রদ্ধা নিবেদন কর। আল- কোরআন মহান আল্লাহ তায়ালার পবিত্র বানী। তিনি সেই মহান গ্রন্থে মায়ের সম্মানের কথা বলেছেন। মায়ের প্রতি কর্তব্য পালন করতে বলেছেন।

মায়ের প্রতি ভালোবাসা থাকা প্রতিটি মুসলিম ভাই ও বোনের জন্যই একটি ইসলামি দায়িত্ব।

মাকে নিয়ে সেরা ১০টি উক্তি তে আল- কোরআনের উক্তি অনেক মূল্যবান। ইসলামে নারীদের অনেক সম্মান প্রদান করা হয়েছে। এবং তার মধ্যে পৃথিবীতে মায়ের সম্মান সবচেয়ে বেশি দেওয়া হয়েছে।

৪। আল- কোরআন

থেকে আমরা আরও পাই- মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত / জান্নাত। এই সৃষ্টিজগতে মায়ের ঋণ পরিশোধ করা কোন সন্তানের পক্ষেই সম্ভব নয়। কারন তীব্র যন্ত্রণা সহ্য করেও মা আমাদের গর্ভে ধারন করে। সন্তানের জন্য মায়ের ত্যাগ বলে শেষ করা কঠিন।

আল্লাহ তায়ালা মায়ের সম্মান কে সন্তানের মাথার উপর স্থান দিয়েছেন। জীবনে যত কষ্টই হোক একজন মা কে খুশি করা ব্যতীত জান্নাত লাভের আশা করা কঠিন।

এছাড়াও পবিত্র গ্রন্থে আল্লাহ তায়ালা মাকে নিয়ে অনেক মহান উক্তি করেছেন। যা মাকে নিয়ে সেরা ১০টি উক্তি এর মতো কোন আলোচনায় শেষ করা যাবেনা।

মাকে নিয়ে বিশিষ্ট ব্যাক্তিদের উক্তি

মাকে নিয়ে বাংলা স্ট্যাটাস
মাকে নিয়ে বাংলা স্ট্যাটাস

যুগে যুগে মাকে নিয়ে বিখ্যাত ব্যক্তিগন অনেক উক্তি করে গেছেন। তাদের মধ্যে মাকে নিয়ে সেরা ১০টি উক্তি তে কিছু উক্তি তুলে ধরা হলো-

৫। মাকে নিয়ে আব্রাহাম লিংকনের উক্তি

আব্রাহাম লিংকন মায়ের সম্পর্কে বলেছিলেন- যার মা আছে সে কখনোই গরীব নয়। তার এই উক্তিটি কতটা বাস্তব সম্মত তা কেবল একজন মা হীন সন্তানই জানে। মায়ের ভালোবাসা পৃথিবীর সকল দুঃখ, কষ্ট, হার, ভেঙে পড়াকে হার মানায়।

মায়ের একটু সান্ত্বনা একটু আশ্বাস হাজারো মোটিভেশনাল স্পিচ থেকেও বেশি কার্যকর। অন্যদিকে, মানুষের কষ্টের অনুভূতি গুলো হারিয়ে যেতে মায়ের কোলে একটু মাথা রাখাই যথেষ্ট।  মায়ের কোল যে কি শান্তির স্থান তা একজন যোগ্য সন্তানই জানে।

পৃথিবীর যেখানেই যাও না কেনো মায়ের কোলের মত শান্তি আর কোথাও পাওয়া যায় না। এই মর্মে-

সকাল দুপুর রাত্রিবেলা

পেয়েছি সবার অবহেলা।

সকল দুঃখ যেতাম ভূলে

মায়ের কোলে মাথা তুলে।

মা ই আমার শ্রেষ্ট বন্ধু

মায়ের কোলেই সুখের সিন্ধু।

আরও পড়ুনঃ

ফেব্রুয়ারি মাসের দিবস সমূহ সম্পর্কে জেনে নিন

নতুন বছরের শুভেচ্ছা মেসেজ ২০২

৬। মাকে নিয়ে জর্জ ওয়াশিংটনের উক্তি-

মাকে নিয়ে জর্জ ওয়াশিংটন বলে- পৃথিবীতে আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা আমার মা।

তিনি আরও বলেন- মায়ের কাছে আমি চির ঋণী। আমার জীবনের সবকিছুই মায়ের শিক্ষা, নৈতিকতা ও বুদ্ধিমত্তা থেকে অর্জিত।

তিনি মায়ের ভালোবাসায় এবং মায়ের ত্যাগের বিনিময়ে সফলতা অর্জন করেছেন।

একটি মানুষের সফলতার পেছনে অবশ্যই কোন একজনের আত্নবিশ্বাসের যোগান থাকে।

আর পৃথিবীর বেশিরভাগ সফল ব্যক্তির জীবনেই কোনো না কোনো ভাবে মায়ের সেই অবদান রয়েছেই।

৭। মাকে নিয়ে দিয়াগো ম্যারাডোনার উক্তি-

ডিয়াগো ম্যারাডোনা তার মায়ের উদ্দেশ্যে বলেন- আমার মা মনে করে আমিই সেরা।

আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি। মা তার সন্তানের প্রতি যে ধারনা পোষন করবে সন্তানও মায়ের সেই ধারনায় অনুপ্রানিত হয়।

আরও পড়ুন

আজকের বিপিএল খেলা লাইভ ২০২

বিপিএল লাইভ স্কোর

৮। মাকে নিয়ে নেপোলিয়ান বোনাপার্ট এর উক্তি-

মাকে নিয়ে সেরা ১০টি উক্তি এর মধ্যে নেপোলিয়ান বোনাপার্টের উক্তি অন্যতম। তিনি বলেন- আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি সিক্ষিত জাতি দেবো।

মায়ের শিক্ষাই সন্তানের জন্য জন্য প্রধান শিক্ষা। কারন, একটি শিশুর প্রথম শিক্ষক হয় তার মা।

মায়ের শিক্ষা, মানসিকতা, ব্যবহার, আত্নবিশ্বাস ইত্যাদি সকল কিছুই সন্তানের উপর প্রভাব ফেলে।

শিশুর ব্রেনের বিকাশের বেশিরভাগই হয়ে থাকে ৬ বছর বয়সের পূর্বেই। আর এই সময় তারা শিক্ষা গ্রহন করে থাকে একজন মায়ের কাছে।

তাই মা যদি সঠিক শিক্ষার বহিঃপ্রকাশ করে তবে সন্তান ও সঠিক শিক্ষায় শিক্ষিত হবে। আর এভাবেই একটি সমাজ ও একটি শিক্ষিত জাতি গড়ে উঠবে।

৯। মাকে নিয়ে সোফিয়া লরেনের উক্তি-

মাকে নিয়ে সেরা ১০টি উক্তির মধ্যে সোফিয়া লরেন বলেন- কোন বিষয় নিয়ে একজন মাকে দুইবার ভাবতে হয়। একবার নিজের জন্য আরেকবার তার সন্তানের জন্য।

একজন মা সবসময়ই তার সন্তানের ব্যাপারে সতর্ক থাকেন। কি করলে সন্তানের উপকার হবে। কি করলে সন্তানের ক্ষতি হতে পারে।  

এই সব কিছুই একজন মাকে ভাবতে হয়। নিজের জীবনের অনেক সুখই তাই একজন মা সন্তানের জন্য ত্যাগ করেন।

এভাবেই মা কোন কিছু করার পূর্বে সন্তানের চাহিদার কথাও ভাবেন।

১০। মাকে নিয়ে স্টিভি ওয়ান্ড্রার এর উক্তি-

স্টিভি ওয়ান্ডার বলেন- ভালোবাসা যদি ফুলের মতো মিষ্টি হয়।  তবে সেই ভালোবাসার মিষ্টি ফুল আমার মা।

মায়ের ভালোবাসার কোন তুলনা হয় না। সন্তানের প্রতি মায়ের স্বার্থহীন ভালোবাসার মতো আর কোথাও এমন ভালোবাসা পাওয়া দুস্কর।

একটি মা তার ১০ সন্তানের মাঝেই তার ভালোবাসা ভাগ করতে পারে। এবং তার প্রতিটি সন্তানই সমানভাবে ভালোবাসা পাবে। সন্তান যেমনই হোক মায়ের ভালোবাসা অপরিবর্তিত।

মাকে নিয়ে কিছু কষ্টের কথা

১।মায়ের উপস্থিতি আমাদের কে ততোটা ভাবায় না। কিন্তু মায়ের অনুপস্থিতি আমাদের জন্য অনেক কষ্টদায়ক। মা হারা সন্তানই জানে মা পৃথিবীতে কত বড় আপনজন।

২। সব কিছুর বিনিময় থাকলেও মায়ের কোন বিনিময় হয় না।

৩। মাকে হারিয়ে ফেলা মানে এই পৃথিবীর সকল সুখ শান্তি হারিয়ে ফেলা।

মাকে নিয়ে কবিতা

পৃথিবীর একপাশে মাকে রেখে

অন্য পাশেও মাকে রাখি

পৃথিবীর সবকথা ভূলে গিয়ে

ব্যাকুল প্রানে মাকে ডাকি।

হৃদয়ের সবখানে সব গানে

মা কে ছাড়া জীবনের নেই মানে।

মা হীন এলোমেলো হৃদয়ের

আর কোন ঠিকানা কেউ কি জানে,,,।

ও মা,,,।

আরও পড়ুনঃ

মাকে নিয়ে লেখা কিছু কথা

মাকে নিয়ে উক্তি কি?

উক্তি হচ্ছে মায়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। মাকে নিয়ে সেরা ১০টি উক্তি এর মতো অনেকেই মায়ের ভালোবাসার প্রকাশে, মায়ের গুনের কথা বলে কিছু মনে কথা বলে। এগুলোই মাকে নিয়ে উক্তি। এছাড়া বিখ্যাত ব্যক্তিগন মাকের নিয়ে, মায়ের শিক্তি, ভালোবাসার ক্ষমতা সম্পর্কে উক্তি করেছেন।

মাকে নিয়ে স্ট্যাটাস কী?

মায়ের ভালোবাসা প্রকাশে অনেকে বিভিন্ন সোস্যাল মিডিয়াতে উক্তি করে। বিভিন্ন সুরকার গান লিখেন। শায়েরি লিখেন, এগুলোই মাকে নিয়ে স্ট্যাটাস।

ইসলামে মায়ের সম্পর্কে কি বলা হয়েছে?

ইসলামে মায়ের সম্মান অনেক উপরে দেওয়া হয়েছে। সন্তানের বেহেশত পাওয়ার জন্য মায়ের খেদমত, শ্রদ্ধা, সম্মানের কথা বলা হয়েছে। পিতা- মাতার অবাধ্য সন্তানের জন্য মহান আল্লাহর কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে।

মাকে নিয়ে উক্তির সর্বশেষ

মাকে নিয়ে উক্তি করে বা লিখে শেষ করা যাবেনা। আমাদের আজকের মূল বিষয় ছিলো – মাকে নইয়ে সেরা ১০টি উক্তি। এখানে কয়েকটি বিখ্যাত উক্তি উপস্থাপন হয়েছে।

এটি এমন একটি মধুর শব্দ যা শুধু শুধুই মুখ থেকে বেড়িয়ে আসতে চায়। মায়ের ভালোবাসা হয় স্বার্থহীন।

তা কখনোই ফুরাবার নয়। এমন মাকে ভালো রাখাই হোক আমাদের কর্তব্য, লক্ষ্য।

মায়ের প্রতি ভালোবাসা রনিয়েই শেষ করছি আমাদের পোস্ট, ধন্যবাদ।

আর আপনি যদি মাকে নিয়ে স্ট্যাটাস, উক্তি ইংরেজি ভাষায় দিতে চান তবে গুগলে ত্রান্সলেট করে নিন।

এছাড়াও ইন্টারনেট থেকে টাকা আয়, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং অফার ইন্টারনেট থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে রেগুলার ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

ধন্যবাদ।

আরও পড়ুনঃ

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

সুইস ব্যাংক (Swiss Bank) | সুইস ব্যাংকে বাংলাদেশীদের টাকা বেশি কেন যাচ্ছে

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment