স্লিভার কাকে বলে? What is Sliver in Bangla

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্লিভার কাকে বলে এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। স্লিভার নিয়ে বিস্তারিত জানতে চাওয়া লোকের সংখ্যাও কম নয়। আজকে আমরা এই জানবো স্লিভার কাকে বলে? এবং স্লিভার কি?  

আপনি কি স্লিভার সম্পর্কে জানতে চাইছেন? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকের পোষ্টের মাধ্যমে আপনি জানতে পারবেন স্লিভার কাকে বল। স্লিভার কি কাজে ব্যবহার হয়? স্লিভার কিভাবে পাওয়া যায়? এবং স্লিভারের ধরন সম্পর্কে। 

স্লিভার সম্পর্কে প্রাথমিক এবং গভীর তথ্য জানতে চাইলে অনুরোধ করবো আজকের সম্পূর্ণ আর্টিকেলটি আপনার জন্য।

এজন্য আপনাকে অবশ্যই আর্টিকেলটি সম্পূর্ণ পড়তে হবে। চলুন জেনে নেওয়া যাক স্লিভার কাকে বলে এবং স্লিভারের আদ্দপান্থ সম্পর্কে। 

স্লিভার কাকে বলে? Sliver in Bangla স্লিভার কি?  

স্লিভার কাকে বলে
স্লিভার কাকে বলে

অত্যন্ত মিহি এবং মসৃণ সুতা বা কাপড়ের ক্ষেত্রে তন্তু থেকে অতিরিক্ত খাদ্য তন্তু বাদ দেওয়ার জন্য কারেন্ট ও পরে কম্বিং করতে হয়। এজন্য অবশিষ্ট উপযুক্ত দৈর্ঘ্যের তন্তুগুলো একটা পাতলা আস্তরনে রুপান্তরিত হয়। এই আস্তরণকেই স্লাইভার বলে। 

অন্যভাবে বলতে গেলে বলা যায়, মিহি এবং মসৃণ কাপড়ের ক্ষেত্রে ক্যাডিং ও কম্বিং করে প্রাপ্র তন্তু পাতলা আস্তরের মতো হয় এবং এটিকে স্লিভার বলে। 

স্লিভার পাকানোর ফলেই এক সময়ে সুতা তৈরি হয়। আর এই সুতা পাকানোর সিস্টেমকেই মূলত স্পিনিং বলে।

স্পিনিং এর এই মাধ্যমে স্লিভারকে টেনে টেনে ক্রমান্বয়ে যেমন চিকন দরকার তেমন চিকন করা হয়।  

আরও পড়ুনঃ

NESCO Bill Check Online | অনলাইনে নেসকো বিদ্যুৎ বিল চেক পদ্ধতি

ব্লগ লিখে আয় করার উপায় | ঘরে বসে বাংলা লিখে টাকা আয় করুন! বিকাশ পেমেন্ট

স্লিভার কি কাজে ব্যবহার হয় । স্লিভারের প্রয়োজনীয়তা 

স্লিভার মূলত আমাদের ব্যবহার্য কাপর তৈরির সুতা উৎপন্নে ব্যবহৃত একটি পন্থা মাত্র।

যার মাধ্যমে সবকল তন্তুকে স্পিনিং এর মাধ্যমে ক্রমশ টেনে টেনে চিকন করা হয় এবং তুলনামূলক খাটো তন্তুকে বাদ দিয়ে দেওয়া হয়। 

সুতা তৈরির যে কয়টি ধাপ তার মধ্যে স্লিভার একটি ধাপ। সম্পূর্ণ বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য সুতা তৈরির সকল ধাপের প্রথম থেকে জেনে নেওয়া যাক।

যাতে করে সম্পূর্ণ বিষয়টা আরও সহজ ভাবে বুঝতে পারা যায়। চলুন জেনে নেওয়া যাক। 

সুতা তৈরির ধাপ সমূহ । স্লিভার কাকে বলে 

বর্তমানে সুতা তৈরির প্রধান উপাদান তন্তু। অর্থাৎ, তন্তু থেকেই সুতা তৈরি হয়। আর এই তন্তু থেকে সুতা তৈরির জন্য কয়কেটি ধাপ অনুসরন করতে হয়। ধাপ সমূহ হলোঃ ব্লেন্ডিং এবং মিক্সিং কার্ডিং এবং কম্বিং। 

ব্লেন্ডিং কাকে বলে? স্লিভার ও ব্লেন্ডিংয়ের মাঝে সম্পর্ক   

ব্লেন্ডিং বলতে বুঝায় মূলত যার উৎপাদিত একক সুতার প্রস্থচ্চেদের পরে প্রাপ্ত প্রতিটি আঁশের গুণাগুণ অর্থাৎ বৈশিষ্ট্য একই রকম পাওয়া যায়। 

অন্যভাবে বলা যায়, ব্লেন্ডিং প্রক্রিয়ায় যে বিভিন্ন আঁশ মিশ্রণ করা হয়, তার প্রতিটি আঁশের রং, দৈর্ঘ্য, শক্তি, দক্ষতা, নমনীয়তা, পরিপক্বতা এবং ট্রাশের পরিমাণ সঠিকভাবে জানা যায় তাকে ব্লেন্ডিং বলে। 

মিক্সিং কাকে বলে? 

সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান সাধারণত বিভিন্ন মানের এবং বিভিন্ন গ্রেডের তুলা এবং আঁশ একত্রে মিক্সিং করে সুতা তৈরির জন্য। 

স্পিনিং বা সুতা তৈরি পদ্ধতিতে মিক্সিং বলতে একই প্রকারের বিভিন্ন মানের আঁশের ভৌত গুনাগুন একই রকমের, যার প্রতিটি গুনাগুন কিছু পরিমাণ জানা থাকে।

বিভিন্ন মানের বা বিভিন্ন গ্রেডের তুলা এবং আঁশ যার ভৌত ধর্ম একই ধরনের হয়। 

সেই সমস্ত তুলা এবং আঁশ একত্রে মিশ্রিত করে সুতা তৈরি করার পদ্ধতিকে মিক্সিং বলা হয়ে থাকে। 

আরও পড়ুনঃ

জমির দাগ নম্বর থেকে খতিয়ানটি বের করুন দাগসূচি জানার পদ্ধতি

জন্ম নিবন্ধন দেখব online System | অনলাইনে জন্ম নিবন্ধন দেখা

কার্ডিং কি । স্লিভার কি এবং কাকে বলে

কাছাকাছি অবস্থিত দুটি বিপরীতমুখী ওয়্যার দ্বারা আবৃত চলমান পৃষ্ঠের আঁচড়ানোর ফলে অর্থাৎ ঘোরানর ফলে আঁশসমূহ সমান্তরাল একক আঁশর পর্যায়ে চলে আসে। এবং কটন আঁশের মধ্যে অবস্থিত অপদ্রব্যসমূহ দূর করতে সাহায্য করে। 

এছাড়াও পরিষ্কার দড়ির আকৃতির স্লাইভার তৈরি করে একেই মূলত কার্ডিং বলা হয়।

কম্বিং কাকে বলে । স্লিভার দ্বারা কি করা হয়

কম্ব শব্দের অর্থ চিরুনি। আর কম্বিং অর্থ আঁচড়ানো। অর্থাৎ, ড্রইং থেকে পাওয়া স্লাইভার সমূহ চিরুনির মতো আচঁড়িয়ে সোজা এবং সমান্তরাল করা ও ক্ষুদ্র আঁশ নয়েল আকারে দুর করে উন্নত মানের স্লাইভার তৈরি করাকে কম্বিং বলা হয়।  

ড্রইং ফ্রেম থেকে পাওয়া স্লাইভারসমূহ থেকে ক্ষুদ্র আঁশ দূর করার পরে আঁশের গুণগুত মান খুব ভাল হয়। 

এই আঁশ দ্বারা সুতা তৈরি করলে সুতার শক্তি অনেক গুণ বেশি বৃদ্ধি পায়। সুতা অধিক সুষম হয় এবং অতি উন্নত মানের অর্থাৎ হালকা কাউন্টের সুতা প্রস্তুত করা সম্ভব হয়। 

যা দ্বারা উন্নতমানের ফেব্রিক প্রস্তুত করা সবথেকে বেশি সহজ সম্ভব।

সুতা তৈরির যে কয়েকটি ধাপ অনুসরন করা হয় তার মধ্যে একটি স্লাইভার।

পোষ্টের শুরু থেকে এই পর্যন্ত সম্পূর্ণ পড়লে এটা নিশ্চয়ই বুঝতে পারার কথা।

আশা করছি বুজতে পারছেন। এবার স্লিভার সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর জানার চেষ্টা করা যাক। 

আরও পড়ুনঃ 

একজন দেশ প্রেমিকের দশটি গুন । Ten times a country lover

প্লে স্টোরে আপ্প ডাউনলোড করবেন কিভাবে । Play store app download

অনলাইন খতিয়ান চেক বড় করার পদ্ধতি কি?

স্লিভার কাকে বলে?

মিহি এবং মসৃণ কাপড়ের ক্ষেত্রে ক্যাডিং ও কম্বিং করে প্রাপ্র তন্তু পাতলা আস্তরের মতো হয়, এটিকে স্লিভার বলে। 

স্লিভার দ্বারা কি শুধু উপকারী হয় নাকি এর দ্বারা পরিবেশের উপর কোনও প্রভাব পরে?

কাপর শিল্পে সুতা তৈরি করতে হলে এর মাদ্ধমেই সুতা উৎপন্ন করতে হয়। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন স্লিভার কতটা গুরুত্বপূর্ণ। নিয়মের মধ্য থেকে পরিচালনা করলে কোনও কিছুই ক্ষতিকর না। ঠিক তেমনই স্লিভার নিয়ম মেনে পরিচালনা করলে ক্ষতিকর দিক নেই বললেই চলে।

বাংলাদেশে সুতা তৈরি কারখানা আছে? সেখানে স্লিভার ব্যবহার করে সুতা উৎপন্ন হপয়?

হাঁ সুতা তৈরি কারখানা আছে। বাংলাদেশ পোশাক রপ্তানিতে অন্যতম অবস্থানে আছে। এবার বুঝতে পারছেন দেশে কি পরিমাণ সুতা তৈরি করতে হয়। হ্যাঁ, স্বাভাবিক ভাবেই স্লিভার পদ্ধতির মতো আধুনিক পদ্ধতি বাংলাদেশের সুতা তৈরি প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে আসছে।

উপসংহার 

আজকের পোস্ট থেকে আমরা স্লিভার সম্পর্কে পূর্ণ ধারণা পেলাম। আমরা জানলাম স্লিভার কাকে বলে স্লিভারের কাজ কি।

সুতা তৈরির মাধ্যম স্লিভার কি কাজ করে। আশা করছি এ বিষয়ে এরপর আর দ্বিধা বা অজ্ঞতা থাকবে না।

সকল বিষয়ে নিত্য নতুন পোস্ট পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়, টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

ঘরে বসে মোবাইলে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।