শবে বরাত কবে ২০২৩ | শবে বরাতের নামাজের নিয়ম ও দোয়া

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রিয় ভাই ও বোনেরা শবে বরাত কবে ২০২৩ সে সম্পর্কে জানতে আপনারা অনেকেই গুগল সার্চ করে থাকেন। আজ আমরা এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের জানাবো শবে বরাত কবে ২০২৩ সেই সম্পর্কে।

মূলত রমজান মাসের প্রস্তুতি গ্রহণের জন্য শবে বরাত কবে সেই সম্পর্কে জানতে চাওয়ার আগ্রহ প্রতিটি মানুষের মাঝেই বেশি লক্ষ্য করা যায়। তাই শবে বরাত কবে অনুষ্ঠিত হবে এবং শবে বরাতে কয়টি রোজা রাখতে হয় কিংবা কিভাবে নামাজ আদায় করতে হয় সেই সম্পর্কে আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব।

বাংলাদেশ কবে শবে বরাত অনুষ্ঠিত হবে এবং শবে বরাতের নামাজের নিয়ম ও রোজা সম্পর্কে জানতে আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। 

শবেবরাত কত তারিখ | শবে বরাত কবে ২০২৩

শবেবরাত কত তারিখ
শবেবরাত কত তারিখ

পবিত্র শবে বরাত কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে জানতে আপনারা বিভিন্নভাবে আগ্রহ প্রকাশ করে থাকেন।

পবিত্র এই রাতকে ঘিরে মুমিনদের মাঝে মহান আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করার অন্যতম দিকনির্দেশনা গুলো দেখা যায়।

মহান আল্লাহ তায়ালা এই রাতটিকে গুনাহ মাফের রাত হিসেবে প্রতিটি মুসলিমের মাঝে উপহারস্বরূপ দান করেছেন।

তাই পুরো মুসলমান জাতির উচিত পূর্বের সকল গুনাহগুলোকে মহান আল্লাহ তায়ালার কাছে তওবা করার মাধ্যমে ক্ষমা করে নেয়া।

এখন সকলের মাঝে মূল প্রশ্ন হচ্ছে শবে বরাত কবে ২০২৩?

২০২৩ সালের শবেবরাত অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মার্চ মাসের ৮ তারিখে।

এছাড়াও আরবে শাবান মাসের ১৪ই শাবান সূর্যাস্তের পর শুরু হবে এবং ১৫ই শাবানের ভোরে শেষ হবে।

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ইসলামিক সাল হচ্ছে ১৪৪৪।

বিশ্বের প্রতিটি মুসলিম এবং পৃথিবীর যেকোন প্রান্তের মুসলমানগণ এই রাতটিকে মহান আল্লাহ তায়ালা হতে উপহারস্বরূপ একটি বিশেষ রাত হিসেবে গণ্য করে থাকেন।

মহান আল্লাহ তাআলা এই রাতে তার পাপী বান্দাদের ক্ষমা করেন। 

শবে বরাতের ফজিলত | শবে বরাত কবে ২০২৩

মুসলমান জাতির জন্য পবিত্র শবে বরাত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি বিশেষ তাৎপর্যময় রজনী।

শবে বরাত কে আরবিতে বলা হয়ে থাকে “লাইলাতুল বারাআত”।

শব অর্থ হচ্ছে রজনী বা রাত এছাড়াও এটিকে আরবিতে বলা হয় লাইলাতুল। আর ‘বারাআত’ শব্দের অর্থ মুক্তি, নাজাত, নিষ্কৃতি প্রভৃতি।

মুআয ইবনে জাবাল বলেন, নবী করীম স. ইরশাদ করেছেন, আল্লাহ তা’আলা অর্ধ-শাবানের রাতে (শাবানের চৌদ্দ তারিখ দিবাগত রাতে) সৃষ্টির দিকে (রহমতের) দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন। (সহিহ ইবনে হিব্বান, হাদিস নং: ৫৬৬৫)

পবিত্র কুরআনুল কারিমে এসেছে ,‘হা-মিম! শপথ! উজ্জ্বল কিতাবের, নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে; নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী।

যাতে সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়।

এ নির্দেশ আমার তরফ থেকে, নিশ্চয়ই আমিই দূত পাঠিয়ে থাকি।’ (সুরা-৪৪ দুখান, আয়াত: ১-৫)।

মুফাসসিরিনগণ বলেন: এখানে ‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রজনী বলে শাবান মাসে পূর্ণিমা রাতকেই বোঝানো হয়েছে। (তাফসিরে মাজহারি, রুহুল মাআনি ও রুহুল বায়ান)।

হজরত ইকরিমা (রা.) প্রমুখ কয়েকজন তাফসিরবিদ থেকে বর্ণিত আছে, সুরা দুখান–এর দ্বিতীয় আয়াতে বরকতের রাত বলে শবে বরাতকে বোঝানো হয়েছে। (মাআরিফুল কোরআন)।

এছাড়াও হাদিস শরীফে উল্লেখ্য রয়েছে যে,

হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

মহান আল্লাহ তায়ালা অর্ধশাবানের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন।’

(ইবনে হিব্বান: ৫৬৬৫, ইবনে মাজাহ: ১৩৯০, রাজিন: ২০৪৮; ইবনে খুজাইমা, কিতাবুত তাওহিদ, পৃষ্ঠা: ১৩৬, মুসনাদে আহমদ, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা: ১৭৬)।

শবে বরাতের নামাজের নিয়ত

অবশ্যই আপনারা শবেবরাতের রাতে নামাজ আদায়ের ক্ষেত্রে সঠিক নিয়ত করে নামাজ আদায় করতে হবে।

এছাড়াও অনেকেই এমন প্রশ্ন করে থাকেন যে শবে বরাতে আপনারা কয় রাকাত নামাজ আদায় করবেন?

মাগরিবের নামাজের পর ছয় রাকাত নফল নামাজ আদায় করা উত্তম।

এর পরবর্তীতে আপনারা এশার নামাজের পরবর্তী সময়ে দুই রাকাত করে নফল নামাজ আদায় করবেন।

সে ক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছেমতো যত খুশি তত রাকাত নামাজ আদায় করতে পারেন।

তবে এক্ষেত্রে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে আপনারা শবেবরাতের নফল নামাজ আদায় করতে গিয়ে ফজরের নামাজ ছাড়তে পারবেন না।

ফজরের নামাজের সময় যদি কারো ঘুমের কারণে কিংবা অন্যান্য কারণে নামাজ ছুটে যায় সে ক্ষেত্রে আপনার নফল নামাজের সম্পূর্ণ ইবাদত হারাবেন।

তাই অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং সঠিক নিয়মে নামাজ আদায়ের পর অবশ্যই ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন।

শবে বরাতের নামাজের নিয়ত হচ্ছে-

নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তাআ-লা- রাকআতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।

এছাড়াও আপনারা যদি বাংলাতে শবে বরাতের নামাজের নিয়ত করতে চান তবে সে ক্ষেত্রে এভাবে নিয়ত করতে পারবেনঃ

“শব-ই-বরাতের দুই রাকাত নফল নামাজ/ সালাত কিবলামুখী হয়ে পড়ছি, আল্লাহু আকবর”।

শবে বরাত কবে ২০২৩ FAQS

শবে বরাত কবে ২০২৩?

আগামী ৮ মার্চ ২০২৩ তারিখে শবে বরাত।

শবে বরাতের নামাজের নিয়ত কি?

নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লা-হি তাআ-লা- রাকআতাই ছালা-তি লাইলাতিল বারা-তিন্ -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার।

উপসংহার 

শবে বরাত কবে ২০২৩ সে সম্পর্কে আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই জানতে পেরেছেন শবে বরাত কবে ২০২৩ সালের।

আপনাদের যদি এ বিষয়ে আরো কিছু জানার থাকে অথবা এ বিষয়ে যদি আপনারা অন্যান্য কোন মতামত দিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

আপনারা যারা এ ধরনের আরো গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো পড়তে চান কিংবা অনলাইন থেকে আয় সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে জানতে চান তারা অবশ্যই ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে।

আমাদের ওয়েবসাইট থেকে আপনারা নিয়মিত নতুন নতুন পোস্ট গুলো সবার আগে পড়তে জয়েন করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে

ধন্যবাদ।

আরও পড়ুনঃ

রমজানের রোজা কত হিজরীতে ফরজ হয়েছে?

১ম রোজার ফজিলত কি?

রোজা ভাঙার কারণ সমূহ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।