মোবাইলে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ | SSC Result check

2023 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে ২৮ জুলাই। তাই মোবাইলে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ সম্পর্কিত পূর্ণাঙ্গ পোস্ট নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আপনি জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আগামীকাল প্রকাশিত এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনার গ্রামীণফোন সিম থেকে চেক করতে পারবেন।

আপনার গুগল সার্চ যদি হয় Mobile e SSC result kivabe dekhbo তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমরা আশা করি, তোমাদের সকলের এসএসসি পরীক্ষা অনেক ভালো হয়েছে এবং ফলাফল খুবই ভালো হবে।

যে সকল শিক্ষার্থীরা বাংলাদেশের আটটি শিক্ষা বোর্ড থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের অপেক্ষার দিন শেষ।

এসএসসি রেজাল্ট ২০২৩ কবে প্রকাশিত হবে?

এইচএসসি রেজাল্ট ২০২৩ কবে প্রকাশিত হবে? রেজাল্ট প্রকাশিত হবে ২৮ জুলাই ২০২৩ রোজ শুক্রবার। কিভাবে এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ দেখবো এ সম্পর্কে বিস্তারিত রয়েছে এই পোস্টে।

আগামীকাল ২৮ জুলাই সকাল ১০:৩০ মিনিটে ২০২৩ সালের এসএসএসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অনলাইনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার রেজাল্ট একযোগে প্রকাশিত হবে। 

 আপনি একাধিক উপায়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে পারেন। ঘরে বসে অনলাইনে এবং মোবাইল ফোন থেকে এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট চেক করা যাবে।

 ২০২৩ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করার উপায় গুলি হচ্ছে – 

  • মোবাইলে এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক
  • বাংলাদেশ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে ২০২৩ এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করা যায়।  
  • এছাড়াও নিজ নিজ শিক্ষা বোর্ডে অফিশিয়াল সাইটে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করা যায়। 

মোবাইলে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

এতদিন শুধুমাত্র টেলিটক সিম থেকে এসএমএস মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করা সম্ভব ছিল। ২০২৩ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে আপনি আপনার গ্রামীণফোন সিম ব্যবহার করতে পারেন।

অনেকের কাছেই টেলিটক সিম নেই, তাই তারা চিন্তিত কিভাবে তারা টেলিটক সিম ছাড়া এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করবেন। 

বাংলাদেশের যে কোন সিম ব্যবহার করে আপনি খুব সহজে এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ চেক করে নিতে পারেন।

২৮ শে জুলাই ২০২৩ বিভিন্ন বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে  সকাল ১০.৩০ মিনিটে। জাতীয় শিক্ষা বোর্ড কর্তৃক আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের পর মোবাইলে থেকে এসএমএস করে ফলাফল জানতে পারবেন। 

মোবাইলে এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে যে তথ্যগুলো প্রয়োজন হয়ে হয়ে থাকে-

  • পরীক্ষার নাম,
  • যেমন- SSC, Dakhil অথবা কারিগরি শিক্ষা বোর্ড TEC
  • পরীক্ষা পাশের বছর যেমন- 2023
  • এসএমএস সেন্ড নাম্বার।
  • সাধারণ শিক্ষা বোর্ডের রেজাল্ট চেক করতে নিজ নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর বড় হাতের ইংরেজীতে হরফে লিখতে হবে, যেমন ঢাকা (DHAKA) বোর্ড হলে- DHA। অন্য কোন বোর্ড হলে, সে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর।
  • পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজি সংখ্যায়, যেমন- 321245। এখানে পরীক্ষার্থীর নিজ রোল নাম্বার নিজ নিজ প্রবেশপত্রে লেখা আছে।
  • পরীক্ষায় অংশগ্রহণের বছর ইংরেজী সংখ্যায় লিখতে হবে, যেমন- 2023।
  • পরীক্ষার্থীর উপরোক্ত তথ্য সঠিক ফরম্যাটে লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যে কোন সিম থেকে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।

বাংলাদেশের সকল বোর্ডের নামের প্রথম তিন অক্ষর নিম্নে সারণি আকারে দেয়া হয়েছে চাইলে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন।

আপনাদের দ্রুত এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা।

সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি রেজাল্ট চেক ২০২৩

বাংলাদেশ সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এই তিনটি ক্যাটাগরিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।

সাধারণ শিক্ষা বোর্ড এবং অন্যা দুইটি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করার নিয়মে কিছুটা ভিন্নতা রয়েছে।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

মোবাইলে এসএসসি পরীক্ষার ফলাফল চেক করার জন্য সরাসরি এসএমএস করতে পারেন- 

মোবাইলে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম হচ্ছে পরীক্ষার ধরন, বোর্ডের নাম, রোল নম্বর, পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস সেন্ড করা। এজন্য প্রতিটি তথ্য লেখার একটি স্পেস দিতে হবে। এখানে স্পেস মানে হচ্ছে একটি অক্ষর লেখার জায়গা খালি রাখ।

এসএসসি রেজাল্ট চেক করতে ঠিক এইভাবে SSC<স্পেস>DHA<স্পেস>321245<স্পেস>2023 Send to 16222 এসএমএসটি সাজিয়ে লিখে সেন্ড করতে হবে।

উদাহরণ: SSC DHA 321245 2023 সেন্ড করুন 16222 নম্বরে।

২০২৩ সালের সকল বোর্ডের এসএসসি-দাখিল সমমান রেজাল্ট, মোবাইল ফোনের এসএমএস (SMS) এর মাধ্যমে খুব সহজে চেক করা যাবে।

 গ্রামীণফোন সিম থেকে সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি রেজাল্ট চেক করতে গ্রামীণফোন একটি ব্যানারে সম্পূর্ণ পদ্ধতি গুলো দেখিয়ে দিয়েছে।

বাংলাদেশের সকল বোর্ডের এসএসসি দাখিল সমমান রেজাল্ট জানার মোবাইল এসএমএস ফরম্যাট দেখুন –

Kivabe mobile e SSC Result check korbo 2023

মোবাইলে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩  SSC Result check
মোবাইলে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ | SSC Result check

যে কোন অপারেটরের সিম যুক্ত মোবাইল ফোন থেকে, ২০২৩ সালের রেজাল্ট এসএমএস-এর মাধ্যমে দেখা যাবে।

মাদ্রাসা বোর্ডের দাখিল (এসএসসি) পরীক্ষার্থীদের রেজাল্ট চেক করার নিয়ম

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যে সকল ছাত্র-ছাত্রীরা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য তাদেরকে নিন্মুক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে।

সাধারণ শিক্ষা বোর্ডের রেজাল্ট চেক করতে SSC লিখতে হয়, পক্ষান্তরে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজাল্ট চেক করতে SSC লিখতে হয়।

সাধারণ শিক্ষা বোর্ডের ক্ষেত্রে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হয়, তবে মাদ্রাসা থেকে যারা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা MAD লিখবেন।

SSC <স্পেস>MAD<স্পেস>321245<স্পেস>2023 Send to 16222

উদাহরণস্বরূপ: SSC MAD 321245 2023 সেন্ড করুন 16222 নম্বরে।

কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি রেজাল্ট লেখার নিয়ম

মোবাইলে কারিগরি বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট চেক করার মেসেজ ফরম্যাট দেখুন।

SSC<স্পেস>TEC<স্পেস>321200<স্পেস>2023 Send to 16222

উদাহরণস্বরূপ: SSC TEC 321200 2023 সেন্ড করুন 16222 নম্বরে।

মোবাইলের এসএমএস অপশনে গিয়ে সঠিক ফরম্যাট অনুসরণ করে এসএমএস পাঠানোর কিছুক্ষণের মধ্যেই ফিরতি এসএমএস এর মাধ্যমে কাঙ্খিত পরীক্ষার্থীর রেজাল্ট পাওয়া যাবে।

মনে রাখবেন মোবাইলে এসএমএস এর মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য গ্রাহকের কাছ থেকে ফি কাটা হয়ে থাকে।

সকল শিক্ষা বোর্ডের ইংরেজী নামের প্রথম তিন অক্ষর

নিচের অনুচ্ছেদে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের ইংরেজী নামের প্রথম তিন অক্ষর উল্লেখ করা হলো।

এসএমএস ফরম্যাটে পরীক্ষার্থীর নিজ বোর্ডের নামের জায়গায় নিচের অনুচ্ছেদে বর্ণিত বোর্ডের তিন অক্ষরের নাম ইংরেজী অক্ষরে লিখুন।

শিক্ষা বোর্ডশর্ট নেম
ঢাকা শিক্ষা বোর্ডDHA
রাজশাহী শিক্ষা বোর্ডRAJ
যশোর শিক্ষা বোর্ডJES
চট্টগ্রাম শিক্ষা বোর্ডCOM
দিনাজপুর শিক্ষা বোর্ডDIN
সিলেট শিক্ষা বোর্ডSYL
ময়মনসিংহ শিক্ষা বোর্ডMYN
বরিশাল শিক্ষা বোর্ডBAR
কারিগরি শিক্ষা বোর্ডTEC
মাদ্রাসা শিক্ষা বোর্ডMAD
এসএসসি রেজাল্ট করতে সকল বোর্ডের শর্ট কোড

মোবাইল ফোনের এসএমএস (SMS) দিয়ে এসএসসি সমমানের রেজাল্ট দেখতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

মোবাইলে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম প্রধানত দুইভাবে দেখা যায়। যথা- অনলাইন এবং এসএমএস। তবে সব মিলিয়ে ৪টি ভিন্ন উপায়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যায়। নিম্নে সকল পদ্ধতিতে মোবাইলে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম বর্ণনা করা হলো।

অনলাইনে মোবাইলে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম – SSC Result check 2023

অনলাইনে এসএসসি পরীক্ষার রেজাল্ট ৩ ভাবে চেক করা যায়। সবচেয়ে প্রথম ও জনপ্রিয় পদ্ধতি এসএমএস এর মাধ্যমে মোবাইলে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করার নিয়ম ইতিমধ্যেই আপনাদের জানিয়ে দিয়েছি।

বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশন অফিশিয়াল ওয়েবসাইট থেকেও এসএসসি, দাখিল, কারিগরি (ভোকেশনাল) শ্রেণির রেজাল্ট দেখা যায়। তবে এখানে শুধুমাত্র গ্রেডশিট আকারে এসএসসি ফলাফল দেখানো হয়ে থাকে।

এই পদ্ধতিতে দ্রুত এসএসসি রেজাল্ট চেক করা যায়। মোবাইল অথবা কম্পিউটারের স্ক্রিনে বসে এস এস সি রেজাল্ট চেক করার জন্য এখানে ক্লিক করুন।

www.educationboard.gov.bd ssc result 2023

CLICK HERE

অনলাইনে মোবাইলে এসএসসি রেজাল্ট চেক করার ওয়েবসাইট
অনলাইনে মোবাইলে এসএসসি রেজাল্ট চেক করার ওয়েবসাইট

মোবাইলে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

উপরোক্ত লিংকে ক্লিক করলেই আপনি এডুকেশন মিনিস্ট্রি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন।

  • প্রথমে অনলাইনে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য এক্সামিনেশন (Examination) অপশন থেকে SSC / DAKHIL সিলেক্ট করুন।
  • তারপর দ্বিতীয় অপশন ,Year থেকে 2023 নির্বাচন করুন।
  • তৃতীয়ত Board অপশনে ক্লিক করে আপনার বোর্ড নির্বাচন করুন।
  • এরপর Roll নম্বর ফিল্ডে আপনার রোল নম্বর লিখুন।
  • পরের বক্সে Registration নম্বর দিন। 
  • এরপরের অপশনে যোগফল বসান (বক্সের পাশে যে যোগ অংক দেওয়া থাকবে তার সমষ্টি বসাবেন)
  • তারপর তথ্যগুলো আবারও মিলিয়ে নিন এবং submit ক্লিক করুন। আপনার প্রদান করা তথ্যগুলো সঠিক হলে আপনার ফলাফল দেখাবে।

আরও পড়ুনঃ

ডান চোখ লাফালে কি হয় ইসলাম কি বলে?

মাকে নিয়ে ইসলামিক উক্তি

মার্কশীট সহ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম – ssc result with marksheet

অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার তৃতীয় পদ্ধতিটি হচ্ছে সাইট হচ্ছে মার্কশিটসহ রেজাল্ট চেক করা।

এই পদ্ধতিতে আপনি সম্পূর্ণ মার্কশিট সহকারে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন মোবাইল থেকে। তবে এজন্য আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকা জরুরী।

মার্কশীট সহ ssc ও সমমান পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য নিম্নে প্রদত্ত লিংক ক্লিক করুন এবং রেজাল্ট চেক করার আগে নিয়মাবলি পড়ে নিন।

মার্কশিট সহ এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে এখানে ক্লিক করুন।

অনলাইনে মোবাইলে এসএসসি রেজাল্ট চেক করার ওয়েবসাইট
অনলাইনে মোবাইলে এসএসসি রেজাল্ট চেক করার ওয়েবসাইট

উপরোক্ত লিংকে ক্লিক করলে আপনি সরাসরি ওয়েবস এসএসসি রেজাল্ট চেক করার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন।

  • প্রথমে এক্সামিনেশন (Examination) অপশন থেকে SSC / DAKHIL/ /Equivalent সিলেক্ট করুন।
  • তারপর দ্বিতীয় অপশন ,Year থেকে 2023 নির্বাচন করুন।
  • তৃতীয়ত Board অপশন থেকে আপনার বোর্ড নির্বাচন করুন।
  • এরপর রেজাল্ট টাইপ (Result Type) ফিল্ডে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করুন।
  • এরপর Roll নম্বর ফিল্ডে আপনার রোল নম্বর লিখুন।
  • পরের বক্সে Registration নম্বর দিন। 
  • তারপর চার সংখ্যার সিকিউরিটি { Security Key (4 digits) } টি বক্সে লিখুন।
  • এই পর্যায়ে আপনার প্রদান করা তথ্যগুলো পুনরায় মিলিয়ে নিন এবং গেট রেজাল্ট ( Get Result ) বাটনেক্লিক করুন। আপনার প্রদান করা তথ্যগুলো সঠিক হলে আপনার ফলাফল দেখাবে।

আরও পড়ুনঃ

গাড়িতে উঠার দোয়া

তওবার দোয়া বাংলা উচ্চারণ

এসএসসি রেজাল্ট 2023 কবে প্রকাশিত হবে?

2023 এসএসসি রেজাল্ট ২৮ জুলাই প্রকাশিত হবে।

মোবাইলে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম কি?

মোবাইলে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম হল পরীক্ষার ধরন, বোর্ডের নাম, রোল নম্বর, পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস সেন্ড করা।

উপসংহার,

আশা করি মোবাইলে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ সম্পর্কে আপনি সম্পূর্ণ তথ্য খুঁজে পেয়েছেন।

Online SSC Result check 2023 সম্পর্কে আপনারা পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার চেষ্টা করেছি আপনাদের। আমরা মনে করি আমাদের দেখানো সকল পদ্ধতি গুলো 100% সঠিক।

তাই মোবাইলে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করার নিয়ম সম্পর্কিত কোনো তথ্য ব্যবহার করে যদি রেজাল্ট দেখতে আপনার কোন সমস্যা হয় তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান।

আরও পড়ুনঃ

বমি হলে কি রোযা ভেঙ্গে যায়?

লিভারের সমস্যা হলে কি খেতে হয়?

আমাদের ওয়েবসাইটে অনলাইন ভিত্তিক সকল কাজ সংক্রান্ত আর্টিকেলগু এর মাধ্যমে আমাদের ভিজিটরদের আমরা সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি সঠিক গাইডলাইন প্রদান করার চেষ্টা করি।

তাই অবশ্যই অনলাইনে কাজ করে টাকা আয় করতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

আমাদের ওয়েবসাইটে সকল আপডেট গুলো সবার আগে পেতে ফেসবুক পেইজে ফলো করুন। 

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment