Birth Registration Certificate Check Online BD Bangladesh 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Birth registration certificate check online BD 2024 পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। এই পোস্টে আপানাদের জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইট লিংক পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম।

আপনি এখন জন্ম নিবন্ধন অনলাইন চেক করতে ব্যাবহার করতে পারেন অনলাইন ওয়েবসাইট লিংক। 

সঠিক নিয়মে খুঁজলে আপনি জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন সহজেই।

আপনাদের উপকার করতেই এই পোস্ট লেখা।

কেনোনা একজন বাংলাদেশের নাগরিক হিসাবে ভোটার আইডি কার্ড তৈরি করতে জন্ম নিবন্ধন জরুরী এবং Birth registration certificate check করে নেয়াও জরুরী। 

অনেকেই এখন online birth certificate check bd সম্পর্কে তালাশ করে নিজেদের বেতিবেস্ত করে তুলেছে।

online birth certificate check করতে আপনি সঠিক নয়ম টি খুঁজে পাচ্ছেন না।

চলুন দেখেনেই কিবাভে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই কতে হয়। 

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই । Birth registration certificate check Online BD – অনলাইন বার্থ সার্টিফিকেট চেক বড়

আপনি নিজের জন্ম নিবন্ধন দেখবেন ভাবছেন। তাহলে আপনি সঠিক যায়গায় রয়েছেন।

বাংলাদেশ সরকার প্রদত্ত everify.bdris.gov.bd ওয়েবসাইট আপনাকে এই সুবিধা দিচ্ছে। 

এখন আমাদের দেশের প্রতিটি নাগরিকের জন্ম নিবন্ধন তথ্য যাচাই করা জরুরি, কেননা সঠিক জন্ম নিবন্ধন ছাড়া ভোটার আইডি কার্ড করা সম্ভব নয় যা আগেই বলেছি।

বর্তমানে ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের পাশাপাশি জন্মনিবন্ধনের বিশেষ গুরুত্ব রয়েছে। 

কেননা আপনি জন্মনিবন্ধন প্রদর্শন ব্যতীত আপনার আইডি কার্ড তৈরি করতে পারবেন না এছাড়াও সন্তানদের স্কুলে ভর্তি থেকে শুরু করে সকল কার্যক্রমে জন্ম নিবন্ধন আবশ্যক।  

তাই দেরি না করে নিজের সন্তানের জন্য জন্ম নিবন্ধন তৈরি করে নিন এবং জন্ম নিবন্ধন তৈরি করা থাকলে অবশ্যই জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করে নিন।

আপনার নিজের বা সন্তানের যদি ডিজিটাল জন্ম নিবন্ধন তৈরি করা না থাকে তবে অবশ্যই তাকে হালনাগাদ করে অনলাইন করতে হবে।

everify.bdris.gov.bd থেকে আপনি সহজেই Birth registration certificate check করতে পারেন।  

অনলাইনে বাংলাদেশের জাতীয় অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে জন্ম নিবন্ধন যাচাই করতে হলে আপনাকে ১৭ সংখ্যার ডিজিটাল জন্ম নিবন্ধন নাম্বার ও সেই সাথে জন্ম নিবন্ধন থাকা ব্যক্তির জন্ম তারিখ দরকার হবে। 

NOTE: যেসকল জন্ম নিবিন্ধন ১৬ সংখ্যার রয়েছে সেই birth certificate গুলি হাতে লেখা বা ডিজিটাল জন্ম নিবন্ধন নয়। যেগুলি সম্পর্কে আপনি অনলাইনে তথ্য পাবেন না।

যদি আপনার কাছে থাকা জন্ম নিবন্ধনের নম্বর যদি ১৬ সংখ্যার হয় তবে আপনাকে আপনার জন্ম নিবন্ধনকে ডিজিটাল করতে হবে তবেই তা ১৭ সংখ্যায় রুপান্তর হয়ে যাবে। 

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে প্রথমে আপনাকে everify.bdris.gov.bd ওয়েবসাইটে ভিজিট করতে হবে। 

তারপর, জন্ম নিবন্ধনে (birth certificate) উল্লেখিত জন্ম তারিখ দিয়ে সার্চ করলে আপনার তথ্য দেখতে পারবেন।

আরও পড়ুনঃ

বিটকয়েন কি

How to add bkash priyo number

ফেসবুক মার্কেটিং কি?

কেন জন্ম নিবন্ধন অনলাইনে চেক করা জরুরী

আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা প্রথম দিকে birth certificate করেছিলাম, তাদের জন্ম সনদটি হাতে লেখা ছিল।

আপনারদের জানার স্বার্থে বলছি তখন তথ্যগুলি ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনে রেজিষ্টার বইতে লিপিবদ্ধ ছিল।

পরবর্তীতে সরকার ডিজিটাল জন্ম নিবন্ধন পদ্ধতি প্রচলন শুরু করে।

তাই এখন সরকার ডিজিটাল জন্ম নিবন্ধন পদ্ধতিতে সকল জন্ম নিবন্ধন কে জিজিটাল করতে অনলাইন ডাটাবেজ তৈরি করেছে এবং সমস্ত তথ্যই অনলাইন ডেটাবেজে জমা হচ্ছে। 

এখন যে কেউ চাইলেই তার Birth registration certificate check online করতে বাংলাদেশ সরকার কর্তৃক অফিসিয়াল জন্ম নিবন্ধন ওয়েবসাইট ভিজিট করলেই তাদের জন্ম নিবন্ধন সম্পর্কিত সকল তথ্য একনজরে দেখতে পারেন। 

বর্তমানে জাতীয় পরিচয় পত্র তৈরি করতে ডিজিটাল জন্ম নিবন্ধন প্রয়োজন। শুধু জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা সম্বভ নয়। আমি চেষ্টা করে দেখেছি।

আরও পড়ুনঃ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২২ গুরুত্ব ও তাৎপর্য

মানুষ কবিতার মূলভাব

The easy way to get rich in Bangla

Online Birth Certificate Check Bangladesh – অনলাইনে জন্ম সনদ যাচাই করণ পদ্ধতি

তবে আপনার হাতে জন্ম নিবন্ধন সনদ থাকলে যাচাই করণ পদ্ধতি অনুসরণ করে যাচাই করতে জন্ম নিবন্ধনটি হাতে নিন।

Online birth certificate check Bangladesh বিষয়ে আপনার আরও কিছু জানার রয়েছে।

লিংক ক্লিক করলে আপনি জন্ম নিবন্ধন সনদ ওয়েবসাইটে চলে যাবেন।

তবে Birth registration certificate check online সঠিক পদ্দতি এখান থেকে জেনে নিন।

Birth certificate check বা যাচাই করতে এখানে ক্লিক করুন – অনলাইন বার্থ সার্টিফিকেট চেক বাংলাদেশ

আপনার সামনে ঠিক এই ধরনের এটি ওয়েবপেজ ওপেন হবে।

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

Step# 1. Birth Registration number ফিল্ডে আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর নিখুন।

Step# 2. তারপর Date of Birth ফিল্ডে জন্ম নিবন্ধনে উল্লেখিত জন্ম তারিখ লিখুন।

Step# 3. আপনাকে The answer is ফিল্ডের উপরে থাকা অংকের সমধান করে সেই সংখ্যা বসাতে হবে।

Step# 4. সকল তথ্য সঠিক ভাবে দেয়া হলে এখন আপনি search বাটনে ক্লিক করুন।

birth registration certificate check online
birth registration certificate check online

For instance, জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার এই পর্যায়ে আপনার দেয়া তথ্য ঠিক থাকলে আপনি নিচের পেজে চলে যাবেন।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড

আমাদের দেখানো পদ্দতিতে জন্ম নিবন্ধন চেক করে অনলাইন থেকে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন।

এই পদ্দতিতে Birth registration certificate check online করলে আপনি একটি ডিজিটাল জন্ম নিবন্ধনের সকল তথ্য দেখতে পাবেন।  

  1. প্রথম লাইনে আপনি রেজিস্ট্রেশনের তারিখ দেখতে পাবেন। 
  2. তারপর আপনার সামনে চলে আসবে রেজিস্ট্রেশন অফিস (কোথায় জন্ম নিবন্ধনটি রেজিস্টার করা হয়েছিল)।
  3. এরপর একই সিরিয়ালে দেখতে পাবেন জন্ম নিবন্ধন ইস্যুর তারিখ। 
  4. তারপর তৃতীয় লাইনে আপনি দেখতে পাবেন (ডেট অফ বার্থ) জন্ম নিবন্ধন ব্যক্তির জন্ম তারিখ।
  5.  একই লাইনে পরবর্তীতে লেখা থাকবে জন্ম নিবন্ধন এর নম্বর।
  6.  তারপর রয়েছে জন্ম নিবন্ধন কারীর লিঙ্গ পরিচিতি। 
  7. এরপর রয়েছে জন্ম নিবন্ধন কারী ব্যাক্তির নাম বাংলা এবং ইংরেজিতে।
  8. তারপর জন্ম নিবন্ধন কারী ব্যাক্তির মাতার বাংলা এবং ইংরেজিতে।
  9. তারপর রয়েছে জন্ম নিবন্ধন কারী ব্যাক্তির মাতার জাতীয়তা। 
  10. এরপর রয়েছে জন্ম নিবন্ধন কারীর পিতার নাম বাংলা এবং ইংরেজিতে।
  11. তারপর রয়েছে জন্ম নিবন্ধন কারীর পিতার জাতীয়তা।
  12. জন্ম নিবন্ধন যাচাই চেক, এই পর্যায় রয়েছে জন্ম নিবন্ধন কারীর জন্মস্থান সম্পর্কে বিস্তারিত।
  13. সবশেষ 13 নম্বর রয়েছে জন্ম নিবন্ধন টি কোন অফিস থেকে তৈরি করা হয়েছিল এবং এই জন্ম নিবন্ধনের রেজিস্ট্রেশন কোথায় সম্পন্ন হয়েছিল।

Birth registration in BD – জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক

Birth registration certificate check online BD সঠিকভাবে সম্পন্ন করতে আপনাকে সমস্ত তথ্য গুলো মিলিয়ে দেখতে হবে.

কোথায় কোন ধরনের ভুল রয়েছে কিনা কেননা আপনার জন্ম নিবন্ধনে কোন ভুল থাকলে আপনার সন্তানের জন্ম নিবন্ধনেও ভুলের সম্ভাবনা রয়েছে।

ঠিকভাবে জন্ম নিবন্ধন যাচাই বা অনলাইন চেক না করলে তখন আপনার সন্তানের এবং আপনার উভয়ের জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য পুনরায় আপনাকে কষ্ট করতে হবে।

আরও পড়ুনঃ

NID BD Helpline Number

ই পাসপোর্ট করতে কি কি লাগে 

Jonmo Nibondhon online check

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?

ব্লগিং করে কত টাকা আয় করা যায়?

Online Taka income BD

এই কথা কেন বলছি এর মূল কারণ হচ্ছে বর্তমানে সন্তানের জন্ম নিবন্ধন রেজিস্টার করানোর জন্য বাবার ডিজিটাল জন্ম নিবন্ধন থাকা আবশ্যক।

তাই সন্তানের বাবার জন্ম নিবন্ধন সঠিকভাবে করা সম্পন্ন হলে সন্তানের জন্ম নিবন্ধন করার পূর্বে নিজের জন্ম নিবন্ধন যাচাই সঠিকভাবে করতে হবে।

অনলাইন থেকে জন্ম নিবন্ধন যাচাই ও চেক করতে আপনি সম্পূর্ণ নিবন্ধনটি ভালভাবে পড়ুন।

Birth registration certificate check online পোস্টে আমরা প্রতিটি ধাপ আপনার সামনে উপস্থাপন করেছি আপনি নিজের নাম ঠিকানা, জন্মতারিখ, থানা, ইউনিয়ন, জেলা, লিঙ্গ সহ সকল বিষয়গুলো ভালভাবে পড়ে নিবেন।

নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম | নতুন ভোটার নিবন্ধন

জন্ম নিবন্ধন সংশোধন – ব্যর্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট চেক অনলাইন

জন্ম নিবন্ধন সংশোধন করার পূর্বে মনে রাখবেন জন্ম নিবন্ধনে উল্লেখিত জন্ম তারিখ, নিজের নাম, বাবার নাম, মায়ের নামের বানানগুলো ভালোভাবে মিলিয়ে নিবেন।

কেননা ঘরের অন্যান্য সদস্যের সঙ্গে আপনার করা জন্ম নিবন্ধনের মিল থাকা আবশ্যক অন্যথায় আপনি পুনরায় সমস্যায় পড়তে পারেন। 

Birth registration certificate check online করে আপনি একটি নোট খাতা নিয়ে সকল সমস্যাগুলো খাতায় লিপিবদ্ধ করুন।

এবং আপনার জন্ম নিবন্ধন যে স্থান থেকে তৈরি করেছেন সম্ভব হলে ওই স্থানে গিয়ে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আবেদন করুন।

আরও পড়ুনঃ

টেলিটক নাম্বার দেখার উপায় | ভুলে যাওয়া সিমের নাম্বার দেখার কোড

YouTube Theke Taka Income | ইউটিউব থেকে টাকা ইনকামের উপায়

What is a birth certificate? জন্ম নিবন্ধন কি?

How can I find my birth certificate online?

Go to Bangladesh Election commotion’s official birth certificate website everify.bdris.gov.bd. To check birth registration online, you can check birth registration by clicking the search button with your information on the official website.

What is the Birth certificate number in Bangladesh?

The Government of Bangladesh is issuing birth certificates to every citizen of the country. This certificate contains an identity number. People can do many things with a digital birth certificate. It serves as a locker identity, but a person can get a National ID Card of Bangladesh only after showing a birth certificate at the age of 18.

How can I get my birth certificate online in Bangladesh?

You can get a birth registration certificate from Bangladesh online. You will be given a birth certificate if you apply for a birth certificate by entering the link of the website provided by the Bangladesh Election Commission through the correct procedure.

কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন চেক করবেন?

অনলাইনে জন্ম নিবন্ধন চেক বা যাচাই করতে আপনি বাংলাদেশ সরকারের প্রদান করা অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন এবং আপনার কাছে থাকা জন্মনিবন্ধনের নম্বর এবং জন্মতারিখ প্রদানের মাধ্যমে আপনার জন্ম সনদের সমস্ত তথ্য গুলো দেখতে এবং সংশোধন করার জন্য আবেদন করতে পারেন।

জন্ম নিবন্ধন কি?

জন্ম নিবন্ধন হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রদান করা  বাংলাদেশের জন্মগ্রহণকারী প্রতিটি শিশুর জন্য একটি প্রমাণস্বরূপ। এই জন্ম সনদে একটি জন্মসনদ নম্বর থাকে যার মাধ্যমে একজন লোকের জন্ম পরিচিতি পাওয়া যায়।

অনলাইন বার্থ সার্টিফিকেট চেক করার উপায়?

ঘরে বসে অনলাইন বার্থ সার্টিফিকেট চেক বা জন্ম নিবইন্ধন চেক করতে everify.bdris.gov.bd সাইটে ভিজিট করুন এবং আমাদের দেখানো পদ্ধতি অনুসরন করে খুব সহজেই আপনি আপনার বার্থ সার্টিফিকেট চেক অনলাইন সম্পন্ন করুন।

উপসংহার,

আশা করি আপনি Birth registration certificate check online করতে পেরেছেন।

বন্ধুরা আপনাদের সুবিধার্থে আরো একবার জানাচ্ছি যে (birth registration certificate check online) জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা সম্ভব নয়। 

তাই এই বৃথা চেষ্টা না করে আপনার কাছে যদি জন্ম নিবন্ধন থাকে উত্তর জন্ম নিবন্ধনের 17 সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর টি এবং জন্ম নিবন্ধিনে উল্লেখিত জন্ম তারিখ উল্লেখ করার মাধ্যমে আপনি উক্ত জন্ম নিবন্ধন সম্পর্কে সকল তথ্য পেতে পারেন।

পোস্টটি (Birth registration certificate check online BD) ভাল লাগলে এবং আপনার উপকারে আসলে আপনার আশেপাশের লোকদেরকে শেয়ার করুন।

সেই সাথে আপনার কাছে আরো Birth registration certificate check online Bangladesh সহ নতুন নতুন আপডেট নিয়ে যাতে হাজির হতে পারি।

সেজন্য আমাদের birth certificate check online up বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ।

আমরা বাংলায় বিভিন্ন তথ্য আপনাদের জানাতে পোস্ট নিয়ে হাজির হই আশা করি পোস্টটি আপনার ভালো লেগেছে.

এই সম্পর্কে আপনার কিছু বলার থাকলে কমেন্ট করে জানান।

সেই সাথে আমাদের আপডেট নিয়মিত পেতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

আধুনিক ইতিহাসের জনক কে?

পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।