বন্ধুরা আজকে আপনাদের জানাবো বাংলাদেশের সেরা মোবাইল ব্যাংকিং সেবা Bkash account open system সম্পর্কে। বিকাশ একাউন্ট খোলার নিয়ম এবং new Bkash account open offer জানতে পারবেন এই পোস্টে। একটি ভোটার nid কার্ড দিয়ে কয়টি Bkash account খোলা যায় এবং জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানুন।
বর্তমানে ৭ কোটিরও বেশি গ্রাহক নিয়ে বিকাশের একটি বিশাল পরিবার তৈরি হয়েছে বাংলাদেশে। প্রতিদিনই নতুন গ্রাহক যুক্ত হচ্ছে দেশ সেরা Bkash মোবাইল ব্যাংকিং সেবায়। এর মূল কারণ হচ্ছে অত্যন্ত গ্রাহক বান্ধব একটি মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, যা ব্যাবহারে গ্রাহক বেশ খুশি বলে মনে হচ্ছে।
বিকাশ মোবাইল ব্যাংকিং সেবা ব্যাবহার করে এখন গ্রাহক অনেক সহজে এক জায়গা থেকে অন্যত্র টাকা সেন্ড করা, মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল পরিশোধ সহ যাবতীয় অনলাইন কেনা কাটার পেমেন্ট করতে পারেন একটি মাত্র অ্যাকাউন্ট ব্যবহার করে।
তবে Bkash account open system সম্পর্কে যারা জানেন না তারা সকলেই এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন আপনি আপনার বাটন মোবাইল ফোন দিয়ে কিভাবে Bkash account ওপেন করতে পারবেন এবং বিকাশ অ্যাপ ব্যবহার করে কিভাবে Bkash account করবেন সম্পূর্ণ বিস্তারিত জানতে পাবেন।
Content Summary
- 1 Bkash account open system 2023 | সহজে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৩
- 2 How to bkash account open at Home? – ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
- 3 নতুন বিকাশ একাউন্ট পিন সেটিং – Bkash new account pin setting
- 3.1 বিকাশ এজেন্ট পয়েন্টে একাউন্ট খোলার পদ্ধতি –
- 3.2 জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
- 3.3 একটা nid দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়
- 3.4 bkash account মালিকানা পরিবর্তন
- 3.5 বিকাশ নাম্বার পরিবর্তন
- 3.6 বিকাশ একাউন্ট ডিলিট করার নিয়ম 2023
- 3.7 বিকাশ কোন আইডি দিয়ে খোলা হয়েছে কিভাবে জানবো – bkash account nid check
- 4 Bkash account open offer – নতুন বিকাশ একাউন্ট অফার ২০২৩
Bkash account open system 2023 | সহজে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৩
নতুন নতুন সুবিধা যুক্ত হওয়া ও হাতের কাছে সেবা পাচ্ছে বিকাশ গ্রাহক, তাই দিনে দিনে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের ব্যবহার বাংলাদেশের বেড়েই চলেছে।
একজন নতুন গ্রাহক কিভাবে একটি Bkash account খুলতে পারেন সহজেই সে সম্পর্কে অনলাইনে সার্চ করা শুরু করেছেন, তাই বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানাবো।
বর্তমানে বিকাশে ৩ ধরনের একাউন্ট রয়েছে। একটি হচ্ছে বিকাশ পার্সোনাল বা ব্যক্তিগত একাউন্ট একটি হচ্ছে বিকাশ এজেন্ট এবং অন্যটি হচ্ছে বিকাশ মার্চেন্ট একাউন্ট।
Bkash personal account যেকোন বাংলাদেশি সাধারণ নাগরিক ব্যবহার করতে পারেন, তবে বিকাশ এজেন্ট একাউন্ট ব্যবসায়ী কাজের জন্য (পার্সোনাল নাম্বারে ক্যাশ ইন এবং ক্যাশ আউট করা ও গ্রাহকসেবা লোকদের কাছে পৌঁছে দেয়ার জন্য) ব্যবহৃত হয়ে থাকে। তবে বিকাশ এজেন্ট খোলার জন্য বিকাশ কর্তৃপক্ষের বিশেষ অনুমতির প্রয়োজন হয়।
তবে Bkash মার্চেন্ট account টি বিভিন্ন অনলাইন শপিং এর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। বিকাশ মার্চেন্ট একাউন্ট নম্বরে পেমেন্ট করতে কোন ধরনের চার্জ প্রযোজ্য হয় না তাই এটাকে আপনি বিকাশ অনলাইন কেনাকাটার নাম্বারও (Bkash payment account) বলতে পারেন। বিকাশ মার্চেন্ট একাউন্ট সুবিধাটি বিভিন্ন দোকানদার ও ব্যবসায়ীদের দেয়া হয়।
বর্তমানে বিকাশ একাউন্ট খোলার ৩ টি পদ্ধতি রয়েছে –
- একটি হচ্ছে ঘরে বসে নিজেই নিজের বিকাশ একাউন্ট খোলা
- অন্যটি হচ্ছে বিকাশ এজেন্ট পয়েন্টে গিয়ে বিকাশ একাউন্ট খোলা।
- এছাড়াও বিকাশ bkash customer care বা বিকাশ সার্ভিস সেন্টের সমূহে হাজির হয়ে আপনি Bkash account open করে নিতে পারেন।
How to bkash account open at Home? – ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
যদি আপনি নতুন বিকাশ একাউন্ট খোলার নিয়ম কি তা খুঁজে এই পোস্টে এসে থাকেন তবে আপনি ঠিক জায়গায় এসেছেন।
নিজে নিজে ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম বা অনলাইনে bkash app ব্যবহার করে বিকাশ একাউন্ট খোলার নিয়ম যেভাবেই আপনি বিকাশ একাউন্ট ওপেন করতে চান তা সম্বভ – নিজেই নিজের বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৩ অনুসরন করতে যা করবেন।
- আপনার কাছে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে।
- একটি মোবাইল নম্বর, যে নাম্বারে কখনোই bkash account open করা হয়নি।
- যে নামে অ্যাকাউন্ট খুলবেন ঐ নামের অরজিনাল আইডি কার্ড এবং উক্ত ব্যক্তি সামনে থাকতে হবে।
এক্ষেত্রে ঘরের অন্য সদস্যের স্মার্টফোন থাকলেও আপনি স্মার্টফোন ব্যাবহার করে একটি Bkash account open করে নিবেন পরবর্তীতে তার স্মার্টফোনটি তাকে বুঝিয়ে দিবেন।
ঘরে বসে একাউন্ট খোলার শুরুতে আপনি গুগল প্লে স্টোর থেকে বিকাশ পার্সোনাল অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
বিকাশ অ্যাপ ডাউনলোড লিংক। Click Here
Also Read:
বিকাশ অ্যাপ থেকে একাউন্ট খোলার নিয়ম
Bkash app থেকে bkash account open kora onek sohoj. ঘরে বসে bkash account open online খোলার জন্য আপনার একটি স্মার্টফোন ব্যবহার করতে হবে.
আপনার মোবাইলে google play store theke বিকাশ অ্যাপ টি ইন্সটল হয়ে গেলে অ্যাপ টি ওপেন করুন –
স্টেপ- 1# এখন লগ ইন / রেজিস্ট্রেশন- বাটনে টেপ করুন।
স্টেপ- 2# আপনার মোবাইল নম্বর দিয়ে লগ ইন / রেজিস্ট্রেশন করতে নম্বরটি প্রবেশ করিয়ে অপারেটর সিলেক্ট করুন।
স্টেপ- 3# আপনার মোবাইল নম্বর যাচাই করুন। ভেরিফিকেশান কোড দিন। বন্ধুরা এই ক্ষেত্রে সিমটি যেই মোবাইল থেকে বিকাশ একাউন্ট খুলছেন ঐ মোবাইল থাকতে হবে।
এক্ষেত্রে Bkash account open process OTP verification অটোমেটিক সম্পন্ন হবে।
স্টেপ- 4# ভেরিফিকেশান কোড প্রছেস কমপ্লিট হলে আপনাকে আপনার NID কার্ডের দুই দিকের ছবি তুলুন।
Note: আপনার NID কার্ডের তথ্য গুলি মিলিয়ে নিন। লিঙ্গ/ পেশা/ আয়ের উৎস / মাসিক আয় ফিল্ডে আপনার তথ্য বসিয়ে দিন।
স্টেপ- 5# এখন উক্ত বেক্তির সরাসরি ছবি তলে ফেচ ভেরিফাই করুন। ছবি ভালোভাবে না আসলে চোখ দুটি নড়াচড়া করুন, সামান্য হাসুন।
স্টেপ- 6# সকল তথ্য ঠিক থাকলে Bkash account open হয়ে যাবে। এখন আপনার কাজ হচ্ছে শুধুমাত্র একটি শক্তিশালী Bkash account pin নির্বাচন করা আপনার বিকাশ একাউন্ট সুরক্ষার জন্য।
নতুন বিকাশ একাউন্ট পিন সেটিং – Bkash new account pin setting
Bkash new account pin setting করার জন্য আপনাকে ডায়াল করতে হবে বিকাশ ডায়াল কোড *247#. Bkash Dial code *247# ডায়াল করলে আপনার সম্মুখে বিকাশ নিয়ে মেনু ওপেন হবে।
বিকাশ মেনু থেকে আপনি ১ নম্বরে থাকা একটিভ বিকাশ একাউন্ট অপশনটি নির্বাচন করুন। তারপর আপনার জন্য পাঁচ সংখ্যার একটি বিকাশ পিন নির্বাচন করুন।
বিকাশ পিন নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এলোমেলো সংখ্যা নির্বাচন করতে হবে। পূর্বে ক্রমানুসারে (1234, 1111, 2222, 3333 ) সংখ্যা ব্যবহার করা সম্ভব ছিল, তাই তখন এলোমেলো সংখ্যা নির্বাচন না করলেও সমস্যা হতো না। বর্তমানে আপনাকে এলোমেলো সংখ্যা নির্বাচন করে বিকাশ একাউন্ট নিরাপত্তা শক্তিশালী করতে হবে।
উদাহরণস্বরূপ, Bkash account pin রাখতে হবে 13549, 27951, 12448, 91453, 26801 এই ধরনের.
সবশেষে, এখন আপনি বিকাশ পিন সেট করে বিকাশ ব্যাবহার করতে পারবেন।
বিকাশ এজেন্ট পয়েন্টে একাউন্ট খোলার পদ্ধতি –
ঘরে বসে আপনি যেভাবে বিকাশ একাউন্ট খুলেন, বিকাশ এজেন্ট আপনাকে একই ভাবে তার এজেন্ট সিম থেকে বিকাশ একাউন্ট খুলে দিবেন।
মনে রাখবেন বিকাশ এজেন্ট বা অন্যান্য বিকাশ সেবা কেন্দ্রে বিকাশ একাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি। তাই আপনি নিজে না খুলতে পারলে কোন ধরনের সমস্যা নেই বিকাশ এজেন্টের সহায়তা নিতে পারেন।
- বন্ধুরা এজেন্ট পয়েন্ট থেকে বিকাশ একাউন্ট খুলতে অরজিনাল ভোটার আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ড যেই নামে আছে সেই বেক্তিকে নিয়ে বিকাশ এজেন্ট পয়েন্টে যেতে হবে।
- এবং যে নাম্বারে বিকাশ একাউন্ট খুলতে চান ঐ সিম টি সাথে নিয়ে যাবেন।
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বন্ধুরা একটি আইডি কার্ড দিয়ে আপনি যতটা সহজে একটি বিকাশ একাউন্ট খুলতে পারেন, তবে একটি জন্ম নিবন্ধন দিয়ে আপনাকে বিকাশ একাউন্ট খুলতে একটু কষ্ট করতে হবে।
Also read:
can i open bkash account with birth certificate এখন অনেকেই খুঁজেন। জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম হচ্ছে আপনাকে ঘরে বসে ও বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে হবে না।
এজন্য আপনাকে জন্ম নিবন্ধন সহ নিকটস্থ বিকাশ সার্ভিস সেন্টারে যেতে হবে। ঘরে বসে বিকাশ একাউন্ট খোলা সম্ভব নয় জন্ম নিবন্ধন দিয়ে।
একটা nid দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়
বন্ধুরা যদি আপনার প্রশ্ন এমন হয় যে একটা nid দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায় তবে আপনাকে বলব বর্তমানে একটি nid দিয়ে একটি বিকাশ একাউন্ট খোলা যায়।
পূর্বে একাধিক অ্যাকাউন্ট খোলা গেলেও বর্তমানে বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনা অনুসারে বিকাশ কর্তৃপক্ষ পূর্বের খোলা bkash account গুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে এবং তথ্য হালনাগাদ এসএমএস সেন্ড করছে।
বর্তমানে একটি আইডি কার্ড দ্বারা শুধুমাত্র একটি পার্সোনাল বিকাশ একাউন্ট ব্যবহার করা যাবে।
আপনার নামে যদি একাধিক বিকাশ একাউন্ট থাকে তবে যে বিকাশ একাউন্ট বেশি গুরুত্বপূর্ণ ঐ একাউন্ট রেখে বাকি বিকাশ একাউন্ট গুলি বন্ধ করে দিন।
অন্যথায় আপনার প্রয়োজনীয় অ্যাকাউন্ট টি যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এবং আপনি বিড়ম্বনার শিকার হতে পারেন।
NOTE: এক্ষেত্রে লক্ষ্য করা গেছে বিকাশ কতৃপক্ষ যে bkash account সর্বপ্রথম আপনার নামে খোলা হয়েছিল ঐ একাউন্ট রেখে পরবর্তীতে খোলা একাউন্ট গুলো বন্ধ করে দিচ্ছে।
bkash account মালিকানা পরিবর্তন
বন্ধুরা একটি নতুন বিকাশ একাউন্ট খোলা যতটা সহজ, সেই তুলনায় bkash account মালিকানা পরিবর্তন একটু কঠিন।
একটি বিকাশ একাউন্টের মালিকানা পরিবর্তন করতে বর্তমানে যে নামে বিকাশ একাউন্ট টি রয়েছে ঐ ব্যক্তি এবং যে নামে করতে যাচ্ছেন ঐ ব্যক্তি সহ বিকাশ সার্ভিস সেন্টারে যেতে হবে।
তাদের উভয়ের অরজিনাল NID কার্ড সাথে নিয়ে যেতে হবে। তাই তাই বিকাশ একাউন্টের নাম পরিবর্তন মোটর সহজ বিষয় নয় এজন্য আপনাকে কিছুটা হলেও ভোগান্তি পোহাতে হবে।
তবে যদি আপনার বিকাশ একাউন্টটি সচল রাখতে চান তবে অবশ্যই আপনাকে এই কাজটি দ্রুত সময়ের মধ্যে করা উচিত বলে মনে করি।
তার পাশাপাশি bkash account সম্পর্কিত তথ্যগুলো আপনার কাছে জানতে চাইবে, তথ্যগুলো আপনাকে প্রদানের মাধ্যমে বিকাশ একাউন্টের মালিকানা পরিবর্তন করতে পারবেন।
আরও পড়ুনঃ
বাংলাদেশের কয়েকটি প্রাচীন নগর সভ্যতার নাম উল্লেখ কর
বিকাশ নাম্বার পরিবর্তন
বন্ধুরা আপনার যদি বিকাশ নাম্বার পরিবর্তন করতে চান, তবে আপনাকে বর্তমান চলমান নাম্বারটি কে বন্ধ করতে হবে।
কেননা একজন বিকাশ গ্রাহক একটি এনআইডি দিয়ে একটি বিকাশ ব্যবহার করতে পারেন।
তাই আপনার বর্তমান চলমান bkash account বন্ধ না করে, আপনি নাম্বার বন্ধ না করে পরিবর্তন করতে পারবেন না।
বিকাশ একাউন্ট ডিলিট করার নিয়ম 2023
বন্ধুরা বিকাশ একাউন্ট ডিলিট করতে আপনাকে আপনার bkash account এর ব্যালেন্স খালি (০ ) করে নিতে হবে।
অরিজিনাল ভোটার আইডি কার্ড সহ বিকাশ সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হবে, তবেি আপনি আপনার নামের বর্তমান বিকাশ একাউন্ট ডিলিট করতে পারবেন।
বিকাশ কোন আইডি দিয়ে খোলা হয়েছে কিভাবে জানবো – bkash account nid check
বন্ধুরা বিকাশ কোন আইডি দিয়ে খোলা বা আপনি কোন NID দিয়ে বিকাশ একাউন্ট খুলেছেন এ বিষয়ে আপনার জানা জরুরি।
কেননা একটি bkash account জনিত বিভিন্ন সমস্যায় আপনাকে বিকাশ হেল্প লাইনে কল করে সমাধান পেতে হলে অবশ্যই আপনার NID দিয়ে ভেরিফাই আবশ্যক।
যদি আপনি কোন NID দিয়ে বিকাশ একাউন্ট খুলেছেন জানেন তবে কোনো সমস্যাই হবে না।
অনেকে অনেক আগে থেকে ব্যবহার করছেন এবং অনেকেরই কোন নামে অ্যাকাউন্ট খুলেছিলেন মনে নেই।
বিকাশ কোন আইডি কার্ড দিয়ে খুলা তা জানতে bkash account হেল্পলাইন 16247 নাম্বারে কল করে নিজের আইডেন্টি সম্পর্কে জানতে পারেন।
যদি কোনো কারণে বিকাশ হেল্পলাইন ১৬২৪৭ আপনাকে তথ্য দিতে অপারগতা জানায়।
তবে আপনি নিজের আইডি কার্ড এবং যেই মোবাইলে একাউন্ট করা আছে মোবাইলটি সহ বিকাশ সার্ভিস সেন্টারে হাজির হয়ে জানতে পারেন।
বিকাশ একাউন্ট যদি আপনার নামে হয় তবে তাহলে আপনাকে বলবে আপনার নামে আর যদি না হয় তবে আপনাকে তারা বলবে আপনার নামে নেই।
Also Read:
Bangladesh National ID Card Check Online
নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন
Bkash account open offer – নতুন বিকাশ একাউন্ট অফার ২০২৩
বন্ধুরা new Bkash account open offer এ অনেকেই বিভিন্ন অফার পেয়ে থাকেন। তবে একেক সময় একেক ধরনেরনতুন বিকাশ একাউন্ট অফার নিয়ে আসে বিকাশ।
বর্তমানে নতুন bkash account খুলে আপনি ১৫০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন।
তবে এই ১৫০ টাকা বোনাস পেতে আপনাকে বিকাশ একাউন্ট খুলে বিকাশ অ্যাপস এ লগইন করতে হবে।
প্রথমবার 50 টাকা মোবাইল রিচার্জ আপনাকে 50 টাকা ক্যাশব্যাক দেয়া হবে।
পরবর্তীতে আরও দুইটি 25 টাকা রিচার্জে 25 টাকা করে দুই মাসে দুইবারে 50 টাকা দেয়া হবে।
অর্থাৎ একজন নতুন বিকাশ গ্রাহক সর্বোচ্চ একটি নতুন বিকাশ একাউন্ট খুললে 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক বোনাস পাচ্ছে।
তবে বিকাশ তাদের নির্বাচিত গ্রাহকদের নতুন বিকাশ একাউন্ট অফার ২০২৩ এর আওতায় ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে।
বিকাশে টাকা না আসার কারণ
আপনার বিকাশ একাউন্ট সচল থাকলে টাকা আসবে তাতে কোনো সমস্যা নেই।
যদি কোন কারনে আপনার একাউন্ট বন্ধ করে দেয় তবে আপনার একাউন্টে টাকা আসবে না।
অনেক সময় একাউন্টে সন্দেহজনক লেনদেনের কারণে কিছুদিনের জন্য বন্ধ করা হয়।
বিকাশে টাকা না আসার প্রকৃত কারণ সম্পর্কে জানতে আপনি বিকাশ হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করেন।
আরও পড়ুনঃ
What is email marketing Bangla
বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৩ প্রশ্ন ও উত্তর পর্ব
পূর্বে একটি ভোটার আইডি কার্ড দিয়ে একাধিক বিকাশ একাউন্ট খোলা সম্বভ ছিল। তবে বর্তমানে একটা nid দিয়ে একটি বিকাশ একাউন্ট খোলা যায়।
বিকাশ একাউন্ট হ্যাক হলে করণীয় হচ্ছে আপনাকে প্রথমেই নিজ বিকাশ পিন পরিবর্তন করতে হবে. প্রয়োজনে বিকাশ হেল্পলাইন নাম্বারে কল করে তাদের সাহায্য নিতে পারেন।
To open a bKash account at home, download and install the bKash app from Google Play Store. After installing the bKash app, open the app and you will see the login and registration buttons. By clicking on the registration button, you can easily open a bKash account with your number and picture of your ID card, and your selfie.
বর্তমানে একটি আইডি কার্ড দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়। তাই একটি বিকাশ একাউন্ট খুলুন আপনার পছন্দের নম্বরে।
ঘরে বরে বিকাশ একাউন্টতে বিকাশ অ্যাপ ব্যাবহার করুন। তবে আপনার কাছে স্মার্টফোন না থাকলে বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে আপনি ফ্রি বিকাশ একাউন্ট খুলতে পারেন।
বিকাশ অ্যাপ থেকে মোবাইলে বিকাশ একাউন্ট খোলা সম্বভ।
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম হচ্ছে গ্রাহককে নিজ জন্ম নিবন্ধন নিয়ে বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে।
It is possible to open a bKash account without a NID card. But in this case, you need to use your driving license or passport.
See More Article
নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন
উপসংহার,
আশা করি আপনি new bkash account open এবং বিকাশ offer সম্পর্কে জনাতে পেরেছেন।
বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৩ এবং বিকাশ সম্পর্কিত কোন সমস্যা সম্পর্কে জানতে কমেন্ট করুন।
আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে –
এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।
আপনাদের যদি এই সংক্রান্ত কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
এছাড়াও আমরা শিক্ষামূলক নানান ধরনের আর্টিকেল আমাদের ওয়েবসাইটে প্রধান করে থাকি।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।
Ami ki babea Bkash account kulbo 1 NiD card dea 2 ta Bkash kulbo
একটি এনআইডি দিয়ে দুইটি বিকাশ একাউন্ট খোলার সম্ভব নয় বর্তমান
Thanks for that