রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম আপনি জানেন কি? রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করা খুবই সহজ একটি কাজ। আপনি চাইলে আপনার  হাতের মোবাইল ফোনটি কিংবা আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে আপনার রাউটারের পাসওয়ার্ড টি খুব সহজেই পরিবর্তন করে নিতে পারেন।

আমরা অনেকেই বিষয়টি পারিনা বলে গুগল সার্চ করে থাকি। আজকে এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়।

এবং কোন রাউটার এর জন্য কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন সে সকল বিষয়ে আজকে এ পোস্টের মাধ্যমে আমরা আপনাদের কাছে শেয়ার করব।

শুধুমাত্র Wireless Fidelity ইউজারনেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে আমাদের এই পোষ্টটি আপনার জন্য সম্পূর্ণ প্রয়োজনীয় একটি পোস্ট। 

তাই আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা আমাদের এই পোস্টটি খুবই মনোযোগ সহকারে পড়বেন এবং সকল বিষয়গুলো সঠিক ভাবে বোঝার চেষ্টা করবেন।

আপনাদের হাতে যে এন্ড্রয়েড মোবাইল ল্যাপটপ ট্যাবলেট রয়েছে সেগুলোর মাধ্যমে TP-Link, Google Wifi Review, Netgear Orbi Review, Netgear C3700 Review, Netgear C3000 Review, Linksys EA8300 Review, Linksys EA9500 Review, Linksys WRT3200ACM Review, Samsung SmartThings Router Review ইত্যাদি সকল ধরনের রাউটার এর ইউজার নেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করা সম্ভব। 

নিচে আমরা সকল রাউটারের পাসওয়ার্ড বদলানোর নিয়ম এবং বিষয় সম্পর্কে আলোচনা করব।

রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম – how to change wifi password

রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন
রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন

অনেক সময় আমরা দেখতে পাই যে পার্সোনাল রাউটারের পাসওয়ার্ড ভাইরাল হয়ে যায়। কিংবা আমাদের আশেপাশের লোকজন জেনে গিয়ে বিনা অনুমতিতে আমাদের ওয়াইফাই চালাতে থাকে। যার ফলে আমাদের অনেক অসুবিধা হয় এবং আমরা নেটের ভালো সার্ভিস পাইনা।

সেই মুহূর্তে আপনি যদি আপনার নিজস্ব রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই নিচের যে সকল নিয়ম রয়েছে তা step-by-step ফলো করার মাধ্যমে আপনি আপনার রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।

এবং আপনার রাউটারটি কে আপনি সিকিওর করে রাখতে পারবেন।

আরও পড়ুনঃ

যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম | কিভাবে খুলবেন যৌথ একাউন্ট

GP 100 SMS 30 Days Code 2023 | জিপি ১০০ এসএমএস অফার

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কখন খোলা থাকে? টিকেট মূল্য কত?

ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম

প্রথমে আপনার যে ডিভাইসটির রয়েছে সে ডিভাইস থেকে ওয়াইফাই কানেক্ট করে নিন।

তারপর আপনার মোবাইলে থাকা যেকোনো ব্রাউজার ওপেন করুন।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

মূলত আমরা ক্রোম ব্রাউজার টি সবচেয়ে বেশি ইউজ করে থাকি এবং এটি সবচেয়ে জনপ্রিয় একটি বাজারের সাথে আমরা জানি।

তাই আপনারা চাইলে ক্রোম ব্রাউজার টি ইউজ করতে পারেন।

যেকোনো ব্রাউজার ওপেন করার পর আপনারা ব্রাউজারের সার্চ বারে গিয়ে আইপি এড্রেস টাইপ করে সার্চ করতে হবে।

এখন প্রশ্ন হলো আপনারা কোন আইপি অ্যাড্রেস সার্চ করবেন।

এটি খুব একটি সহজ বিষয় আপনি আপনার কেনা রাউটারের নিচের দিকে থাকা স্টিকার অথবা ইউজার গাইড বইটিতে পেয়ে যাবেন।

আপনি উইন্ডোজের CMD ব্যবহার করেও আপনার রাউটারের সঠিক আইপি এড্রেসটি পেয়ে যেতে পারেন।

এজন্য আপনাকে যা করতে হবে CMD কে “Run As Administrator” হিসেবে ওপেন করে সেখানে ‘ipconfig’ লিখে ‘Enter’ চাপলে যে লেখাগুলো আসবে সেখানের “Default Gateway” তে যে আইপি এড্রেস দেওয়া আছে সেটাই হল আপনার রাউটারের আইপি অ্যাড্রেস।

যেমন আমাদের রাউটারের আইপি অ্যাড্রেস হল ১৯২.১৬৮.০.১০০।

আরও পড়ুনঃ

রকেট একাউন্ট পিন ভুলে গেলে করনীয়

ব্রাজিল বনাম আর্জেন্টিনার রেকর্ড

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম | Wifi password কিভাবে বের করবো

টিপি লিংক পাসওয়ার্ড চেঞ্জ

আপনি যে রাউটার ব্যবহার করেন সেটি যদি টিপি লিংক এর রাউটার হয় তাহলে সে রাউটার পাসওয়ার্ড এবং ইউজার নেম আপনি সহজেই চেঞ্জ করতে পারবেন।

এজন্য প্রথমে যেকোনো একটি ব্রাউজারে আপনাকে টিপি লিংক রাউটার এর আইপি অ্যাড্রেস ব্যবহার করে প্রবেশ করতে হবে।

তারপর যথারীতি এডমিনের পাসওয়ার্ড এবং ইউজার নেম যথাস্থানে বসিয়ে অতি সহজে আপনি টিপি লিংক এর রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।

টিপি লিংক এর পাসওয়ার্ড পরিবর্তন খুবই সহজ একটি কাজ আপনি চাইলে খুব সহজেই এটি করতে পারবেন।

মোবাইল দিয়ে রাউটারের পাসওয়ার্ড বদলানো

এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে কিভাবে আমরা এন্ড্রয়েড মোবাইল দিয়ে আমাদের রাউটারের পাসওয়ার্ড বদল করতে পারি।

এখন আমরা সে বিষয়ে আলোচনা করব।

আপনার যদি এন্ড্রয়েড ফোন থাকে তাহলে অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে রাউটারের আইপি অ্যাড্রেস ব্যবহার করে।

মোবাইলের যেকোনো বাজারে প্রবেশ করে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

আমরা উপরে যে মাধ্যমগুলো দেখিয়েছি সে মাধ্যমগুলো আপনারা চাইলে মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহার করতে পারেন।

টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন

টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন
টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন

আপনি চাইলে যে কোন ব্র্যান্ডের মোবাইল বা ল্যাপটপ দিয়ে অথবা আপনার হাতের ট্যাবলেটটি দিয়ে কিছু ফর্মুলা অনুসরন করে খুব সহজেই রাউটারের পাসওয়ার্ড এবং ইউজার নেম চেঞ্জ করতে পারেন।

আপনার যদি টেন্ডা রাউটার হয়ে থাকে তাহলে ফর্মুলা অবলম্বন করে ইউজারনেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।

আরও পড়ুনঃ

নগদ কাস্টমার কেয়ার নাম্বার লোকেশন ঠিকানা

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম কি? সঠিক পদ্ধতি

ব্যবহারের দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কত?

রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন FAQS

রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম কি?

আপনার এন্ড্রয়েড মোবাইল অপশন থেকে যেকোনো ক্রোম ব্রাউজারে ঢুকে আইপি অ্যাড্রেস লিখে সার্চ করুন। সেখানে আপনি আপনার আইডি আইপি এড্রেস এবং পাসওয়ার্ড সঠিকভাবে বসানোর মাধ্যমে আপনার রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তনের নিয়ম কি?

টেন্ডা রাউটার এর ক্ষেত্রেও আপনার পাসওয়ার্ড পরিবর্তন এর নিয়ম ভিন্ন নয়।
আপনি যেভাবে tp-link কিংবা অন্যান্য রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করেন ঠিক সেইভাবে টেন্ডা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

উপসংহার

রাউটারের পাসওয়ার্ড বদলানোর করার নিয়ম এবং এ সংক্রান্ত সকল বিষয়ক তথ্য আজকে  আমরা আপনাদের সাথে শেয়ার করেছি।

আশা করছি আপনারা খুব সহজেই এখন রাউটারের পাসওয়ার্ড এবং ইউজার নেম পরিবর্তন করতে পারবেন।

তবুও যদি আপনারা এ বিষয়টি বুঝতে না পারেন তাহলে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

আমরা সকল সময় আপনাদের সাহায্যের জন্য প্রস্তুত রয়েছি। 

 আমরা প্রতিদিনই প্রায় এ ধরনের নিত্য নতুন শিক্ষামূলক বিষয় আমাদের এই ওয়েবসাইটটিতে পোস্ট করে থাকি।

আপনারা যদি এই ধরনের পোস্টগুলো হাতের কাছে পেতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

সেই সাথে আমাদের ওয়েবসাইটে সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment