জিপিএফ ব্যালেন্স চেক কোড | অনলাইনে জিপিএফ ব্যালেন্স হিসাব চেক

জিপিএফ ব্যালেন্স চেক কোড কত আপনি জানেন কি? অনলাইনে জিপিএফ হিসাব ব্যালেন্স চেক করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই পোস্টে। Online GPF Balance Check On Mobile in 2023 সকল তথ্য এখানে রয়েছে।

হ্যাঁ এখন আপনি মোবাইলে জিপিএফ ব্যালেন্স চেক করতে পারেন, বর্তমানে জিপিএফ ব্যালেন্স ব্যাংক হিসাবের মতই গোপনীয় বিষয়, তাই নিজের ব্যালেন্স নিজেই চেক করুন। তাই আপনারা যাতে খুব সহজেই জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য কোড মনে রাখুন এবং সহজেই জিএফ ব্যালেন্স চেক করুন।

বর্তমানে দুইটি উপায়ে আপনি আপনার GPF Balance Check করতে পারেন।

GPF Balance Check করার দুইটি উপায় হচ্ছে –

  1. বাংলাদেশ সরকার প্রদত্ত অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে জিএফ ব্যালেন্স চেক
  2. অফিসে ভিজিট করে GPF Balance Check

ইউ এস এসডি কোড ও অফিশিয়াল ওয়েবসাইট উভয় পদ্ধতিতে GPF Balance Check করার জন্য আপনার প্রয়োজন হবে, আপনার ভোটার আইডি কার্ড নম্বর (স্মার্ট কার্ড নাম্বার) এবং মোবাইল নাম্বার, যে নম্বর আপনি জিপিএফ হিসাব করার সময় ব্যবহার করেছিলেন ঐ নাম্বার।

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে যা যা প্রয়োজন

  • একটি কম্পিউটার/ল্যাপটপ অথবা যেকোনো একটি স্মার্ট ডিভাইস (স্মার্টফোন/ট্যাবলেট/আইপ্যাড)
  • ভালো মানের ইন্টারনেট কানেকশন।
  • নিজের NID / SMART ID নম্বর।
  • একাউন্ট করার সময় ব্যবহৃত মোবাইল নম্বর।

জিপিএফ ব্যালেন্স চেক কোড কত? – GPF Balance Check On Mobile

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক কোড এখনও প্রকাশ করা হয়নি, জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য আপনাকে www.cafopfm.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, ঐ ওয়েবসাইটে প্রবেশ করার পর “GPF Information” এ ক্লিক করতে হবে। তারপর আপনার ভোটার আইডি কার্ড ও মোবাইল নম্বর দিয়ে সাবমিট করলে আপনার কাছে একটি OTP কোড (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে। তারপর ঐ কোড দিয়ে আপনার একাউন্ট ভেরিফিকেশন নিশ্চিত করে জিপিএফ হিসাব চেক করতে পারবেন। এভাবে খুব সহজেই GPF Balance Check করা সম্ভব।

কিভাবে জিপিএফ ব্যালেন্স চেক করবেন?

জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য আপনার মোবাইলে যে কোন একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে সার্চ অপশনে GPF Balance Check লিখে সার্চ করুন।

এছাড়াও সরাসরি www.cafopfm.gov.bd এই ওয়েবসাইটের নাম সার্চ অপশনে লিখুন তারপর আপনার সামনে Office of the Chief Accounts Officer Pension and Fund Management ওয়েবসাইটে সবার উপরে দেখতে পাবেন, সেই ওয়েবসাইটে প্রবেশ করে গিয়ে জিপিএফ হিসাব চেক করুন।

মনে রাখবেন ঘরে বসে মোবাইলে জিপিএফ ব্যালেন্স চেক করার জন্য আপনার কাছে একটি ভাল ইন্টারনেট কানেকশন থাকতে হবে, যাতে আপনি আপনার ব্রাউজারে https://www.cafopfm.gov.bd/ অথবা https://www.cafopfm.gov.bd/gpf-info-html.php ওয়েব এড্রেসটি ভালোভাবে ওপেন করতে পারেন।

ধাপ ১# GPF Official website cafopfm.gov.bd visit

জিপিএফ একাউন্ট ব্যালেন্স চেক অনেক সহজে কি প্রক্রিয়া এবং GPF Balance Check করার অনেক প্রক্রিয়া রয়েছে।

আপনি অফলাইনে অফিসে গিয়ে ব্যালেন্স চেক করতে পারবেন, অনলাইন থেকেও আপনার মোবাইল ব্যবহার করে জিপিএফ হিসাব চেক করতে পারবেন এবং এসএমএসের মাধ্যমেও আপনি |

GPF Balance Check করতে পারবেন আপনার কাছে ইন্টারনেট ও একটি ডিভাইস থাকলেই ঘরে বসেই বিভিন্ন প্রকারের সরকারি সেবা গ্রহণ করতে পারি।

যা পূর্বে একই প্রকারের সেবা নিতে হলে সরাসরি অফিসে ঘোরাঘুরি করতে হতো। প্রচুর সময় অপচয় হতো কিন্তু বর্তমানে সকল সরকারী সেবা পাওয়ার প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে গেছে।

অন্যান্য সকল সরকারি সেবার মধ্যে জিপিএস একাউন্ট ব্যালেন্স চেক/ GPF Balance Check করা প্রক্রিয়া অন্যতম।

নিজেই ঘরে বসে নিজের GPF Balance Check করার জন্য প্রথমে ব্রাউজার থেকে cafopfm.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করলে নিচের মতো ওয়েবপেইজ পাবেন।

জিপিএফ ব্যালেন্স চেক অফিশিয়াল সাইটজিপিএফ ব্যালেন্স চেক অফিশিয়াল সাইট

cafopfm.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি উপরের ইমেজের প্রদর্শিত ইমেজের মত তিনটি অপশন দেখতে পাবেন।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

এখান থেকে ইমেজের মধ্যে রেড মার্ক করে দেওয়া GPF Information (জিপিএফ ইনফর্মেশন) লেখা অপশন থেকে Click Here বাটনে ক্লিক করুন।

ধাপ ২ # GPF Information দিন – অনলাইনে জিপিএফ হিসাবের তথ্য দিন

অনলাইনে জিপিএফ হিসাবের তথ্য দিন

এখান প্রথমে জাতীয় পরিচয় পত্র নম্বর (NID/ Smart ID নম্বর) দিন। তারপর, আপনার মোবাইল নম্বর দিন যে নম্বরটি আপনার পে ফিক্সেশন বা ইএফটি করার সময় দিয়েছিলেন।

Fiscal Year অপশন থেকে যে অর্থবছর নির্বাচন করুন, আপনি যে বছরের GPF হিসাব দেখতে চান তা সিলেক্ট করেন। তারপর Submit বাটনে ক্লিক করুন।

ধাপ ৩ # GPF Employee Verification

দ্বিতীয় ধাপে দেখানো পদ্ধতিতে তথ্যগুলো প্রদান করে Submit বাটনে ক্লিক করার পর Employee Verification এর জন্য আপনার রেজিস্ট্রেশন করা মোবাইলে ৪ ডিজিটের একটি OTP কোড পাঠানো হবে। মোবাইল থেকে ঐ ওটিপি কোডটি দিয়ে আবার Submit করুন।

GPF Employee otp VerificationGPF Employee otp Verification

ধাপ 4 # জিপিএফ হিসাব হিসাব ইনফরমেশন

উপরোক্ত তিনটি ধাপ সঠিকভাবে অনুসরণ করলে এই পর্যায়ে পেইজে আপনি আপনার নাম, এনআইডি নম্বর এবং জিপিএফ এর হিসাব নম্বর সহ সকল জিপিএফ হিসাব তথ্য গুলি দেখতে পাবেন।

 জিপিএফ হিসাব হিসাব ইনফরমেশন

এখনে জিপিএফ হিসাব হিসাব ইনফরমেশন এর নিচে একটি ছকে ঐ একাউন্টের অধীনে Opening Balance, Subscription, Refund, Profit, Withdrawal and Closing Balance দেখতে পাবেন।

উল্লেখিত চারটি ধাপ অনুসরণ করে খুব সহজেই জিপিএফ হিসাব চেক করা যায় কোন ধরনের কোড ছাড়াই।

এক্ষেত্রে মনে রাখবেন আপনি চাইলেই উপরের ডান পাশের Print বাটনে ক্লিক করে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন।

উল্লেখ্য জিপিএফ হিসাব এর টাকা উত্তোলনের জন্য এই প্রিন্ট কপি ব্যবহার করা যাবে। এতে কোন প্রকার অফিসিয়াল স্বাক্ষরের প্রয়োজন হয় না।

আরও পড়ুনঃ

বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব কত ছিল?

আমরা পৃথিবীর কোথায় বাস করি? Where on Earth do we live?

জিপিএফ হিসাব ক্যালকুলেটর

এখন জিপিএফ হিসাব ক্যালকুলেটরের সাহায্যে জিপিএফ সাধারণ ভবিষ্য তহবিলে বছরের শুরুর স্থিতি ও মাসিক কর্তনের পরিমাণ দিয়ে বছরান্তে স্থিতি জানতে পারবেন।

বর্তমানে জিপিএফ ব্যালেন্স চেক করার পাশাপাশি আপনি খুব সহজেই জিপিএফ হিসাব ক্যালকুলেটর ব্যবহার করে এই সংক্রান্ত তথ্য গুলি জানতে পারবেন।

জিপিএফ হিসাব ক্যালকুলেটর ব্যবহার করতে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ভিজিট করুন জিপিএফ ক্যালকুলেটর এই লিংকে।

অনলাইনে কিভাবে জিপিএফ হিসাব ক্যালকুলেটর ব্যবহার করে জিপিএফ হিসাব দেখার নিয়ম

আরও পড়ুনঃ

Freelancing meaning in Bengali 

ইউটিউব থেকে আয় করার উপায়

টিকটক ভিডিও কিভাবে বানাবো

অনলাইনে কিভাবে জিপিএফ হিসাব ক্যালকুলেটর ব্যবহার করে জিপিএফ হিসাব দেখার নিয়ম

  • GPF বা General Provident Fund এর হিসাব দেখার জন্য, বছরের শুরুর স্থিতি লিখুন।
  • এরপর মাসিক কর্তনের পরিমাণ লিখুন।
  • অগ্রিম উত্তোলন থাকলে লিখুন ও উত্তোলনের তারিখ দিন, না থাকলে এড়িয়ে যান।
  • এরপর মাসিক কর্তনের পরিমাণ লিখুন।
  • সবশেষে ফলাফল বাটনে ক্লিক করে জিপিএফ হিসাব করুন।

মাসিক কর্তনের ক্ষেত্রে সকল মাসের কর্তন সমান হলে হ্যাঁ দিন। না হলে না সিলেক্ট করুন এবং প্রত্যেক মাসের আলাদা আলাদা কর্তনের পরিমাণ লিখুন। কর্তনসমূহ প্রতি মাসের ৫ তারিখের মধ্যে পরিশোধিত হলে হ্যাঁ সিলেক্ট করতে হবে।

আরও পড়ুনঃ

বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব কত ছিল?

আমরা পৃথিবীর কোথায় বাস করি? Where on Earth do we live?

জিপিএফ ব্যালেন্স চেক FAQS

জিপিএফ কি?

GPF Full form General provident fund. যেখা‌নে কেবম চাকুরীজীবী‌দের বেতন হ‌তে ক‌তনকৃত অর্থ জমা হয়। সরকারী ট্রেজারী হ‌তে যারা বেত উ‌ত্তোলন ক‌রেন তা‌দের ক্ষে‌ত্রে এ‌টি প্র‌যোজ্য। তারা চাকুরী শে‌ষে অবসরকালীন সু‌বিধার পাশাপা‌শি মা‌সিক পেনশন ভোগ ক‌রেন। তাই জিপিএফ হলো সরকারি চাকরিজীবীদের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড।

বৎসরের মাঝখানে জিপিএফ এর টাকা কমানো বাড়ানো যায় কি না ?

বৎসরের মাঝখানে জিপিএফ এর টাকা কমানো বাড়ানো যায় না। তবে বিশেষ ক্ষেত্রে কিছু শিথিলতা রয়েছে।

উপসংহার,

আশা করি আপনি কিভাবে অনলাইনে ঘরে বসে জিপিএফ ব্যালেন্স চেক করতে হয় এই সম্পর্কিত নিয়মটি জানতে পেরেছেন।

আমরা আপনাদের চারটি ধাপে কিভাবে আপনি জিপিএফ হিসাব চেক সম্পন্ন করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

এছাড়াও এই পোস্টে আমরা জিপিএফ হিসাব দেখার ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে আপনি আপনার হিসাব করবেন সে সম্পর্কে ও তথ্য দিয়েছি।

এই পোস্টে আমরা জিপিএফ ব্যালেন্স সম্পর্কিত সকল তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। পোস্ট ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যারা জানতে চান তাদের জিপিএফ হিসাব।

আরও পড়ুনঃ 

সিম কার নামে নিবন্ধন করা কিভাবে জানবো

ইন্টারনেট কি? ইন্টারনেট কাকে বলে

How To Change Bkash Pin? বিকাশ পিন রিসেট করার নিয়ম

বিকাশ থেকে লোন নেওয়ার উপায় | জামানত ছাড়া সিটি ব্যাংক ও বিকাশ ঋণ

বিশ্ব ভাবাসা দিবসের শুভেচ্ছা

এছাড়াও আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম ও বাংলাদেশের জনপ্রিয় সকল টেলিকম অপরাধ তথ্য সম্পর্কে জানতে চান তবে আমাদের সাথে থাকুন।

এবং জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।  

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment