নবীন বরণ উক্তি 2024 | নবীন বরণ অনুষ্ঠানের উপস্থাপনা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নবীন বরণ উক্তি সম্পর্কে আপনি জানেন কি? আজকের মাধ্যমে আমরা নবীন বরণে উক্তি সম্পর্কে জানব।নবীন বরণ আমাদের কাছে খুব পরিচিত একটি শব্দ।

কলেজ বা ভার্সিটি জীবনের প্রথম যে দিনটিতে সিনিয়র শিক্ষার্থী বা শিক্ষক মন্ডোলী দ্বারা যে অনুষ্ঠান বা কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের আমন্ত্রণ করে নেওয়া হয় তাকে নবীন বরণ বলে। 

নবীন বরণের দিনটি সব শিক্ষার্থীর জীবনে একবার হলেও এসে থাকে।

এই দিনটির জন্য ছাত্র-ছাত্রীরা অনেক উচ্ছ্বাসিত থাকে।

আমরা আজ আপনাদের সাথে নবীন বরণ অনুষ্ঠানের জন্য বেশ কিছু নবীন বরণ উক্তি শেয়ার করব। 

নবীন বরণ উক্তি সম্পর্কে জানতে আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

এই অনুষ্ঠানের কিছু সুন্দর উক্তি নবাগত ছাত্র-ছাত্রীদের অনুপ্রানিত করে তোলে।

নবীন বরণ উক্তি হিসেবে এমন কিছু বলা উচিত যা শিক্ষার্থীদের বিশেষভাবে অনুপ্রাণিত করবে।

নবীন বরণ অনুষ্ঠানের উপস্থাপনা – বিখ্যাত লোকদের নবীন বরণ উক্তি

বিখ্যাত লোকদের নবীন বরণ উক্তি
বিখ্যাত লোকদের নবীন বরণ উক্তি

এই নবীন বরণ উপলক্ষ্যে কবি প্রদীপ কুমার রায় বলেছেন — 

এসো নবীন 

করি বরণ, 

তোমাদের আগমনে

ধন্য হোক এ ভুবন। 

পৃথিবীর বিখ্যাত লোকদের কিছু বিখ্যাত উক্তি আছে যা আমাদের জীবনে প্রয়োগ করলে আমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠতে পারে।

পৃথিবীতে মাত্র দুটি উপায়ে সফল হওয়া যায়।

একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্য অনুযায়ী কাজ করে যাওয়া।

আরও পড়ুনঃ

পরিবেশ কাকে বলে | পরিবেশ কত প্রকার ও কি কি?

জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান | জাতীয় পরিচয় পত্র অনলাইনে চেক করার পদ্ধতি

নিচে আরও বেশ কিছু  নবীন বরণ উক্তি পরযায়ক্রমে দেওয়া হলো 

ডেল কার্নেগির একটি বিখ্যাত উক্তি হচ্ছে অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন, নিজের পথ নিজে তৈরি করুন॥ 

হ্যাঁ এবং না এই শব্দ দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশিবার ভাবতে হয়॥ ” —পীথাগোরাস। 

অ্যারিস্টটল বলেন, দুর্ভাগ্যবান হচ্ছে তারাই যাদের কোনো প্রকৃত বন্ধু নেই। তুমি যদি কাউকে জানতে চাও, তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো॥

জর্জ লিললো বলেন —  একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভোলে না॥ 

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেন — আমি স্বপ্ন দেখেছিলাম, সেইস্বপ্নে আস্থা ছিল। আর আমি আমার কাজটা ভালোবাসতাম।

ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থেকে যেত। সবার জীবনে একটি স্বপ্ন থাকে এবং সেই স্বপ্নকে ভালোবাসতে হয়। 

পৃথিবীতে মূলত সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি ১ টি মাছকে তার গাছ বেয়ে উঠার সামর্থ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই মনে করবে॥ ” — আইনস্টাইন

বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার মাইকেল জর্ডান বলেন – আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি কখনো চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা॥ 

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন বলেন — প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক; কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক॥ 

বাঙালি লেখক প্রমথ চৌধুরী বলেন — আমরা ভাবি দেশে যত ছেলে পাশ করছে শিক্ষার হার তত বিস্তার হচ্ছে।

প্রকৃতপক্ষে পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় কিন্তু এ সত্য স্বীকার করতে আমরা কুন্ঠিত হই॥ 

এডলফ হিটলারের একটি বিখ্যাত উক্তি — আমি আপনাদেরকে  কখনও ভালবাসতে না বলে যুদ্ধ করতে বলি।

কারণ যুদ্ধে মাধ্যমে নির্ধারণ করা হয় আপনি বাঁচবেন না হয় মরবেন। কিন্তু ভালবাসলে না পারবেন বাঁচতে, না পারবেন মরতে॥ 

আরও কিছু বিখ্যাত লোকের উক্তি

নবীন বরণ উক্তি 2023
নবীন বরণ উক্তি

হুমায়ুন আজাদ বলেন, বাঙালি কখনো সমালোচনা সহ্য করে না; কিন্তু তারা নিজেকে কখনো সংশোধনও করেনা।

নিজের দোষত্রুটি সংশোধন না করে সেগুলোকে বাড়ানোকেই বাঙালি সমালোচনার যথাযথ উত্তর মনে করে।

টমাস আলভা এডিসন বলেন, কাল আমার পরীক্ষা। কিন্তু এটা আমার কাছে বড় বিশেষ কোন ব্যাপারই না, কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পৃষ্ঠাই আমার ভবিষ্যৎ নির্ধারন করতে পারেনা।         

সবাই অনেকদিন বাঁচতে চায়, কিন্তু কেউই কখনো বুড়ো হতে চায় না —জোনাথন সুইফট। জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু এই জগতে আর কিছুই নেই।

যার যৌবন সৎ, সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়।    

স্টুডেন্টদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি উক্তি হলো ছেলেদের মদ্ধে বন্ধুত্ব নষ্টের অন্যতম দুইটি কারণ- টাকা এবং মেয়ে।

সব সময় এই দুইটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখতে হবে। 

বিল গেটসের একটি গুরুত্বপূর্ণ উক্তি হলো, একবার আমি পরীক্ষায় কয়েকটা বিষয়ে ফেল করেছিলাম কিন্তু আমার এক বন্ধু সব বিষয়েই পাশ করে।

এখন সে আমার কোম্পানির একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। 

নবীন বরণ উক্তি হিসেবে এমন কিছু বলা দরকার  যা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।

বিল গেটসের আরও একটি বিখ্যাত উক্তি হলো, যদি আপনি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু আপনি যদি গরীব থেকেই মারা যান তবে সেটা কেবলমাত্র আপনারই দোষ। 

মার্ক টোয়েন বলেন, সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে মূলত  ব্যক্তিত্বহীন। ভাগ্য বলে কোনো কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও তার যত্নের উপর তার ভবিষ্যৎ গড়ে উঠে। 

বিজ্ঞানী জন. এ. শেড বলেন, আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। 

নবীন বরণ উক্তিতে যে কথাটি বললে অনেক ভালো হয়

বাল্ব আবিষ্কারক টমাস আলভা এডিসন বলেন, আমি কখনো বলবনা আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারণ বের করতে সক্ষম হয়েছি। 

বিজ্ঞানী থেলিস বলেন, জীবনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া। 

Albert Schweitzer বলেছেন, সফলতা কখনো সুখের চাবিকাঠি হতে পারে না বরং সুখ হল সফলতার চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি মন থেকে  ভালবাসতে পারেন অর্থাৎ যদি আপনি সবসময় নিজের কাজ নিয়ে সুখী হন তবে আপনি একদিন অবশ্যই সফল হবেন। 

“এসো আলোর মিছিলে” হে নবীন, হে তরুনের দল, ফুটন্ত টগ-বগে শিরা তোমেদের। এইতো এখনি সময় কিছু করার, ভাল কিছু জাতিকে উপহার দেবার। তবে নিজেকে কেন গুহাবাসির মত, লুকিয়ে রেখেছ অন্ধকারে? তাহলে কেন অন্ধকার জগতে নির্বাসিত হয়ে, মনকে  করে ফেলেছ কলুসিত।

এসো হে নবীন, 

বাজিয়ে সুর লহরী উল্লাসিত নব বীণ, 

আজ সুর মিলিয়ে গাইব জয়যাত্রার গান, 

আনন্দে আহ্বলাদিত নবীন প্রাণ।-

—- রুনা লায়লা 

আরও একটি নবীন বরণ উক্তির ছন্দ হলো — 

এসো হে নবীন, 

এগিয়ে চল অবিরাম,

অন্তহীন ভোরের সূর্যের প্রথম আলো,

 স্বপ্নডানা মেলে জয়ের অগ্নি হৃদয়ে ঢালো। 

রুনা লায়লা 

আরও পড়ুনঃ

নবীন বরণ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য কিভাবে দিবেন । সঠিক নিয়ম জানুন

বাংলাদেশে জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে

ডায়াবেটিস হলে কি কি সমস্যা হয় | কিভাবে নিজের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন

নবীন বরণ উক্তি FAQS

নবীন বরণ উক্তি কিভাবে দিতে হয়?

যে সকল উক্তির মাধ্যমে নতুনদের ইন্সপায়ার করা যায়। এবং ভালো কিছু করার মন মানসিকতা তৈরি করবার জন্য বিখ্যাত উক্তি প্রদান করা।

নবীন বরণ উক্তি কাদের উদ্দেশে দেয়া হয়?

মূলত যারা নবীন, যারা ভবিষ্যতে আমাদের দেশ পরিচালনা করবে তাদের উদ্দেশে নবীন বরণ উক্তি দেয়া হয়।

শেষ কথা 

আশা করছি আপনি নবীন বরণ উক্তি আরটিকেলটি শেষ পর্যন্ত পরেছেন।

যদি পরে থাকেন তাহলে এ বিষয়ে আপনি একটি স্বচ্ছ ধারণা রাখতে সক্ষম হবেন। 

তারপরও যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। 

সব বিষয়ে নিত্য নতুন আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।

আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে  –

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়

টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

ঘরে বসে মোবাইলে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।