NID Smart Card Online Copy Download | স্মার্ট কার্ড ডাউনলোড

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

NID Smart Card Online Copy Download, NID Smart Card Bangladesh Collection পদ্ধতি সম্পর্কে জানতে এখনও অনেকেই গুগল সার্চ করে থাকেন।  আপনি যদি আপনার জাতীয় পরিচয় পত্র সম্পর্কে অনলাইনে জানতে চাওয়ার জন্য গুগল সার্চ করে এখানে এসে থাকেন তবে আপনাকে এই পোস্টে  স্বাগতম। 

বন্ধুরা NID স্মার্ট কার্ড কি? কে স্মার্ট NID কার্ড পায়? কিভাবে NID স্মার্ট কার্ড পাবেন? NID স্মার্ট কার্ড বাংলাদেশ কি সুবিধা প্রদান করে? আপনি এখানে সব উত্তর পাবেন এখানে।

বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের জনগণের জন্য দেশের প্রতিটি জেলায় বিশেষ করে জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে nid স্মার্ট কার্ড বিতরণ করছে দেশের জনগণের মধ্যে। 

যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল 2018 সালের মধ্যে সকল নাগরিককে স্মার্ট NID কার্ড প্রদান করার লক্ষ্যে সরকার কাজ করছে। 

তবে বর্তমানে NID Smart Card Online অনেকেই হাতে পাননি, তাই তারা NID Smart Card Online Copy Download করার জন্য অনলাইনের বিভিন্ন সাইট গুলোতে ভিজিট করে চেষ্টা করছে।

বলে রাখা ভাল বাংলাদেশ সরকার স্মার্ট আইডি কার্ড অনলাইনে চেক করার সুবিধা দিচ্ছে এবং ডাউনলোড করার সুবিধা রয়েছে। 

বাংলাদেশ জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত যে কোন তথ্য জানতে আপনি পরিষেবাটির অফিসিয়াল ওয়েবসাইট www.nidw.gov.bd.

NID Smart Card Online Copy Download | স্মার্ট কার্ড ডাউনলোড করার নিয়ম

NID Smart Card Online Copy Download | স্মার্ট কার্ড ডাউনলোড করার নিয়ম
NID Smart Card Online Copy Download | স্মার্ট কার্ড ডাউনলোড করার নিয়ম

স্মার্ট NID কার্ড ডাউনলোড করার নিয়ম করা মোটেও সহজ কাজ নয়। কেননা বাংলাদেশ সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আইডি কার্ডটি তৈরি করেছে এবং মাইক্রোস্কপি সমৃদ্ধ কার্ড। 

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক, সংশোধন ও অনলাইন কপি ডাউনলোড

তবে বাংলাদেশের জাতীয় পরিচয় পত্রের তথ্য সম্বলিত ন্যাশনাল ওয়েবসাইট আপনার তথ্য জন্ম তারিখ দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে আপনি আপনার এনআইডি একটি অণু কপি বা প্রতিলিপি ডাউনলোড করে নিতে পারেন। 

বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন প্রদত্ত ওয়েবসাইটে গিয়ে ভোটার তথ্য যেমন Id number এবং password  দিয়ে Log In করে নরমাল ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন।

তবে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড ( NID Smart Card Online Copy Download) করতে হলে অবশ্যই আপনাকে প্রথমে ভোটার আইডি কার্ডের জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পন্ন করতে হবে। 

যে সকল প্রাপ্তবয়স্ক ভোটাররা এনআইডি কার্ডের জন্য রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা তাদের রেজিশন কপি ব্যবহার করেও সহজে অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করতে পারেন। 

তবে আপনারা যারা জাতীয় পরিচয় পত্রের জন্য এখনো আবেদন করেননি তারা এখান থেকেও আবেদন পদ্ধতি সম্পন্ন করতে পারেন। 

 যারা ইতিমধ্যে ভোটার জন্য আবেদন করে ফেলেছেন তারাই শুধু তাদের ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন বা আপনার ভোটার আইডি কার্ড সম্পর্কে তথ্য যাচাই করতে পারবেন। 

জাতীয় নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে একই উপায়ে নিজেই নিজের আইডি কার্ডের তথ্য দেখতে এবং সংশোধন করতে পারবেন। 

NID Smart Card Online Copy Download করে রাখতে পারেন জাতীয় নির্বাচন কমিশন অফিসের ওয়েবসাইট এ আইডি পাসওয়ার্ড লগইন করার মাধ্যমে।

মনে রাখবেন অরজিনাল স্মার্ট আইডি কার্ড কখনো অনলাইন থেকে ডাউনলোড হবে না।

কিন্তু স্মার্ট কার্ড আপনাকে সংগ্রহ করে নিতে হবে আপনার এলাকার নির্বাচন অফিস থেকে।  

আরও পড়ুনঃ

Birth Registration Certificate Check 

নতুন ভোটার আইডি কার্ড করার নিয়

NID BD Helpline Number

What is NID Smart Card? স্মার্ট আইডি কার্ড কি

NID Smart কার্ড হল বাংলাদেশের নাগরিকদের জন্য একটি সরকারি শনাক্তকরণ কার্ড, যা দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের প্রধান করা হয় এবং পাশাপাশি তাদের নানাবিধি সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই কার্ডগুলো প্রাপ্তবয়স্কদের দিয়ে থাকে।

পূর্বে বাংলাদেশ সরকার যে সকল জাতীয় পরিচয় পত্র প্রদান করে আসছিল সে সকল পরিচয় পত্র কে শুধু একটি পরিচয় পত্র বলে ঘোষণা করা হয়েছিল।

কিন্তু বর্তমানে সরকার দেশের জনগণের জন্য নতুন এটিএম কার্ডের মত চিপ যুক্ত একটি স্মার্ট ভোটার আইডি কার্ড নিয়েছে যা প্রতিটি নাগরিকদের প্রদান করা হবে এবং তাদের সরকারের পক্ষ থেকে সামগ্রিক সুবিধা দিতে ব্যবহার করা হবে। 

বর্তমানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রদান করার ডিজিটাল এনআইডি কার্ডে পঁচিশটি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। 

মেশিন লার্নিং এই কার্ডটিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে, ফলে এই কার্ডটিতে জালিয়াতির সম্ভাবনা খুবই কম ঘটবে বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

বাংলাদেশের নাগরিক একটি ভোটার আইডি কার্ড ব্যবহারের বর্তমানে প্রায় 22 ধরনের সেবা পেতে পারেন।

তাই সেবাগুলো গ্রহণ করার জন্য দেশের নাগরিককে স্মাট এনআইডি কার্ড প্রদর্শন করা জরুরি। 

সেবা গুলির মধ্যে রয়েছে পাসপোর্ট ই-পাসপোর্ট, ব্যাংকিং, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স এবং শেয়ার ট্রেডিং।

ভবিষ্যতে, আরও অনেক পরিষেবা পাওয়ার জন্য NID Smart Card প্রয়োজন হবে।

How to get NID Smart Card Bangladesh?

যে ব্যক্তি একটি NID Smart Card করতে চান, তাকে ইসি-নির্ধারিত কেন্দ্রে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে। 

ইসি কর্মকর্তারা নাগরিকের NID Smart Card প্রার্থীর বায়োমেট্রিক বিবরণ, 10টি আঙুলের ছাপ এবং কার্ডের মাইক্রোচিপে এম্বেড করা আইরিসের একটি ছবি সংগ্রহ করবেন। 

পুরো প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্মকর্তারা নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দেবেন।

এই ক্ষেত্রে কতটা সময় লাগবে নির্বাচন কমিশন আইডি কার্ড প্রার্থীকে বলে দিবেন। 

বে অনেক ক্ষেত্রে কার্ড বিতরণ কেন্দ্রের সময়সূচী-

  • মসজিদে ঘোষণা করা হয় এলাকা ভিত্তিক
  • সংবাদপত্রের বিজ্ঞাপন
  • এবং সম্প্রদায়-ভিত্তিক প্রচারণার মাধ্যমে ঘোষণা করা হয়।  

তবে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করার লোকজনও ভোট  দিতে পারবেন। 

এই ক্ষেত্রে উক্ত ভোটার-নির্বাচন কমিশন কর্তৃক প্রদানকৃত এন আই ডি কার্ডের স্লিপ নিয়ে যেতে হবে। 

Smart NID Card তৈরি করতে কি কি লাগে? 

বাংলাদেশের 18 বছর পূর্ণ হওয়া যোগ্য নাগরিকদের জন্য একটি ভোটার কার্ড অপরিহার্য। নিজস্ব এলাকার উন্নয়নে একজন যোগ্য প্রতিনিধি নির্বাচন করার অধিকার দেয় একটি NID Smart Card। এই কার্ডটি অনেক কাজের জন্য প্রয়োজন। 

ভোটার তালিকা নির্বাচন এবং জনগণকে NID Smart Card প্রদান করা কমিশনের অধীনে একটি ধারাবাহিক প্রক্রিয়া।

বাংলাদেশে বসবাসকারী নাগরিকের বয়স ১৮ পূর্ণ হলেই তিনি ভোটার আইডি কার্ডের (NID Smart Card) জন্য উপযুক্ত একজন নাগরিক। 

তবে ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য একজন নাগরিকের কিছু কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে NID Smart Card নেয়ার জন্য আবেদন করতে হয়।

 উক্ত কাগজপত্র গুলি হচ্ছে- 

  • SSC or equivalent certificate( যদি থাকে)
  • Birth certificate (আবশ্যক)
  • Father, Mother, Husband/ Wife’s NID bd photocopy.
  • Passport/ Driving license / TIN certificate (যদি থাকে)
  • Utility bill copy/ House rent receipt/ Holding tax receipt (as a proof of address)
  • Citizenship certificate ( as applicable).

এখন NID Smart Card Online Registration করা যায়।

সেই সাথে NID Smart Card Online Copy Download করা সম্বভ, সঠিক পদ্দতি অনুসরন করে।

আরও পড়ুনঃ

Robi Recharge Offer Internet | রবি রিচার্জ ইন্টারনেট অফার

রবি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড

Robi 47 TK Recharge Offer | রবি ৪৭ টাকা রিচার্জ কল রেট অফার

Grameenphone Number Check Code | GP Number check code কত?

GP Balance Transfer Code | জিপি টু জিপি ব্যালেন্স ট্রান্সফার নিয়ম

About NID card BD

How do I download my old NID card online?

Visit the website (https://services.nidw.gov.bd/voter_center) to check and download your Smart Voter ID Card. Once the registration is complete with your date of birth and required information and by filling in the captcha, you can easily view and download your Voter ID Card with your Voter ID Card Registration Number.

What is a smart NID card?

At present citizens of each country have an identification number. Like other countries, the government of Bangladesh also identifies citizens through smart voter ID cards. At present, the citizens of the country can receive various services with the smart ID card of Bangladesh.

স্মার্ট কার্ড ডাউনলোড করার নিয়ম

বন্ধুরা স্মার্ট ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাকে ভিজিট করতে হবে। উক্ত ওয়েবসাইটটিতে আপনার জন্ম তারিখ ও প্রয়োজনীয় তথ্য সহকারে রেজিস্ট্রেশন সম্পন্ন করার মাধ্যমে আপনি আপনার ভোটার আইডি কার্ড চেক ও ডাউনলোড করতে পারবেন।

উপসংহার,

আশা করি আপনি NID Smart Card Online Copy Download  করতে সক্ষম হয়েছেন।

স্মার্ট কার্ড ডাউনলোড করার নিয়ম সম্পর্কে আপনার আরো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান।

সেই সাথে আপনাদের জেনে রাখা উচিত বাংলাদেশ নির্বাচন কমিশন দেশের নিরাপত্তার স্বার্থে অনাকাঙ্খিত সমস্যাগুলো এড়াতে অনেক সময় ন্যাশনাল ডাটাবেজ ওয়েবসাইটে গ্রাহকদের রেজিস্ট্রেশন করতে সমস্যা হয়। 

তাই আপনি রেজিস্ট্রেশন করতে কোন সমস্যায় পড়লে অবশ্যই পরবর্তীতে কিছুদিন পর পুনরায় চেষ্টা করুন। 

আশা করি আপনার কাছে NID Smart Card Online Copy Download বিষয়টি পরিস্কার হয়েছে।

অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম, টেলিকম অফার, মোবাইল ব্যাংকিং সেবা অফার ও ইন্টারনেট থেকে সঠিক তথ্য পেতে আমাদের সাথে থাকুন।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

রকেট একাউন্ট দেখার নিয়ম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

1 thought on “NID Smart Card Online Copy Download | স্মার্ট কার্ড ডাউনলোড”

Comments are closed.