এসইও কি? অন পেজ এসইও (SEO) কি? এসইও করার সঠিক নিয়ম

এসইও কি? (What is SEO?) এসইও কত প্রকার? একটি ওয়েবসাইটে এসইও কিভাবে কাজ করে। এসইও কেন করবেন? এসইও করার সঠিক নিয়ম জানা জরুরী। কেননা সঠিক নিয়ম মেনে SEO না করলে আপনার লেখা ব্লগ পোস্ট কখনো গুগলে Rank হবে না।

আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো SEO(এসইও)। SEO(এসইও) কোন ভাবেই একটি সিম্পল বিষয় নয়।

আপনি একটি ব্লগ বা ওয়েবসাইট খোলার কথা ভাবছেন তাহলে এসইও কি এই পোস্ট আপনার অবশ্যই পরা দরকার।

এসইও কি? SEO full form in Bangla

এসইও কি? অন পেজ এসইও কি
এসইও কি? অন পেজ এসইও কি

SEO full form is Search Engine Optimization. বাংলায় এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশ। সহজ ভাষায় বললে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিনের নিয়মে কোন ওয়েবসাইট বা ব্লগ পোস্টকে অপটিমাইজ করা।

SEO(এসইও) কিভাবে করবেন? SEO এর কাজ শেখার উপায়? SEO(এসইও) করার নিয়ম? এটা আপনাকে জানার আগে, জানতে হবে SEO(এসইও) সম্পর্কে

আপনার ব্লগ বানানোর থেকে শুরু করে টাকা আয় করা অব্দি আপনার একটি জরুরি জিনিসের দরকার। সেটা হলো, নিজের ব্লগে “ট্রাফিক” বা “ভিসিটর্স” আনা।

তাই, আপনার ব্লগে আর্টিকেল পড়ার জন্য আপনি অসংখ্য (unlimited) ফ্রি ট্রাফিক বা ভিসিটর পাবেন “Search engine” যেমন Google, Yahoo, Bing থেকে।

আর, search engine থেকে ফ্রি unlimited ভিসিটর বা ট্রাফিক পাওয়ার জন্য আপনার ওয়েবসাইট বা ব্লগের আর্টিকেলে SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (Search Engine Optimization) সঠিক ব্যবহার থাকতে হবে।
এখন আপনাদের মনে প্রশ্ন আস্তেই পারে সার্চ ইঞ্জিন (Search Engine) কি? কিভাবে সার্চ ইঞ্জিন (Search Engine) কাজ করে?

সহজ ভাষায় বলা যায় সার্চ ইঞ্জিন হচ্ছে ইন্টারনেটে কীয়ার্ডের মাধ্যমে কোন কিছু খোঁজার এক ধরনের এপ্লিকেশন।

যেখানে কোন কিছু লিখে সার্চ দিলেই চোখের পলকে যে কোন বিষয়ে হাজার হাজার তথ্য আপনার সামনে হাজির করবে।

ওয়েবসাইট তৈরি করার নিয়ম

সম্প্রতি সময়ের সবচাইতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে Google. এ ছাড়াও জনপ্রিয়তার তালিকায় রয়েছে Bing, Yahoo, Ask, Yandex ও DuckDuckGo সার্চ ইঞ্জিন।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি?

SEO অর্থ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন(Search Engine Optimization). সার্চ এঞ্জিন-এ অন্তর্ভুক্ত করে সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারিদের সম্মুখে আপনার ব্লগ বা ওয়েবসাইটকে পরিচিত করার পক্রিয়াকেই SEO (এসইও) বা Search Engine Optimization বলে।

যেমন: আপনি আমার এই সাইটটা যদি গুগলে সার্চ দেন তাহলে অবশ্যই আমার সাইটটা খুজে পাবেন।

এর কারন হল আমার ওয়েবসাইটটা খুব ভালো ভাবে SEO (এসইও) করা হয়েছে। যার কারনে অনেক ভিজিটর এই ওয়েবসাইটটা এ প্রতিনিয়ত আসে।

The Top 5 Domain Hosting Company In Bangladesh

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

SEO (এসইও) কেন প্রয়োজন? SEO (এসইও) এর গুরুত্ব?

বর্তমানে প্রত্যেকেই কম-বেশি ইন্টারনেট ব্যবহার করে এবং বেশিরভাগ কাজই ইন্টারনেট এর মধ্যে করা হয়।

সেক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয় সার্চ ইঞ্জিন গুলো। মানুষ সার্চ ইঞ্জিন গুলো ব্যবহার করে নিজেদের অজানা বিষয় গুলো জানছে। নিজেদের কাজগুলো সম্পূর্ণ করে।

আর SEO (এসইও) হলো এমন একটি কৌশল, নিয়ম বা প্রক্রিয়া যার দ্বারা আপনার নিজের ব্লগ বা ওয়েবসাইটের content বা আর্টিকেল গুলি Google এবং bing এর মতো search engine গুলিতে সবচে প্রথম সার্চ পেজের প্রথম ১০ টি ব্লগ বা ওয়েবসাইটের লিস্ট (list) এ দেখাতে পারবেন।

যেহেতু সেই বিষয়ে (keyword)  আপনার ব্লগের আর্টিকেল সার্চ ইঞ্জিনের প্রথম পেজে দেখানো হবে তাই আপনি যথেষ্ট পরিমানে ফ্রি ভিসিটর বা ট্রাফিক এই সার্চ ইঞ্জিন গুলি থেকে পাবেন।

ব্লগ লিখে আয় করার উপায়

SEO(এসইও) এর কাজ কি?

যেহেতু সেই বিষয়ে (keyword)  আপনার ব্লগের আর্টিকেল সার্চ ইঞ্জিনের প্রথম পেজে দেখানো হবে।

তাই আপনি যথেষ্ট পরিমানে ফ্রি ভিসিটর বা ট্রাফিক এই সার্চ ইঞ্জিন গুলি থেকে পাবেন।

তাহলে Keyword কি?

Keyword হলো আপনি যে বিষয়ে আর্টিকেল লিখছেন বা লেখা আর্টিকেলটি কিসের ওপর সেই সঠিক বিষয়টিকে বলা হয়।

যেমন, আমি এই আর্টিকলে SEO মানে কি এ বেপারে লিখছি এবং তাই আমার আর্টিকেলের keyword হলো SEO(এসইও) কি? SEO(এসইও) কিভাবে করবেন? SEO করার নিয়ম? বা SEO কিভাবে কাজ করে? SEO এর কাজ শেখার উপায়? SEO করার নিয়ম? এগুলো হলো Keyword যা ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুনঃ

কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করবেন

SEO ( এসইও ) করার নিয়ম?

একটি মানসম্মত আর্টিকেল বা ব্লগ পোস্ট লিখতে কতকগুলো বিষয়ে লক্ষ্য রাখা জরুরী।

নিচে পয়েন্ট আকারে SEO(এসইও) করার নিয়ম তুলে ধরা হয়েছে।

স্টাডিকর-তে আর্টিকেল বা ব্লগ পোস্ট লেখার সময় এই বিষয়গুলো লক্ষ্য রেখে লেখার চেষ্টা করবেন।

Title এসইও করার নিয়ম

টাইটেল এসইও সঠিক ও আকর্ষণীয় শিরোনাম নির্ধারণ করতে হবে। কেননা আপনার শিরোনামটি নির্ধারণ করবে যে পাঠক (Readers) আপনার বাকি লেখাটুকু পড়বে কিনা।

যেমন এই পোস্টের টাইটেল হচ্ছেঃ SSEO এসইও কি? | অন পেজ এসইও কি? এসইও করার সঠিক নিয়ম কি?

Intro paragraph

লেখা শুরু করবেন সুন্দর ও সংক্ষিপ্ত একটা ইন্ট্রোর মাধ্যমে। অভিজ্ঞদের মতে Intro paragraph 60 থেকে 70 ওয়ার্ড হলে ভাল।

Focus Keyword নির্বাচন

ফোকাস কীওয়ার্ডকে সামনে রেখে সম্পূর্ণ লেখায় এই একটি বিষয়েরই আলোচনা বিদ্যমান থাকবে।

যেমন এই পোস্টে Focus Keyword হলো এসইও কি?

Research টপিক

কোনো বিষয়ে লেখার আগে সে বিষয়ে গবেষণা করে নিন। কেননা আপনি যদি পোস্ট কি বিষয়ে লিখবেন তা না জানেন, তাহলে

Readers Friendly

লেখা সহজ সাবলীল হবে। শুদ্ধ বানানে চলিত ভাষায় লিখতে হবে। ছোট ছোট প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ আকারে লিখুন।

Subheading দেয়া

Main Keyword এর সাথে মিল রেখে সম্পূর্ণ লেখায় বেশ কয়েকটি সাবহেডিং (H2,H3,…) ব্যবহার করুন।

Add Image

বিষয়বস্তুর সাথে মিল রেখে ছবি বা ইনফোগ্রাফ ব্যবহার লেখার মানকে আরও একধাপ এগিয়ে নিয়ে যায়। ইমেজ SEO সম্পর্কে আপনাদের সাধারন ধারণা থাকতে হবে।

Informative

লেখা হতে হবে তথ্যবহুল। প্রয়োজনে পর্যাপ্ত বর্ণনা দিন।

Bad Practice

লেখার দৈর্ঘ্য বাড়ানোর উদ্দেশ্যে অপ্রয়োজনীয় বিষয়ে আলোচনা করা উচিত নয়। তবে ব্যাবহার কারীর ছোট ছোট প্রশ্ন গুলিকে উত্তর দেয়ার চেষ্টা করুন।

ব্লগ Conclusion

সুন্দর পরিসমাপ্তির মধ্য দিয়ে লেখা শেষ করতে হবে।

Reference যোগ করুন

মূল লেখার শেষে প্রয়োজনীয় তথ্যসূত্র সংযোজন করবেন।

সর্বোপরি, আপনাকে পাঠকের কথা মাথায় রেখে লিখতে হবে। আপনার সময়ের যেমন মূল্য আছে, ঠিক পাঠকের সময়েরও মূল্য আছে।

অতএব, উদ্দেশ্য থাকবে পাঠক যেন আপনার লেখা থেকে কিছু অর্জন করতে পারে।

আরও পড়ুনঃ

সুইস ব্যাংক (Swiss Bank) | সুইস ব্যাংকে বাংলাদেশীদের টাকা বেশি কেন যাচ্ছে

কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব । Add address on Google Map

এসইও’র ভবিষ্যত ক্যারিয়ার বা এসইও করে কিভাবে আয় করবেন?

এসইও করে কিভাবে আয় করবেন?
এসইও করে কিভাবে আয় করবেন?

যারা এসইও কে ক্যারিয়ার হিসেবে নিবেন ভাবছেন, তাদের জন্য বিশাল সম্ভাবনাময় দ্বার খোলা রয়েছে।

দেশে এবং দেশের বাইরে সব জায়গায় সমান ভাবে কাজ করার বিশাল সুজোগ রয়েছে।

এছাড়াও ফ্রীল্যান্সিং এ হাই-স্যালারি জব গুলোর মধ্যে এসইও স্ট্র্যাটেজিস্ট প্রথম সারির দিকে রয়েছে। 

বর্তমান সময়ে এসইও এর আরো বেশি প্রয়োজন। এছাড়াও আরো যেসব সেক্টরে এসইও স্ট্রাটেজিস্ট যেতে পারেন তা হলঃ- 

  • সার্চ ইঞ্জিন মার্কেটার 
  • বিজনেস মার্কেটিং কনসালটেন্ট
  • ডিজিটাল মার্কেটার 
  • মার্কেটিং এনালিসিস্ট
  • কন্টেন্ট মার্কেটিং
  • এসইও ম্যানেজার
  • উদ্যোক্তা 
  • ই-কমার্স ম্যানেজার 
  • প্রোডাক্ট ম্যানেজার 
  • লোকাল এসইও স্পেশালিস্ট

এসইও কত প্রকার ও কি কি?

SEO মূলত দুইটি ভাগে বিভক্ত। যথাঃ  

  1. ON-Page SEO ( অন-পেইজ এসইও)
  2. OFF Page SEO ( অফ-পেইজ এসইও)

অন-পেইজ এসইও কি?

একটি ব্লগে অন-পেইজ এসইও সবার প্রথমে করতে হয়। তাই আপনাকে বর্তমান সময়ে ব্লগিং করতে অন-পেইজ এসইও সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

আমরা আপনাকে অন-পেইজ এসইও সম্পর্কে এখনে কিছু আলোচনা করলাম। পরবর্তীতে এই বিষয়ে আপনাকে আরও আলোচনা নিয়ে আসবো।

অন-পেইজ এসইও এর ক্ষেত্রে যে কাজগুলো করতে হয়

  • টাইটেল এ মেইন কিওয়ার্ড ব্যবহার করা।
  • টাইটেল ৬০ কারেক্টার এর মধ্যে রাখা।
  • সাব-হেডিং এ কিওয়ার্ড ব্যবহার করা।
  • মেটা-ডেসক্রিপশন এ কিওয়ার্ড ব্যবহার করা।
  • মেটা-ডেসক্রিপশন ১৫০ ওয়ার্ড এর মধ্যে রাখা।
  • কনটেন্ট এর প্যারাগ্রাফ গুলো ছোট ছোট করে রাখা।
  • ইউআরএল এ কিওয়ার্ড ব্যবহার করা।
  • ইউআরএল ছোট করে রাখা।
  • ইমেইজ অপ্টিমাইজড করা।
  • ইমেইজ সাইজ ছোট করা।
  • ইমেজ এ এলট ট্যাগ ব্যবহার করা।
  • কিওয়ার্ড ডেনসিটি না করা।
  • ইন্টারনাল লিংক ব্যবহার করা।
  • এক্সটারনাল লিংক ব্যবহার করা।

অফ-পেইজ এসইও কি?

বর্তমানে গুগল থেকে বলা হচ্ছে অফ-পেইজ এসইও থেকে কনটেন্টকে বেশি গুরুত্ব দিছে তারা।

তাই একজন ব্লগার হিসাবে আপনাকে অফ-পেইজ এসইও তে কাজ করার পূর্বে কনটেন্ট লিখার দিকে নজর দিতে হবে।

কিভাবে অফ-পেইজ এসইও করবেন

অফ-পেইজ এসইও এর ক্ষেত্রে যে কাজগুলো করতে হয় সেগুলি হচ্ছেঃ-

  • গেস্ট পোস্টিং করা।
  • অথোরিটি সাইট থেকে লিংক নেওয়া।
  • সঠিকভাবে ব্যাকলিংক নেওয়া।
  • ডু-ফলো ব্যাকলিংক নেওয়া।
  • ব্র্যান্ড নাম ব্যবহার করে লিংক নেওয়া।

আরও পড়ুনঃ

গুগল প্রতিষ্ঠিত হয় কত সালে | গুগলের প্রতিষ্ঠাতা কে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং

কল রিংটোন ডাউনলোড

এসইও কি FAQS

এসইও কি?

SEO বা এসইও কি হচ্ছে সার্চ ইঞ্জিনের নিয়ম অনুসারে যে কোন পেজকে optimize করা।

এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখার নিয়ম?

আপনি আপনার পোস্ট যেমন খুশি লিখতে পাড়েন। তবে গুগল বা অন্য কোন সার্চ ইঞ্জিনে নিজের লিখা পোস্ট রেঙ্ক করাতে হলে আমাদের দেখানো অন পেজ এসইও চেক লিস্ট অনুসরণ করুন।

অন পেজ এসইও কি?

অন পেজ এসইও হচ্ছে আপনি আপনার ওয়েবপেজের ভিতরে পেজ রেঙ্ক করাতে যে কাজ গুলি করে থাকেন।

এসইও কি – শেষ কথা

পরিশেষে বলা যায় যে, আপনি যদি আমাদের আর্টিকেলটি ভালভাবে পড়ে থাকেন তাহলে

যেমনঃ SEO করার নিয়ম? SEO কি? SEO(এসইও) কিভাবে করবেন? আর এর প্রয়োজনীয়তা কি, এই সম্পর্কে জানতে পেরেছেন।

আমরা আসলে চেষ্টা করেছি সহজে আপনাদেরকে বুঝাতে যে, এই একবিংশ শতাব্দিতে কিভাবে মানুষ ইন্টারনেটে পণ্য ক্রয় করে।

আবার যেকোন তথ্যের জন্যেও ইন্টারনেটেই যায়। কারণ অনলাইনে সবকিছুই পাওয়া যায়, আর এই খুঁজে পাওয়ার জন্যে সার্চ ইঞ্জিন নামের একটি অনলাইন মাধ্যম ব্যবহার করা হয়।

SEO এর কাজের কাঠামো হলো কোন একটি ওয়েব পেজ বা ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিন এর সার্চ রেলাল্টে নিয়ে আসা।

আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে  –

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়

টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

ঘরে বসে মোবাইলে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।

Leave a Comment