BRTA Online Registration Check BD | বিআরটিএ গাড়ির কাগজ চেক

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BRTA Online Registration Check BD সম্পর্কে আপনি জানেন কি? আপনার মোটরযান সংক্রান্ত যে কোন তথ্য অনলাইন থেকে জানতে আপনাকে BATA অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। পূর্বে মোটরবাইক সংক্রান্ত  আপডেট পেতে আপনাকে নিকটস্থ বি আর টি এ অফিসে ছুটে যেতে হত। কিন্তু এখন আপনি BRTA Online Registration সম্পন্ন করে ঘরে বসে নিজের বাইকের রেজিস্ট্রেশন চেক করতে পারবেন অনলাইনে। 

আজ আমরা আপনার মোটরবাইক অনলাইন রেজিস্ট্রেশন চেক, ড্রাইভিং লাইসেন্স চেক সহ আরো কিছু খুটি নাটি বিষয়ে জানবো।

সময়ের সাথে বাংলাদেশ মোটরবাইক অ্যাসোসিয়েশন BRTA তাদের সেবায় নতুন নতুন সব প্রযুক্তি যোগ করছে, আমারা আশাবাদী আগামীর দিনগুলোতে আমরা নতুন নতুন আরও অনেক অনলাইন সেবা পাবো, যা ব্যবহার করে আমরা সহজে আমাদের মোটরযান সম্পর্কে ঝামেলা মুক্তভাবে তথ্য সংগ্রহ করতে পারব।

“সড়ক পরিবহন আইন ২০১৮” প্রথম নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে। এই আইন পর্যালোচনা করলে দেখা যায় পূর্বের তুলনায় বর্তমানে জরিমানার পরিমাণ অনেক বেশি করা হয়েছে এবং শাস্তিও আগের চাইতে কঠোর করা হয়েছে।

তাই নির্দ্বিধায় মোটরযান নিয়ে রাস্তায় চলাফেরা করতে ড্রাইভিং লাইসেন্স সহ সকল ডকুমেন্ট আপডেট করা জরুরি। তাই বিআরটিএ গাড়ির কাগজ চেক পদ্ধতি অনুসরণ করে খুব সহজে এবং দ্রুত আপনার বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স চেক করে নিন।

এখন জরুরী প্রয়োজনে আপনি চাইলে লার্নার বা শিক্ষা নেবে লাইসেন্স তৈরি করতে পারেন ঘরে বসেই। 

অনলাইনে লার্নার লাইসেন্স এর জন্য আবেদন করতে হলে আপনাকে প্রথমেই বিআরটিএর সার্ভিস পোর্টাল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 

তাই দেরি না করে এখনই BRTA Online Registration Check BD সকল পদ্ধতি অনুসরণ করুন।

আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা এখনো এই ওয়েবসাইট সম্পর্কে  জানেন না। 

কিভাবে অনলাইনে লার্নিং লাইসেন্স তৈরি করতে হয় এ সম্পর্কে জানেন না এই বিষয়গুলি সম্পর্কে আজকে আপনাদের জানাবো।

যেখানে প্রথমে আপনাকে BRTA Online Registration Check BD সম্পন্ন করতে হবে। 

BRTA Online Registration Check BD – অনলাইনে রেজিস্ট্রেশন চেক করার নিয়মাবলী

BRTA Online Registration Check BD - অনলাইনে রেজিস্ট্রেশন চেক করার নিয়মাবলী
BRTA Online Registration Check BD – অনলাইনে রেজিস্ট্রেশন চেক করার নিয়মাবলী

আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পর, তা প্রিন্টিংয়ের কোন অবস্থায় আছে তা জানতে আপনাকে বিআরটিএ অফিস ভিজিট করতে হবে না। 

আপনি সরাসরি এসএমএস পদ্ধতি ব্যবহার করে চেক করতে পারেন, এছাড়াও আপনি অফিশিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারেন।

বিআরটি অফিশিয়াল ওয়েবসাইট থেকে ড্রাইভিং লাইসেন্স আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 

বিআরটিএ রেজিস্ট্রেশন চেক – বিআরটিএ গাড়ির কাগজ চেক

প্রথম ধাপঃ https://bsp.brta.gov.bd সাইটে একাউন্ট তৈরি করার জন্য আপনি লিংকে ক্লিক করুন।

দ্বিতীয় ধাপঃ উপরে বাম পাশে নতুন একাউন্ট করার জন্য নিবন্ধন (Register) বাটনে ক্লিক করুন। 

তৃতীয় ধাপঃ জন্মতারিখ, মাস ও বছর নির্বাচন-পরবর্তী আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে সার্চ (Search) বাটনে ক্লিক করুন।  

ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পর তা প্রিন্টিং এর কোন অবস্থায় আছে সেটা জেনে নিতে এখন আপনাকে আর বিআরটিএ অফিসে যেতে হবে না।

আপনি ঘরে বসেই সেটা জেনে নিতে পাববেন।

আরও পড়ুনঃ

নিজেকে নিয়ে স্ট্যাটাস | নিজেকে সঠিক পথে রাখার কিছু উপায়

মাকে নিয়ে ইসলামিক উক্তি । Islamic Quote About Mother

অনলাইনে ড্রাইভিং লাইনেন্স চেক করার পদ্দতি

অনলাইনে ড্রাইভিং লাইনেন্স চেক করার পদ্দতি
অনলাইনে ড্রাইভিং লাইনেন্স চেক করার পদ্দতি

BRTA Online Driving Licence Check in BD আপনার কাজকে অনেক সহজ করে দিয়েছে।  

একটি নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পর আপনার ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিংয়ের কোন অবস্থায় আছে সেটা জেনে নিতে এখন আপনাকে আর বিআরটিএ অফিসে যেতে হবে না। 

আপনি ঘরে বসেই Driving Licence সম্পর্কে জেনে নিতে পাববেন।

Online Driving Licence Check in BD – bike registration check online

নিজে ঘরে বসে  Driving Licence চেক করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন DL <Space> Reference no এবং মেসজটি পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে।

For Example:  DL DM 3M0D5 and send 26969. এরপর ফিরতিSMS এ আপনাকে ড্রাইভিং লাইসেন্সের বর্তমান স্টাটাস সম্পর্কে জানানো হবে।

ভুয়া ড্রাইভিং লাইসেন্স চেক করার উপায় – Fake Driving Licence Bd

কিছু অসাধু এবং অদক্ষ চালক নিজেদেরকে ড্রাইভার হিসেবে প্রমাণ করতে ভুয়া লাইসেন্স নিয়ে যানবাহন পরিচালনায় উৎসাহী হন এবং অন্যকে উৎসাহিত করেন। 

আরও পড়ুনঃ

ব্লগ লিখে আয় করার উপায়

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো

এই সকল লোকদের থেকে সর্বদা জুড়ে থাকুন আপনি যখনই কোন গাড়ির জন্য ড্রাইভার নিয়োগ দিবেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে তবেই ড্রাইভারকে নিয়োগ দিবেন এমন কোন ড্রাইভার নিয়োগ দেবেন না যাদের ভুয়া ড্রাইভিং লাইসেন্স রয়েছে । 

Fake Driving Licence Check in BD

ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের জন্য আপনার মোবাইলের মেসেজে গিয়ে টাইপ করুন DL<Space>Driving Licence Number লিখে ম্যাসেজটি পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে।

যদি উক্ত ব্যক্তির লাইসেন্স করা থাকে তবে তো ঠিক আছে আপনি এই লাইসেন্স এর বর্তমান মেয়াদ এবং অন্যান্য তথ্যাবলী সম্পর্কে জানতে পারবেন যদি লাইসেন্স করা না থাকে তাহলে আপনি একটি ERROR ম্যাসেজ পাবেন। 

For Example: আপনি একটি Driving Licenc DK908CO09 চেক করতে চাচ্ছেন। ড্রাইভিং লাইসেন্সটি চেক করতে চান, তাহলে আপনি মোবাইলের রাইট মেসেজে  অপশনে গিয়ে টাইপ করুন DL V DK908CO09 এবং পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে। 

BRTA Online সার্ভার থেকে পরবর্তী রিপ্লাই মেসেজে আপনাকে ড্রাইভিং লাইসেন্স নম্বর, ড্রাইভারের নাম, লাইসেন্সের ধরন সহ বাকি বিষয়গুলো জানিয়ে দেয়া হবে।

Check Vehicle Registration Status Online – অনলাইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন চেক

বাংলাদেশে বর্তমানে বাইক ব্যবহারকারীর সংখ্যা সরকারি হিসাবে 33 লক্ষ।  এরমধ্যে বিআরটিএ থেকে বাইক রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এমন বাইকার এর সংখ্যা বা রেজিস্ট্রি তো বাইকের সংখ্যা 25 লক্ষ। 

 এই বিপুলসংখ্যক ব্যবহারকারীর চাইলে BRTA Online Registration Check BD সম্পন্ন করে  তাদের বাইকের লাইসেন্স সম্পর্কিত তথ্য জানতে পারেন। 

এখানে উল্লেখ্য বাইকের রেজিস্ট্রেশন করার পর আপনার বাইকের ডিজিটাল নাম্বার প্লেট এসেছে কিনা সেটা জানতে আপনাকে আগে BRTA Office ভিজিট করতে হতো। 

আরও পড়ুনঃ

টিকটক ভিডিও কিভাবে বানাবো | How to make a Tiktok video

সোনালী ব্যাংক লোন নেওয়ার নিয়ম | Sonali Bank Loan Rules

কিন্তু এখন আপনি চাইলে ঘরে বসেই আপনার বাইকের ডিজিটাল প্লেটের অবস্থান চেক ( bike number plate) করতে পারেন। 

মোটরসাইকেলের ডিজিটাল নাম্বার প্লেটের অবস্থান জানতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NP এবং মেসেজটি পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে।

বাইকের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ bike number plate তৈরি হয়েছে কিনা সেটাও আপনি অনলাইনে জেনে নিতে পারেন। 

Digital bike number plate সম্পর্কে জানতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NP<Space>DRC লিখে পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারে।

For Example: NP DRC sended to 26969

brta registration fee – আর টি এ রেজিস্ট্রেশন ফি

বন্ধুরা BRTA Online Registration Check BD করা ছাড়াও আপনি  বাইক অথবা গাড়ি রেজিস্ট্রেশন ফি জেনে নিতে পারেন। 

এজন্য আপনাকে BRTA Online official  ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। 

brta registration check online সম্পন্ন করতে আপনাকে,

  • কম্পিউটার বা মোবাইল ব্রাউজার থেকে www.brta.gov.bd সাইটে প্রবেশ করে “ফি ও ট্যাক্স” – ফি ক্যালকুলেটর পেজটি ওপেন করতে হবে।
  • এই পেজ থেকে প্রয়োজন অনুয়ায়ী আপনি আপনার কাংখিত অপশনটি নির্বাচন করুন।  যেমন Renewal of Vehicle , Ownership Transfer fee , Vehicle Registration Fee , Driving License Fee নির্বাচন করুন। 
  • মোটরযানের রেজিস্ট্রেশন ফি (brta registration fee) এর পরিমান জানতে Vehicle Registration Fee তে ক্লিক করুন এবং প্রয়োজন অনুযায়ী মোটরযানের ধরন নির্বাচন করুন।
  • এরপর নিদিষ্ট ফিল্ডে প্রয়োজনীয় তথ্য টাইপ করুন। 
  • এরপর ক্যালকুলেট বাটনে ক্লিক করলে আপনার প্রয়োজনীয় ফি স্কীনে দেখাবে। 

ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা কিভাবে জানবো

এই পদ্ধতিতে আপনি সহজেই আপনার মোটরসাইকেল গাড়ির রেজিস্ট্রেশন চেক করতে পারবেন আপনার গাড়ির ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন সকল বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করেছি।

মূলত একটি ওয়েবসাইটে আপনাকে অনেকগুলো সেবা প্রদান করা হয়। তাই আপনার উচিত BRTA Online Registration Check BD সম্পন্ন করে আপনার প্রয়োজনীয় সেবাসমূহ নেয়া।

আরও পড়ুনঃ

সার্বজনীন পেনশন ব্যবস্থা কি । সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন

নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন

জিপিএফ হিসাব দেখার নিয়ম । GPF Balance check calculations

How do I check my BRTA registration?

To check your BRTA Driving License at home, go to the message option on your mobile and type DL Space Reference No, and send the message to 26969.

How can I check my driving License status online in Bangladesh?

If you want to check the driving license in Bangladesh, you can go to the right message option of the mobile and type DL space license number and send it to 26969.

উপসংহার, 

আশা করি আপনি BRTA Online Registration Check BD সম্পর্কে সঠিক তথ্য খুঁজে পেয়েছেন।

এই পোস্টের মাধ্যমে আমরা চেষ্টা করেছি আপনাকে  ড্রাইভিং লাইসেন্স চেক করা ও brta registration check online সম্পর্কে বিস্তারিত জানাতে।

BRTA Online Registration Check BD বা বিআরটিএ গাড়ির কাগজ চেক বিষয়ে আপনার আরও জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান। 

এখানে উল্লেখিত তথ্য-উপাত্ত গুলো BRTA Online সাইট থেকে সংগ্রহ করা। আপনি নিজে নিজের brta motorcycle registration check করতে পারেন এই পদ্ধতি অনুসরণ করে।

আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়

টেলিকম অফার

ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

ঘরে বসে মোবাইলে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।