বাংলা প্রতিবেদন লেখার নিয়ম | বাংলা প্রতিবেদন কিভাবে লিখতে হয়

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাংলা প্রতিবেদন লেখার নিয়ম সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত তথ্য জানাবো। বাংলা প্রতিবেদন লেখার নিয়ম শিক্ষাজীবন হতে শুরু করে কর্মজীবন পর্যন্ত সর্বক্ষেত্রেই এর প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু এটি প্রাইসই লেখা হয়না তাই বাংলা প্রতিবেদন লেখার নিয়ম সম্পর্কে আমরা ভালো ধারণা রাখতে পারিনা।

তাছাড়াও বিষয় সাপেক্ষে প্রতিবেদন তৈরি করা এবং প্রতিবেদনের অবকাঠামোগত মান ঠিক রাখা অতীব জরুরী। 

Content Summary

আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ইচ্ছুক!

ভিজিট করুন 👉

বাংলা প্রতিবেদন লেখার নিয়ম?

বাংলা প্রতিবেদন লেখার নিয়ম
বাংলা প্রতিবেদন লেখার নিয়ম

প্রতিবেদনের নির্দিষ্ট কোন প্রকারভেদ নেই। তবুও কিছু প্রতিবেদন বর্ণনা করা হল।

  1. বাংলা সংবাদ প্রতিবেদন
  2. বাংলা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন 
  3. বাংলা অপ্রাতিষ্ঠানিক প্রতিবেদন
  4. বাংলা গবেষণামূলক প্রতিবেদন
  5. বাংলা নিয়মিত প্রতিবেদন
  6. বাংলা বিশেষ প্রতিবেদন 
  7. বাংলা ঘোষণা প্রতিবেদন
  8. বাংলা সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদন 
  9. বাংলা রাজনৈতিক প্রতিবেদন 
  10. বাংলা সাংস্কৃতিক প্রতিবেদন 
  11. বাংলা দাপ্তরিক প্রতিবেদন 
  12. বাংলা তদন্ত প্রতিবেদন
  13. বাংলা প্রস্তাবনা প্রতিবেদন। 

এগুলো বাংলা প্রতিবেদন লেখার নিয়ম সম্পর্কে নিচে বর্নণা করা হলো।

1.বাংলা সংবাদ প্রতিবেদন।

সংবাদপত্র বা ম্যাগাজিনে প্রকাশ করার জন্য সঠিক তথ্য অনুযায়ী যে প্রতিবেদন তৈরি করা হয় তাই হলো সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন এর জন্য প্রতিবেদনের তথ্যগুলো হতে হবে সঠিক এবং সত্য। 

2.বাংলা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন

কোন প্রতিষ্ঠান প্রতিবেদন তৈরি করবার জন্য সাধারণত ওই প্রতিষ্ঠানের মাসিক ষান্মাসিক আবাসিক অর্জন কিংবা তাদের প্রকল্প বাস্তবায়নে যেসকল পরিকল্পনা কার্যক্রম করা হয় সে বিষয়ে যে প্রতিবেদন লেখা হয় তাই হল প্রাতিষ্ঠানিক প্রতিবেদন।

3.বাংলা অপ্রাতিষ্ঠানিক প্রতিবেদন

প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বলতে যেসকল প্রতিবেদন কে খসড়া প্রতিবেদন বলা হয় সেগুলি হল প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সাধারণত প্রাতিষ্ঠানিক যেসকল প্রতিবেদন রয়েছে তার থেকে অপ্রাতিষ্ঠানিক যেসকল প্রতিবেদন তৈরি করা হয় সেগুলো ছোট হয়ে থাকে।

4.বাংলা গবেষণামূলক প্রতিবেদন

যেসকল প্রতিবেদন আমরা গবেষণা এবং জরিপের মাধ্যমে তৈরি করে থাকি সেসকল প্রতিবেদন কে গবেষণামূলক প্রতিবেদন বলা হয়। সাধারণত সকল প্রতিবেদন থেকে গবেষণামূলক প্রতিবেদন এর মধ্যে তথ্য এবং উপাত্ত বেশি যোগ হয়ে থাকে।

সাধারণত গবেষণামূলক প্রতিবেদনে ব্যক্তি অর্থাৎ যিনি গবেষক বা প্রতিবেদক এর মতামত খুব বেশি উপস্থাপিত থাকেনা।

5.বাংলা নিয়মিত প্রতিবেদন

নিয়মিত প্রতিবেদন  হল কোন একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোন ঘটনা বা বিষয়ের উপর প্রতিবেদন তুলে ধরা কে তাকে নিয়মিত প্রতিবেদন বলে। সাধারণত নিয়মিত প্রতিবেদন এর মধ্যে দৈনিক সাপ্তাহিক মাসিক বাৎসরিক ইত্যাদি বিভিন্ন তথ্য উল্লেখিত হয়.

6.বাংলা বিশেষ প্রতিবেদন

বিশেষ প্রতিবেদন হলো এমন কোনো প্রতিবেদন যে প্রতিবেদন কে বিশেষ গুরুত্বের সাথে প্রচার করা হয়। বিশেষ কোনো প্রতিবেদন সাধারণত সময় সংবেদী হয়ে থাকে।

7.বাংলা ঘোষণা প্রতিবেদন।

আমরা বিভিন্ন সময় দেখে থাকি পণ্য ও সেবার সমস্যা সংক্রান্ত যে প্রতিবেদন ঘোষণা করা হয় সেটি হল ঘোষণা প্রতিবেদন। যেটি আমরা বিভিন্ন সংবাদপত্রে দেখতে পাই।

8.বাংলা সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদন।

যেসকল প্রতিবেদন কোন ব্যক্তির সাক্ষাৎকার এর উপর ভিত্তি করে প্রস্তুত করা হয় সে গুলোকে বলা হয় সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন।

9.বাংলা রাজনৈতিক প্রতিবেদন।

যেসকল প্রতিবেদন কোন রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে প্রস্তুত করা হয় সেসকল প্রতিবেদনে বলা হয় রাজনৈতিক প্রতিবেদন।

10.বাংলা সাংস্কৃতিক প্রতিবেদন

যেসকল প্রতিবেদন কোন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এর উপর ভিত্তি করে প্রস্তুত করা হয় সেসকল প্রতিবেদনকে সাংস্কৃতিক প্রতিবেদন বলা হয়।

11.বাংলা দাপ্তরিক প্রতিবেদন

যেসকল প্রতিবেদন কোন প্রাতিষ্ঠানিক ঘটনা স্থান অথবা প্রভৃতি বিষয় যাচাই করে ওই সম্পর্কিত সকল তথ্য উপাত্ত তুলে ধরা হয় সেসকল প্রতিবেদন কে বলা হয় দাপ্তরিক প্রতিবেদন।

12.বাংলা তদন্ত প্রতিবেদন

যেসকল প্রতিবেদন কোন ঘটনার সাপেক্ষে সে ঘটনার সত্যমিথ্যা এবং ঘটনার গভীরতা যাচাই লক্ষ্যে লেখা হয় তাকে তদন্ত প্রতিবেদন বলা হয়।

তদন্ত প্রতিবেদনের ক্ষেত্রে প্রতিবেদক এর পর্যবেক্ষণের যথেষ্ট গুরুত্ব বা ভূমিকা রয়েছে। তাই এই সকল প্রতিবেদন অন্য সকল প্রতিবেদন থেকে আলাদা এবং গতানুগতিক সংবাদ প্রতিবেদন থেকে আলাদা।

13.বাংলা প্রস্তাবনা প্রতিবেদন

যেসকল প্রতিবেদন কোন সমস্যা সমাধানের জন্য কোন উপায় বা প্রকল্প প্রণয়নের লক্ষ্যে তৈরি করা হয় তাকে বলা হয় প্রস্তাবনা প্রতিবেদন। সাধারণত প্রস্তাবনা প্রতিবেদনে প্রকল্প সম্বন্ধে ভালো-মন্দ দিক আলোচনা-পর্যালোচনা করে লেখা হয়।

আরও পড়ুনঃ

শহীদ বুদ্ধিজীবী কতজন | শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের উদ্দেশ্য কি?

ফেসবুক অ্যাকাউন্ট ব্লু ভেরিফিকেশন

রবি নাম্বার কিভাবে দেখে | রবি নম্বর চেক কোড

বাংলা প্রতিবেদন লেখার নিয়ম কি? বাংলা প্রতিবেদন কি?

প্রতিবেদন বলতে আমরা বুঝি কোন একটি নির্দিষ্ট ঘটনা বা বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাদি  ব্যবহার করে যে অনুসন্ধান ভিত্তিক একটি সারণি তৈরি করা হয় তাকে বাংলা প্রতিবেদন বলে।

প্রতিবেদনকে ইংরেজিতে বলা হয় রিপোর্ট(Report)। আর যিনি এ প্রতিবেদনটি তৈরি করেন তাকে বলা হয় প্রতিবেদক বা রিপোর্টার(Reporter)।

রিপোর্টার বা প্রতিবেদককে দায়িত্ব হচ্ছে কোন ঘটনা ব্যক্তি বা তথ্য সম্পর্কে  তথ্য উপাত্ত, সিদ্ধান্ত ফলাফল ইত্যাদি সম্পর্কে অনুসন্ধানের পর একটি বিবরণী তৈরি করা যেখানে ব্যক্তি প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সকল কিছু বিবেচনার জন্য পেশ করা হয়।

বাংলা প্রতিবেদনের গুরুত্ব 

মূলত একটি প্রতিবেদন এমন পরিবেশে হবে যাতে তা সংবাদপত্র বা সংবাদ মাধ্যমে প্রকাশের উপযোগী তথ্য সমৃদ্ধ হয়। এবং অবশ্যই সেটি হতে হবে সহজ-সরল ভাষায় এবং পাঠকের জন্য সহজ।

সহজ সরলভাবে সুনির্দিষ্ট নিয়ম মেনে প্রাঞ্জল ভাষায় সঠিক তথ্য দিয়ে প্রতিবেদনের সঠিক ধারণা দিয়ে তারপর একটি প্রতিবেদন তৈরি করতে হয় এবং পাঠক কে  সঠিক ধারণা দিতে হয়।

অর্থাৎ, একটি প্রতিবেদন হলো সুসংগঠিত তথ্যগত বিবৃতি যা কোনো বক্তব্য সংখ্যা সম্পর্কে সংক্ষিপ্ত হলেও সঠিক ধারণা দিতে পারবে।

প্রতিবেদন কে যথেষ্ট সতর্কতা, পর্যালোচনা, পর্যবেক্ষণ,  গবেষণা ও বিচার  বিশ্লেষণের মাধ্যমে তৈরি করতে হয়। প্রতিবেদনের বিষয়গুলো হবে সত্যনিষ্ঠ এবং সুসজ্জিত তথ্য ধারা।

বাংলা প্রতিবেদন কত প্রকার। 

প্রতিবেদন লেখার জন্য কোন নির্দিষ্ট প্রকারভেদ নেই। প্রতিবেদন বিভিন্ন ধরনের হতে পারে। বিষয়ের উপর সাপেক্ষ করে প্রতিবেদনও সে রকম রূপ ধারণ করে।

নিচে কয়েকটি প্রতিবেদনের সম্পর্কে আলোচনা করা হলো। প্রতিবেদন লেখার সময় কিছু কিছু বিষয় লক্ষ রেখে প্রতিবেদনটি লিখতে হয়।

যেমনঃ

  • নির্ভুল তথ্য
  • তথ্যের পরিপূর্ণতা
  • সংক্ষিপ্ততা
  • সুন্দর ভাবে উপস্থাপনা
  • সুপারিশ করা
  • ভাষার স্বচ্ছলতা 
  • বক্তব্যের স্পষ্টতা 
  • তথ্যসূত্র উল্লেখ করা
  • কখনোই ঢালাও মন্তব্য নয়
  • পরস্পরবিরোধী তথ্য নয় 
  • পক্ষপাতিত্ব কখনোই করা যাবে না অতি আবেগের পরিহার করতে হবে
  • প্রতিবেদনের সংখ্যা ও ধরন নির্ধারণ করতে হবে
  • সরাসরি অভিযোগ আনা যাবে না
  • সুনির্দিষ্ট কাঠামো অনুযায়ী প্রতিবেদন তৈরি করতে হবে
  • কোন বিষয়ে লেখার প্রতি আগ্রহ ধরে রাখা
  • পাঠকের জন্য সহজ করে সবকিছু উপস্থাপন করা।

প্রতিবেদন লেখার নিয়ম

শিক্ষাজীবনে খুব ছোট থাকতে আমরা শিখেছি কিভাবে দরখাস্ত লিখতে হয়।  আজ আমরা বাংলা প্রতিবেদন লেখার নিয়ম  সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করব।

একটি প্রতিবেদন লিখবার জন্য সুসংগঠিত শব্দের ব্যবহার এবং কোন ব্যক্তি বা ঘটনাকে সুন্দর ভাবে উপস্থাপন করা। 

আমাদের মধ্যে প্রায় অনেকেই শব্দের সঠিক ব্যবহার করতে পারিনা। এ প্রশ্নের মাধ্যমে আমরা কিভাবে সঠিক ভাবে প্রতিবেদন লেখা যায় সেই সম্পর্কে বিস্তারিত জানব। 

বাংলা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের  নির্দেশ অনুযায়ী যদি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তৈরি করা হয় সে ক্ষেত্রে নিচের নিয়মটি অনুসরন করতে পারেন।

তারিখ. 18 জুন 2022

বরাবর,

চেয়ারম্যান(যার কাছে প্রতিবেদন পেশ করা হবে তার পদবী)

আপনার প্রতিষ্ঠানের নাম

প্রতিষ্ঠানের ঠিকানা

বিষয়

বিষয়ে প্রতিবেদন

সূত্রঃ স্মারক নং  জেবিএল/ সিআইডি/ প্রতিবেদন/ 2022-1

তারিখ 14 ই জুন, 2022

জনাব,

বিনীত নিবেদন এই যে, আপনার আদেশ নং জেবিএল/ সি এডি/ প্রতিবেদন/ 2022-1, তারিখ 14 ই জুন 2022 অনুসারে (যে বিষয়ে লিখছেন সে বিষয়টি লিখবেন)উপলক্ষে প্রতিবেদনটি নিচে পেশ করছি।

………………………………………………………………………………………………..

প্রতিবেদনের শিরোনাম প্রয়োজন অনুযায়ী তিন-চারটি অনুচ্ছেদ দিতে হবে।

মতামত

প্রতিবেদক এর স্বাক্ষর

প্রতিবেদনের বিষয়ে

প্রতিবেদনের সময়

প্রতিবেদনে তারিখ

প্রতিবেদনের স্থান

প্রতিবেদক এর নাম ও ঠিকানা।

প্রতিবেদন লেখার নিয়ম নমুনা

ইমেজ  এক

বাংলা সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম। 

একটি সংবাদ প্রতিবেদন প্রাতিষ্ঠানিক  অন্যসকল প্রতিবেদন থেকে অনেক আলাদা হয়ে থাকে। সংবাদ প্রতিবেদনের এর জন্য সর্বপ্রথম কাজ হলো সুন্দর শিরোনাম তৈরি করা।

একটি সংবাদ প্রতিবেদন এর মধ্যে কোন ধরনের ভুল ত্রুটি থাকা যাবেনা। একটি সংবাদ প্রতিবেদন অন্য সকল প্রতিবেদনের মত নয়।

সংবাদ প্রতিবেদন লেখার সময় অনেক প্রতিবেদক রয়েছে যারা ভুল করে থাকে। তাই সুন্দর এবং সঠিক নিয়মে  সংবাদ প্রতিবেদন লিখতে হয়। 

আরও পড়ুনঃ

জাতীয় বিশ্ববিদ্যালয় রেজাল্ট দেখার নিয়ম

তাপ সঞ্চালন কাকে বলে

সংবাদ প্রতিবেদন এর কাঠামো

সংবাদ প্রতিবেদন এর কাঠামো

শিরোনামঃ প্রতিবেদনে এ বিষয়ে প্রতিবেদনটি লিখবে সে বিষয়কে ভালোভাবে উপস্থাপন করতে হবে যাতে এমন একটি শিরোনাম হয় পাঠকের মনের মতো এবং সংক্ষিপ্ত। কোনভাবেই শিরোনামটি দীর্ঘ হওয়া যাবে না।

ভূমিকাঃ যে বিষয়টি নিয়ে প্রতিবেদন তৈরি করা হবে সে বিষয়ের মূল ভাবটি ভূমিকার মধ্যে ৩-৪ লাইনের মধ্যে ফুটিয়ে তুলতে হবে।

ভূমিকা আংটি অতীব গুরুত্বপূর্ণ কারণ এই অংশটি যদি আকর্ষণীয় করে তোলা না যায় তাহলে পাঠক পুরো প্রতিবেদনটি পড়তে আগ্রহী হবে না।

তাই পাঠক কে সন্তুষ্ট করতে এবং পুরো প্রতিবেদনটির গুরুত্ব বজায় রাখার জন্য ভূমিকা অংশে বিশেষ গুরুত্ব দিতে হবে। 

সূএঃ যদি সংবাদ প্রতিবেদন অন্য কোনো বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে লেখা হয় তাহলে সেই বিজ্ঞপ্তিতে প্রকাশিত সূত্র এ অংশে লিখতে হবে।

ব্যক্তি নাম পরিহারঃ সংবাদ প্রতিবেদন এর মধ্যে ব্যক্তিনাম পরিহার করতে হয়। ব্যক্তির নামের পরিবর্তে তাদের পদমর্যাদা (পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব) সাধারণ পরিচয় যেমন: বিশেষজ্ঞ কর্মকর্তা, কারখানার শ্রমিকেরা কিংবা ভুক্তভোগী এলাকাবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি ইত্যাদি ব্যবহার করতে হয়। 

এতে করে সংবাদের মধ্যে যে আলোচ্য ঘটনা রয়েছে তা ব্যক্তির সম্পৃক্ততা ভালোভাবে প্রকাশ পায়।

বিবিধ তথ্য  সংবাদ প্রতিবেদন এর জন্য যে সকল তথ্য কিভাবে দিতে হয় সে সকল তথ্য ওইভাবে দিতে হবে সঠিক নিয়মে। 

সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন লেখার নমুনা

নিচে আমরা  সংবাদপত্রে কিভাবে  প্রতিবেদন প্রকাশ করা হয় সে সম্পর্কে একটি নমুনা প্রদান করা হলো।

প্রতিবেদনের প্রকৃতি পত্রিকার কোন পাতায় যাবে যেমন ক্রীড়া জাতীয় বা বিনোদন ইত্যাদি। প্রতিবেদনের বিষয়  যে ধরনের প্রতিবেদন লিখবেন সে বিষয় সম্পর্কে এখানে উল্লেখ করবেন।

প্রতিবেদনের সময়

প্রতিবেদনে তারিখ

প্রতিবেদনের স্থান

প্রতিবেদনের শিরোনাম

বিবরণ

নিজস্ব প্রতিবেদক দৈনিক ইত্তেফাক  বিবরণ শেষে বসবে

প্রতিবেদন এর সময়কাল

প্রতিবেদক এর স্বাক্ষর

সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন লেখার নমুনা দেখানো হলো

সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন লেখার নমুনা
সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন লেখার নমুনা

তদন্ত প্রতিবেদন লেখার নিয়ম 2023

একটি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম এর সাথে তদন্ত প্রতিবেদন লেখার নিয়ম এর কিছুটা মিল রয়েছে। তবে অন্য সকল কিংবা সংবাদপত্র প্রতিবেদনের সাথে এ প্রতিবেদনের মিল পাওয়া যাবে না। 

কিন্তু এ প্রতিবেদনে লেখক যে মতামত পোষণ করবে সে মতামতের অনেক গুরুত্ব রয়েছে।

সাধারণত তদন্ত প্রতিবেদনের মধ্যে প্রতিবেদনের লেখক অর্থাৎ প্রতিবেদক অবজারভেশন পর্যবেক্ষণ এরমধ্যে অনেক বড় ভূমিকা পালন করে থাকেন। দায়িত্ব প্রদানকারী কর্তৃপক্ষ সমীপে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করতে হয়। 

তদন্ত প্রতিবেদন এর মধ্যে যে ভূমিকা থাকে তাতে ঘটনা ও ঘটনার কার্যকারণ ব্যাখ্যা করার পর সে ঘটনার পুনরাবৃত্তি নিরসনকল্পে করণীয় সম্পর্কে যিনি প্রতিবেদন লিখেন তাকে সুপারিশ করতে হয়। 

উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কোন একটি শহরে বারবার বন্যা হচ্ছে এর কারণে অনেক প্রাণহানি ঘটে থাকে। এ নিয়ে তদন্ত করা হলে প্রতিবেদনটি যেমন হবে তা আমরা নিচে উল্লেখ করব।

তারিখঃ  ১৯শে জুন 2022

জেলা প্রশাসক

সিলেট

বিষয়ঃ বন্যা সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রণয়ন।

জনাব,

আপনার পত্র……….. তদন্ত প্রতিবেদনটি  পেশ করা হল। (দুই থেকে তিন লাইন)

“ক”প্রতিবেদক এর নাম

রুপগঞ্জ নারায়ণগঞ্জ ঠিকানা

                                    বন্যায় লাশ ভাসবে আর কত দিন

কাঠাবো অবলম্বন করে ঘটনা বর্ণনা করতে হবে এবং শেষে পয়েন্ট কিভাবে প্রতিকার লিখতে হবে।

প্রতিবেদক এর নাম “ক”

প্রতিবেদকের ঠিকানাঃ রূপগঞ্জ,নারায়ণগঞ্জ

প্রতিবেদনের শিরোনামঃ বন্যায় লাশ ভাসবে আর কতদিন

তৈরীর সময় দুপুর একটা

তৈরির তারিখঃ মে 2,2022

আরও পড়ুনঃ

১৫ আগস্ট মোট কতজন শহীদ হন । ১৫ আগস্ট নিয়ে কিছু কথা ও বিবরন

হিসাব বিজ্ঞান কাকে বলে? হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন

বাংলা প্রতিবেদন সড়ক দুর্ঘটনা সম্পর্কে লেখার নিয়ম

উপরোক্ত আমরা বন্যা নিয়ে কিভাবে প্রতিবেদন লিখতে হয় সেটি আপনাকে দেখানোর চেষ্টা করেছি।

যদি আপনি প্রতিবেদনটি সড়ক দুর্ঘটনা সম্পর্কে লিখতে চান তাহলে উপরোক্ত নিয়মেই আপনি সে প্রতিবেদনটি লিখতে পারেন।

বর্তমানে সড়ক দুর্ঘটনার হার বৃদ্ধি পাওয়ায় অনেক সময় আমাদের সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন লিখতে হতে পারে।

অনেক শিক্ষার্থী ভাই বোনেদের পরীক্ষায় সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন লিখতে হয়। আপনার প্রতিবেদন লেখার উদ্দেশ্য যে কোনো দুর্ঘটনা বা যাই হোক না কেন আপনি আমাদের দেখানো নিয়ম অনুসারে  যেকোনো ধরনের প্রতিবেদন খুব সহজে লিখতে পারবেন।

ফলোআপ প্রতিবেদন লেখার নিয়ম

সাধারণত প্রতিবেদন বলতে বোঝায় পূর্বে ঘটেছে এমন কোন ঘটনা বর্তমান পরিস্থিতিতে বর্ণনা করতে হবে এ বিষয়ে যে প্রতিবেদন প্রস্তুত করা হয় তাকে ফলোআপ প্রতিবেদনে বলা হয়।

ফলোআপ প্রতিবেদনের শেষদিকে যে ঘটনাটি লিখা হয়েছে সেটি রিক্যাপ বা পুনরায় সংক্ষেপে বর্ণনা করতে হবে।

মূলত দীর্ঘ বিলম্বিত ফলোআপ রিপোর্টে যে ঘটনাটি উল্লেখ করব সে ঘটনাটি কবে কোথায় কিভাবে ঘটেছিল তা উল্লেখ করে দিলে পাঠকের স্মরণ করতে সুবিধা হবে।

কোন কিছু পুরনো ঘটনা উল্লেখ করা হলে সে ঘটনাটি কিসের কবেকার এবং কিভাবে তৈরি হয়েছে তা উল্লেখ করা অতীব জরুরী।

সাধারণত একজন গবেষকের গবেষণার ফলাফল অথবা একটি প্রবন্ধ কের প্রবন্ধের তথ্য নিয়েও রিপোর্ট তৈরি করা যেতে পারে।

তবে সে ক্ষেত্রে গবেষক কিংবা প্রবন্ধের মতামত নিয়ে খবর তৈরি করতে হবে অথবা কোন পাঠকের মন্তব্য নিয়ে প্রতিবেদন তৈরি করা যেতে পারে।

আরও পড়ুনঃ

বক্তব্য কিভাবে শুরু করবেন

শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের উদ্দেশ্য কি?

প্রতিবেদনের প্রয়োজনীয়তা

বর্তমান সময়ে এসে আমরা আধুনিক বিশ্বে বসবাস করছি। বর্তমান বিশ্বে প্রতিবেদন এর ভূমিকা বা প্রয়োজনীয়তা বলার অপেক্ষা রাখে না।

নির্দিষ্ট কোন বিষয়ের উপর বিষয়টি সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার জন্য প্রতিবেদন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন  করে।

বর্তমানে প্রতিবেদন বলতে শুধু সংবাদপত্রে প্রতিবেদন কে বোঝায় না। বর্তমানে প্রতিবেদন এর পরিধি আরো ব্যাপক বৃদ্ধি পেয়েছে। 

এখন প্রতিবেদন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য ও অফিস-আদালতে ব্যবহার লক্ষ্য করা যায়।

সাধারণত প্রতিবেদন এই সকল ক্ষেত্রে কাজ কে করেছে আগের থেকে অনেক সহজ এবং দ্রুত।

কোন একটি প্রতিষ্ঠান প্রকল্প বা পরিকল্পনা কিংবা সিদ্ধান্ত  নেয়া কে প্রতিবেদন করেছে অনেক সহজতর।

সংবাদ প্রতিবেদন এর মধ্যে আমরা দেখতে পাই প্রতিদিনের জাতীয় ও বৈশ্বিক অবস্থা সম্পর্কে অবগত করা হয় কিন্তু পত্রপত্রিকায় পড়া প্রতিবেদন আমাদের দৈনিক প্রভাবিত করছে।

একটি প্রতিবেদন যেকোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ ও সমন্বয় সাধনে সহায়তা করে থাকে, কোন কাজের বৃদ্ধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করে থাকে। সেই সাথে কাজটি সফলতা ও ব্যর্থতা বের করে।

বাংলা প্রতিবেদন লেখার নিয়ম FAQS

বাংলা প্রতিবেদন লেখার নিয়ম কি?

প্রতিবেদন বিভিন্ন ধরনের লেখা হয়ে থাকে। মূলত প্রতিবেদন লেখার জন্য আপনার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। এবং আপনার প্রতিবেদন লেখার নিয়ম হচ্ছে যার কাছে বা  যে বরাবরে লিখবেন তা নির্দিষ্ট করা। অবশ্যই আপনার প্রতিবেদনের শব্দ এবং বাক্যগুলো সুন্দর এবং গঠনমূলক শব্দ দ্বারা হতে হবে।

বাংলা প্রতিবেদন কাকে বলে?

প্রতিবেদন বলতে আমরা বুঝি কোন একটি নির্দিষ্ট ঘটনা বা বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাদি  ব্যবহার করে যে অনুসন্ধান ভিত্তিক একটি সারণি তৈরি করা হয় তাকে বাংলা প্রতিবেদন বলে।

আরও পড়ুনঃ

যৌথ মূলধনী কোম্পানির অর্থায়নের কার্যাবলী কি

ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা

উপসংহারঃ

একটি প্রতিবেদন লেখার জন্য আপনি খুবই সুন্দর ভাবে এবং গুছিয়ে  সবকিছু লিখতে হয়। বড় বড় অফিস এবং বড় বড় প্রতিষ্ঠানগুলোতে প্রতিবেদন এর গুরুত্ব অপরিসীম।

প্রায় সব জায়গাতেই বর্তমানে প্রতিবেদন লিখতে হয়। তাই আমরা সকলে সঠিকভাবে প্রতিবেদন লেখার নিয়ম এই পোস্ট থেকে গুরুত্ব সহকারে শিখে নেব।

নিত্য নতুন আরও অনেক কিছু তথ্য পেতে এবং নতুন নতুন জিনিস শেখার জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।

 চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। 

আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে  –

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়

টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।

আরও পড়ুনঃ

ঘরে বসে মোবাইলে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনি কি কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার খুঁজছেন!

ভিজিট করুন 👉

━ ━ ━ ━ ━ ━ ━ ━

ডিজিটাল টাচ
ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।