জীবনের কিছু বাস্তব কথা সত্য ছবি ও স্ট্যাটাস 2024

জীবনের কিছু বাস্তব কথা ও স্ট্যাটাস সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিতে আজকের এই পোস্ট। আপনি যদি বাস্তব জীবনের কিছু কথা জানতে চান তবে আপনাকে এই পোস্টটি সম্পুর্ণ পড়তে অনুরোধ করা হল। 

জীবন চলার পথে মানুষ অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়, যে কথাগুলো আপনার চলার পথে সবসময় প্রয়োজন পড়বে সেই কথা গুলো নিয়েই সাজানো হয়েছে জীবনের কিছু বাস্তব সত্য কথা সম্পর্কিত পোস্ট।

সেইসাথে প্রতিদিন ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে বিচার বিশ্লেষণ করে জ্ঞানীগুণী মনীষীগণ কি কি কথা জীবন নিয়ে উপলব্ধি করেছেন সেই কথাগুলো এখানে বিস্তারিত তুলে ধরা হলো। 

এই পোস্টটি পড়ার পর আপনি উপলব্ধি করতে পারবেন, আপনাকে জীবন চলার পথে কোন কথাটি বলা প্রয়োজন এবং কোন কথাটি বলার প্রয়োজন নেই। 

জীবনের কিছু বাস্তব কথা কেন জানা প্রয়োজন?

জীবনের কিছু বাস্তব কথা ছবি ও স্ট্যাটাস
জীবনের কিছু বাস্তব কথা ছবি ও স্ট্যাটাস

মনে রাখবেন মানব জীবন কুসুমাস্তীর্ণ কোমল শয্যা নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে বাধা বিপত্তি আসে সেই বাধা বিপত্তি কাটিয়ে নিজেকে কিভাবে সামনের দিকে অগ্রসর করবেন সেখানে আপনার জীবনের সার্থকতা নির্ভর করে।

জীবনের সবকিছুই আপনার আপনার জীবনের পেছনে আপনার মা-বাবা থেকে শুরু করে কারও না কারও শ্রম রয়েছে তাই জীবনের বাস্তব কথাগুলো সকল ক্ষেত্রে কাজে লাগলেও গুরুজনকে অবশ্যই সম্মান করবেন, বাস্তব কথা বলার ইচ্ছা থাকলেও মনের মধ্যেই রাখবেন যাতে তারা কষ্ট না পায়।

এই মানুষগুলোর (বাবা, মা, শিক্ষক, দাদা/দাদি, নানা/নানি) ব্যাপক পরিশ্রমের পরও আপনাকে জীবনে সফলকাম হতে ব্যাপক শ্রম ও অধ্যবসায়ের এর প্রয়োজন পড়ে।

এটা কথা সর্বদা মনে রাখবেন জীবনে সফলতা আনতে হলে আপনাকে অবশ্যই কঠিন পরিশ্রম করতে হবে নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে। তাহলেই জীবনের প্রকৃত সফলতা অর্জন করতে পারবেন।

জীবনের কিছু বাস্তব স্ট্যাটাস

জীবন চলার পথে আমাদের নানা প্রতিকূলতার সাথে চলতে হয়। জীবনের প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়ার পাশাপাশি বাস্তব কথাগুলো স্মরণ করে মনকে সান্ত্বনা দিতে হবে এবং সামনের দিকে অগ্রসর হতে। 

মধ্যা কথা হলো, জীবনে কোনো কিছু পেতে হলে আপনাকে পরিশ্রমি হতেই হবে। আবেগ দিয়ে নয় সবকিছুই বিবেক দিয়ে চিন্তা করতে হবে, ভালবাসতে হবে ভালোবাসার পদ্ধতি জানতে হবে।

হৃদয়ের গভীরে যে বসবাস করে, তাকে সব কিছু বলতে হয়, মাঝেমধ্যে মনের কথা শুনতে হয়। আপনি যদি হাসি খুশি থাকেন সবসময়, জীবন আপনাকেও খুব হাসিখুশি জীবন উপহার দিবে৷

প্রতিদিন অনেক মানুষ বাস্তব জীবনের নিয়ে কিছু কথা স্মরণ করতে চায় মিলিয়ে নিতে চায় তার বাস্তব জীবনের হিসাব কিতাব, পেতে চায় কিছু নিজের ঘরে।

তাই আমরা আজকে আমাদের এই পোস্টে বাস্তব জীবনের কিছু কথা তুলে ধরেছি, যা আপনাকে সর্বদাই মনের মধ্যে গোপন করে রাখতে হবে।

আপনারা যারা অধীর আগ্রহে বাস্তব জীবন নিয়ে কিছু কথা পেতে চান, যারা বাস্তব জীবনের কিছু মূল্যবান শব্দচয়ন করতে চান তাদের জন্য আমাদের আজকের এই উপস্থাপনা।

তারা আজকে আমাদের এই পোস্ট থেকে বাস্তবসম্মত কিছু কথা জানতে পারবেন জীবন সম্পর্কে। 

আরও পড়ুনঃ

পহেলা বৈশাখ সম্পর্কে ১০টি বাক্য লেখার উপায়

বার্থডে উইশ ফর ফ্রেন্ড 

বাস্তব জীবন নিয়ে কিছু সত্য বাস্তব কথা

মানুষ সামাজিক জীব, এটা আমারা সকলেই জানি। আমরা ছোটবেলা থেকেই এ কথা জানার পাশাপাশি এটাও জানি যে সমাজ ছাড়া মানুষের বেঁছে থাকা অসম্বভ।

সমাজে মাথা উছু করে বেঁছে থাকতে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের আচার-ব্যবহার সৌন্দর্য সমাজের মানুষ বা সমাজ থেকেই শিখে থাকি আমারা৷ 

এমন কোনো মানুষ নেই যারা কখনো একাকী বাঁচতে পারে অথবা সমাজ ছাড়া বাঁচতে পারে। 

তাই মূল্যবোধের উন্নতির জন্য সমাজের গুরুত্ব অপরিসীম। আপনার সমাজ যদি খুব শিক্ষিত এবং মূল্যবোধ প্রিয় হয়, তাহলে আপনিও একজন ভাল মানুষ রূপে বেড়ে উঠতে পারবেন সেই সমাজের সাথে সাথে সঙ্গতি রেখে, এটাই স্বাভাবিক।

আপনি জানেন কি? আমাদের জীবনের বা মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির বাজত্ব এবং চল্লিশ বছর বয়সে বিচার-বিবেচনার রাজত্ব।
—- ফ্রাংকলিন

প্রতিটি রাষ্ট্র নিজস্ব প্রয়োজনে ইতিহাসকে বিকৃত করে।
—- আহমদ ছফা

জীবনকে যদি তুমি ভালোবাস তা হলে সময়ের অপচয় কোরো না। কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি।
—- ফ্রাম্কলিন

নারী, টাকা এবং মদ যাদের কাছে আনন্দের সামগ্রী, পরবর্তী সময়ে তাদের কাছে তা বিষ হয়েদাঁড়ায়।
—- ফ্রাংকলিন

“ যে অল্প লইয়া সুখী সেই ভাগ্যবান, আর বিত্তশালী হইয়াও যে অসুখী সে দুর্ভাগাই বটে। ”
—- ডেমোক্রিটাস

জীবন হতে পারে চমৎকার, যদি আপনি একে ভয় না পান।
এজন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও অল্প কিছু টাকাকড়ি।
—- চার্লি চ্যাপলিন

ভালোবাসা নিয়ে বাস্তব কিছু কথা

মানুষের মস্তিষ্কে ডোপামিন হরমোন রয়েছে। এই ডোপামিন হরমোনের মাধ্যমে মানুষের সব ধরনের আবেগ অনুভূতি রাগ, কান্না, হাসি, খুশি, চিন্তা চেতনা সহ সব প্রকাশ পায়। 

ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে ডোপামিন নামক হরমোনের নিঃসরণ। মানুষের মস্তিষ্ক থেকে যখন ডোপামিন হরমোন নিঃসৃত হয় তখন মানুষ হাসিখুশি এবং ভালোবাসা অনুভব করে।

হতে পারে এই ভালোবাসার মানুষ থেকে মানুষের প্রতি। অথবা বাবা মায়ের প্রতি অথবা সহধর্মিনীর প্রতি এবং বন্ধু-বান্ধবদের প্রতিও হতে পারে। একজনের মনের মানদণ্ডের ভিত্তিতে তার ভালোলাগা হতে পারে, প্রিয় মানুষের জন্য বা আত্মীয়তার বিচার করে ভালোবাসা একেক রকম হয়ে থাকে।

অনেকের মতে জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালবাসবে, সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে।

এর পেছনে কিছু যুক্তিসংগত কারণ রয়েছে। কারণ আপনি যাকে ভালবাসএন তার কাজ থেকে একটু বেশি আশা করেন, তবে যদি কাঙ্খিত আশানুরূপ ফল বা ভালোবাসা আপনি না পান তখনই আপনার ব্যথার পরিমাণ বেড়ে যায়।

কি হবে জীবনে এতো পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে।

স্তব্দ আপনার রাত-গুলো একসময় হাসিতে পূর্ণ থাকতো, আজ নীরবতায় পূর্ণ থাকে।

ওই ভালোবাসা কাউকে দিওনা যে ভালোবাসা শুধু তাকে কাঁদাবে।

প্রত্যেক মানুষই প্রেমে পরে, কেউ প্রকাশ করে, কেউবা লুকিয়ে রাখে, তবে না-বলেও অনেক ভালবাসা প্রকাশ করা যায়।

আরও পড়ুনঃ

জেল হত্যা দিবস কবে? | জেল হত্যা দিবস কেন পালন করা হয়

CPU এর পূর্ণরূপ কি? | What is the full form of cpu

বাস্তব সম্মত কিছু জীবনের কথা ২০২৩

বাস্তবসম্মত কিছু কথা বলতে আমরা কি বুঝি?

বাস্তবসম্মত কথা হল সেই কথাগুল যে কথাগুলো আমাদের জীবন চলার পথে প্রতিনিয়ত কাজে লাগে। যে কথাগুলো চলার পথে সবসময় আমাদের পথ দেখায়, সেই কথাগুলোই হচ্ছে বাস্তব কথা।

এনিয়ে পৃথিবীর বিখ্যাত কিছু মনীষীগণ কিছু জীবনের কিছু বাস্তব কথা বলে গেছেন সেগুলো আমরা এক নজরে দেখে নেব।

যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়॥
—- এডমণ্ড বার্ক

“ কর্কশ কথা অগ্নিদাহের চেয়েও ভয়ঙ্কর ”
—- চাণক্য

দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হল- ব্যস্ত থাকা।
—- ডেল কার্নেগী

দাম্পত্য জীবনে সুখি হতে চাও? তাহলে-পরস্পরকে অবিশ্বাস করবেনা আর ঘ্যানর ঘ্যানর করবে না।
—- ডেল কার্নেগী

উচ্চাশা যেখানে শেষ হয়, সেখান থেকেই শান্তির শুরু হয়।—- ইয়ং

পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়
—- এডওয়ার্ড ইয়ং

বাস্তব জীবন নিয়ে উক্তি

এখানে আমরা বাস্তব জীবনকে নিয়ে উক্তি দিয়েছি।

যারা জীবনের কিছু বাস্তব কথা নিয়ে উক্তি খুঁজছেন, তারা এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন পছন্দের বাস্তব জীবন নিয়ে কিছু কথা।

একজন মানুষকে সব সময় সন্তুুষ্ট রাখা সম্ভব নয়
— এডওয়ার্ড ইয়ং

জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই
— ইমারসন

বিনা পরিশ্রমে যা অর্জন করা যায়তা দীর্ঘস্থায়ী হয় না।
— ইমারসন

যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে॥ ”
— ফ্রান্সিস বেকন।

“সত্য বলার স্বাধীনতা পৃথিবীতে সবচেয়ে সুন্দর ও শোভন জিনিস”
— বেকন

আরও পড়ুনঃ

হ্যাসট্যাগ মানে কি?

বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কে?

সমাজের কিছু বাস্তব কথা

ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ, অথচ যে সব মানুষ এই ময়লা আবর্জনা পরিস্কার করে, সবাই তাদের ঘৃণা করে।

কি নির্মম পরিহাস…………!!

সবাই ভালবেসে মানুষকে ধোকা দেয় এখানে ভালবাসার তো কোন দোষ নেই, তবুও মানুষ ভালবাসাকে ঘৃণা করে কেন।

কিছু বাস্তব সত্য কথা | জীবনের কিছু বাস্তব কথা

জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালবাসবে।

সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে।

কি হবে জীবনে এতো পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে।

স্তব্দ রাতগুলো একসময় হাসিতে পূর্ণ থাকতো, আজ নীরবতায় পূর্ণ থাকে।

ওই ভালোবাসা কাউকে দিওনা যে ভালোবাসা শুধু তাকে কাঁদাবে।

প্রত্যেক মানুষই প্রেমে পরে, কেউ প্রকাশ করে, কেউবা লুকিয়ে রাখে ।

নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে, ভিতরে প্রবেশ করতে হয়।

সুখী ত তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে যানে।

হ্যাঁ বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাত ছিঁড়ে আমি হারিয়ে গেছি।

কষ্ট কে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতেই হবে।

যদি মনের অনুভুতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন!

কষ্টের জীবন নিয়ে কিছু বাস্তব কথা | জীবনের কিছু বাস্তব কথা

যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছল করে দিবে একদিন

পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা।

সুখি হতে চাও? খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে

লক্ষে এগিয়ে যাও একদিন তুমি ঠিকই সফল হবে।

আর অপেক্ষাটা তো সুধু সময়ের

আরও পড়ুনঃ

ফি আমানিল্লাহ অর্থ কি?

১৬ ডিসেম্বর কি দিবস?

বাস্তব কথা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস -জীবনের কিছু বাস্তব কথা স্ট্যাটাস

তুমি যাকে ভালোবাসো সে যদি মহা অন্যায়ও করে, আর তুমি যদি তাকে ক্ষমাই করতে না পার তবে তাকে ভালোবাসো কেন?
— রবীন্দ্রনাথ ঠাকুর

মন ভাঙ্গলে এতোটা কষ্ট হয় না, যতোটা বিশ্বাস ভাঙ্গলে হয়।। তুমি কি জানো
!

কি অদ্ভুত তাই না…..
কেয়ার কম করলে, তুমি তাকে হারিয়ে ফেলবে..
কেয়ার বেশি করলে, সে তোমাকে ব্যথা দেবে..সবটাতেই ক্ষতি তোমারই হবে।

জীবনে এমন কিছু মূহুর্ত আসে, যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না।

কেউ ভুলে যায় না,
প্রয়োজন শেষ তাই আর
যোগাযোগ রাখেনা

বাস্তব জীবন নিয়ে কিছু কথা ছবি – জীবনের কিছু বাস্তব কথা ছবি

জীবন নিয়ে উক্তি ও জীবন নিয়ে কিছু কথা সমূহ আমাদের জীবনে চলার পথে মনে শক্তি জোগানোর জন্য অনেক গুরুত্ব পর্ণ ভূমিকা পালন করে থাকে।

আমাদের জীবনে চলার পথে ভিবিন্ন সময়ে ভিবিন্ন কারণে ভিবিন্ন প্রকার সমস্যার সম্মুক্ষিন হয়, তখন আমাদের জীবনে চলার পথ অনেকটা কঠিন বলে মনে হয়।

তখন বিখ্যাত মনীষীদের কিছু জীবন নিয়ে উক্তি এবং জীবন নিয়ে কিছু কথা পড়ার মাধ্যমে আমাদের মনের শক্তি ও সাহস অনেকাংশেই বেড়ে যায়, আমরা বুঝতে শিখি জীবনের বাস্তবতা কি। 

চলতেছি কি সমাজের বাস্তবতা কে সঙ্গী করে।

এ পৃথিবীতে কোন মানুষই কারো জন্য 100% সঠিক হতে পারে না তাই নিজেকে কখনো ছোট মনে করবেন না।

আপনি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ এটাই বাস্তবতা।

সবাই আপনাকে ভালোবাসবে সবাই আপনার কথা শুনবে সবাই আপনার দিকে ভাল নজরে দেখবে এটা কখনোই কাম্য নয় এটা হবার নয় আজ পর্যন্ত কেউ এমন টা করতে সমর্থ হয়নি।

দূর থেকে অনেক জিনিসের সৌন্দর্য আপনার কাছে মোহনীয় মনে হলেও আপনি কাছ থেকে দেখলে ওই জিনিশের সৌন্দর্যের আসল রহস্য বুঝতে পারবেন। 

এজন্য আপনি জীবনে যত বেশি মানুষের সান্নিধ্য আসবেন মানুষকে তত বেশি চিনতে পারবেন এটাই বাস্তবতা এটাই সঠিক।

আরও পড়ুনঃ

সুবহানাল্লাহ অর্থ কি?

পিতা মাতার জন্য দোয়া কোনগুলো?

জীবনের কিছু বাস্তব কথা কি?

প্রিয় পাঠক জীবনের কিছু বাস্তব কথা হচ্ছে জীবন ছলার পথে প্রয়োজনীয় ও বাস্তব কিছু সত্য কথা।

জীবনের কিছু সত্য কথা কি?

জীবনের কিছু সত্য কথা হচ্ছে নিজেকে আদর্শ বেক্তি হিসাবে তৈরি করা।

উপসংহার

আশা করি আপনি জীবনের বাস্তবতা নিয়ে কিছু কথা সম্পর্কিত এই পোস্টটি মনোযোগ সহকারে পড়েছেন আমরা এই পোষ্টের মাধ্যমে চেষ্টা করেছি সমাজের পরম্পরা এবং জীবন চলার পথে গতিময় হতকে ছবির করতে যে সমস্ত কথাগুলো আপনাকে স্মরণ রাখতে হবে সেই কথা সম্পর্কে।

এর আগেও আমরা জীবনের বাস্তবতা সম্পর্কে নানা কথা এই ব্লগে পাবলিস্ট করেছি আপনি চাইলে আমাদের ব্লগ টি সম্পূর্ণ নিয়মিত ভিজিট করতে পারেন।

ইন্টারনেট থেকে টাকা আয়ের টেলিকম অফার মোবাইল ব্যাংকিং সেবা ও বিভিন্ন তথ্য বাংলায় জানতে এগুলোর ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং জয়েন করুন আমাদের ফেসবুক

আরও পড়ুনঃ

বিদায় অনুষ্ঠানের কবিতা কোনগুলো?

বুদ্ধিজীবীদের কবিতা কোনগুলো?

পৃথিবীর সবচেয়ে ভালো কাজ কি?

কিডনির পয়েন্ট কত হলে ভালো

পৃথিবীর সবচেয়ে ভালো প্রধানমন্ত্রী কে?

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।