১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩ বাংলাদেশ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩ বিষয়ে আলোচনা করবো। বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহারের কোনো বিকল্প নেই। যার হাতে একটি ভালো মোবাইল আছে তারই যেন রাজত্ব।

বাজারে ভিন্ন ভিন্ন রকমের দামি দামি মোবাইল থাকলেও বাজেটের মধ্যে কিছু মোবাইল আছে যা সম্পর্কে আজকে আমরা জানবো। এখানে ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল 2023 সম্পর্কে জানবো, যা থেকে ভালোভাবেই স্মার্ট ফোনের সকল কাজই করা যাবে অনায়াসে। 

মোবাইলের বাজারে সম্প্রতি দামে অনেক পরিবর্তন এসেছে। বর্তমান বাজারে আপনি ১০ হাজার টাকায় আপনি খুব ভালো ফিচার সম্পন্ন মোবাইল ফোন পেয়ে যাবেন। দেশের জনপ্রিয় সব ব্র্যান্ডের বাজেট মোবাইল সম্পর্কে ধারণা পাবেন এই পোষ্টের মাধ্যমে। 

সাধ আছে সাধ্য নেই। এই কথা বলে থেমে যাওয়ার দিন এখন আর নেই। সাধ যখন আছে সাধ্য নিয়ে আপনাদের কাছে হাজির আমরা। মাত্র ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল 2023 কিভাবে পাবেন তা জেনে নেওয়া যাক। চলুন জেনে নেই বাজেট স্মার্ট মোবাইল সম্পর্কে আরও একটি চমৎকার আর্টিকেল। 

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ২০২৩ বাংলাদেশ 

প্রত্যেকটি মোবাইল কোম্পানি প্রতিযোগিতার বাজারে নিজেদের অস্তিত্ত ধরে রাখতে অসাধারণ সব ফিচারের মোবাইলগুলো যতটা সম্ভব দাম কম রেখে বাজারে বের করছে প্রতিনিয়ত।

এর কারণেই মূলত খুব কম মূল্যে এখন সবার হাতে স্মার্টফোন। লোকজনের কার ক্ষমতার মধ্যে চলে আসছে জিনিস দিনে বাংলাদেশের স্মার্টফোনের বাজার।  

এমন সব মোবাইলের সাথে পরিচয় করিয়ে দিবো যা দামে কম মানে ভালো, অর্থাৎ দামে কম হলেও সার্ভিসে কোনো কমতি থাকবেনা।

আর দেরি না করে দেশে অধিক জনপ্রিয় কিছু ব্র্যান্ডের কিছু মোবাইল সম্পর্কে জেনে নেওয়া যাক যেসব মোবাইল ১০ হাজার টাকার মধ্যে এবং ফিচারগুলো অসাধারণ। 

BrandModelPriceRam/Rom
শাওমিRedmi 9A৯,৯৯৯ টাকা2 GB/ 32 GB
ভিভোVivo Y90৯,০০০ টাকা2 GB/ 32 GB
ভিভোViVo Y71৯,৯৯৯ টাকা2 GB/ 32 GB
রিয়েলমিRealme C11৮৮৯০ টাকা2 GB/ 32 GB
১০ হাজার টাকায় ভালো মোবাইল ফোন বাংলাদেশ

১০ হাজার টাকায় ভালো শাওমি মোবাইল । বাজেট মোবাইল ফোন ২০২৩

১০ হাজার টাকায় ভালো শাওমি মোবাইল
১০ হাজার টাকায় ভালো শাওমি মোবাইল

এই মুহূর্তে বাংলাদেশের মোবাইলের বাজারে জনপ্রিয়তার শীর্ষে শাওমি মোবাইল কোম্পানি।

সাশ্রয়ী মূল্যের মধ্যে বেশ কিছু মডেলের মোবাইল বাজারে বের করা শাওমি মোবাইল বাংলাদেশ।

এমনকি জনগন এখন পর্যন্ত এই সেরা মোবাইলগুলো ব্য্যবহার করেও শতভাগ সেটিসফাইড।

এর অন্যতম কারণ কম দামে ক্রেতার হাতে স্মার্ট মোবাইলগুলো পৌঁছে দিতে পারা।

অন্য ভাবে বলতে গেলে বলা যায় মোবাইল জগতে বিপ্লব এনেছে এই শাওমি মোবাইল কোম্পানি। 

মোবাইল কিনতে চাচ্ছেন কিন্তু আপনার বাজেট ১০ হাজার টাকার মধ্যে? তাহলে আপনার জন্য নিচের জনপ্রিয় শাওমি মোবাইলের একটি মডেল অপেক্ষা করছে।

শাওমি রেডমি ৯ এ – Redmi 9A Model 

বাজেটের দিক বিবেচনা করলে শাওমির এই মডেলের মোবাইলটি শাওমির সকল মোবাইলের মধ্যে সবচেয়ে সেরা এবং আকর্ষণীয় স্মার্ট ফোন।

বর্তমান সময়ে শাওমির এই মডেলের ফোনটি দেশের বাজারে বেশি বিক্রিত মোবাইলের একটি মডেল। 

Redmi 9A Model এর এই মোবাইলটি ৬.৫৩ ইঞ্চি এলইডি ডিসপ্লে সমৃদ্ধ এই ফোনটিতে রয়েছে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল মেমোরি। রেডমি ৯এ মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। 

এই মডেলের মোবাইলটিতে রয়েছে ৫০০০ মিলি এম্পিয়ারের হিউজ পারফরমেন্স ব্যাটারি।

এত বড় ব্যাটারি সমৃদ্ধ মোবাইলটি একভাব টিন দিন অর্থাৎ ৭২ ঘণ্টা ইন্টারনেট ব্যবহার করা যাবে খুব সহজে। মোবাইলটি খুব স্মুথলি কাজ করে। 

মোবাইলটি বাজারে এখন ৯৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই বাজেট পারফেক্ট মোবাইলটি আপনি শাওমি এর যেকোনো সো-রুমে অথবা যেকোনো লোকাল দোকানে পাবেন। 

১০ হাজার টাকায় ভালো ভিভো মোবাইল ফোন। কম দামে ভালো মোবাইল ফোন ক্রয়

১০ হাজার টাকায় ভালো ভিভো মোবাইল ফোন
১০ হাজার টাকায় ভালো ভিভো মোবাইল ফোন

শাওমি ব্র্যান্ডের পর দেশের বাজারে কম বাজেট অর্থাৎ ১০ হাজার টাকার মধ্যে অসাধারণ ফিচারের কয়েকটি মোবাইল এনেছে ভিভো মোবাইল কোম্পানি।

এর মধ্যে দুইটি জনপ্রিয় এবং এখন পর্যন্ত বিক্রির দিক থেকে প্রথম সারির ভিভো মোবাইল সম্পর্কে জেনে নেওয়া যাক। 

ভিভো Y90 (vivo y90) 

ভিভো মোবাইল কোম্পানি ভিভো y90 সিরিজের নতুন একটি অসাধাণ বাজেট মোবাইল ফোন।

মোবাইলটির ডিসপ্লে ৬.২২ ইঞ্চি যার রেজুলেশন ৭২০ * ১৫২০ পিক্সেল ফুল এইচডি ডিসপ্লে।

ভিভো Y90 এর মোবাইলটিতে ব্যাক ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৮ মেগা পিক্সেল। এছাড়া সেলফিতে ৫ মেগা পিক্সেল ক্যামেরা রয়েছে। 

ভিভো Y90 মোবাইলে ব্যবহার করা হয়েছে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল মেমোরি।

এই মোবাইলটিতে এক্সটারনাল মেমোরি হিসেবে ২৫৬ জিবি কার্ড ব্যবহার করা যাবে।

মোবাইলটিতে ৪০৩০ মিলি এম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া ফাস্ট চারজিং সুবিধাও রেখেছে ভিভো মোবাইল কোম্পানি।

ভিভো Y90 মোবাইলটিতে এন্ড্রয়েড ওরিয় ভি৮.১ অপারেটিং সিস্টেম এবং মিডিয়াটেক হ্যালিও এ২২ চিপ্সেট ব্যবহার করা হয়েছে।

প্রসেসর হিসাবে VIVO Y90 এ ব্যবহার করা হয়েছে অক্টাকর ২.০ জিএইচ। দেশের বাজারে ভিভোর যেকোন অফিশিয়াল কাস্টমার কেয়ার থেকে মাত্র 8 হাজার 890 টাকা এবং লোকাল বাজার থেকে ৯,০০০ টাকার মধ্যে মোবাইলটি কিনতে পেয়ে যাবেন। 

আরও পড়ুনঃ

মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় কি?

সিম কার নামে নিবন্ধন করা কিভাবে জানবো

ভিভো Y71 – ( ViVo Y71 )

আপনার কাছে যদি মোবাইল কেনার জন্য 10 হাজার টাকার নিচে থাকে তাহলে ভিভো সিরিজের নতুন একটি ফোন আমরা আপনাকে করবো।

বাজারে চলে এসেছে ভিভো y71 সিরিজের একটি অত্যন্ত আকর্ষণীয় ফিচা মোবাইল।

ভিভো Y71 মোবাইলটিতে ব্যবহার হয়েছে 6 ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং 2 জিবি র‍্যাম এবং 16gb ইন্টার্নাল মেমোরি।

এছাড়াও আপনি চাইলে মোবাইলটিতে এক্সতারনাল মেমোরি হিসেবে ৬৪ জিবি এক্সটারনাল মেমোরি ব্যবহার কোর্টে পারবেন।

VIVO Y71 মোবাইলটির ব্যাক ক্যামেরায় 15 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সামনের সেলফিতে 5 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে রিয়ার ক্যামেরা।

মোবাইলটি দিয়ে অসাধারণ সেলফি তোলা যায়। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ওরিয় ভি৮.১ এবং প্রসেসর ব্যবহার করা হয়েছে।

দেওয়া আছে কুয়াডকোর ১.৪ জিএইচ।

মোবাইল 3g এবং 4g নেটওয়ার্ক সেবা ব্যবহার করা হয়েছে তবে যেকোনো ধরনের গেম মোবাইলটিতে স্বাচ্ছন্দে খেলা যাবে বলে ভিভো এর অফিসিয়াল ঘোষণায় বলা হয়েছে।

১০ হাজার টাকায় রিয়েলমি মোবাইল ফোন । অল্প দামে মোবাইল কিনুন বাংলাদেশে 

বাংলাদেশে খুয়ব অল্প সময়ে মোবাইলের বাজার যে মোবাইল কোম্পানির দখলে সেই মোবাইল কোম্পানিটি রিয়েলমি মোবাইল কোম্পানি।

এখন অধিক জনপ্রিয় মোবাইল কোম্পানি রিয়েলমি এর একটি বাজেট ফোন অর্থাৎ ১০ হাজার টাকার মধ্যে একটি ফোনের ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক। 

আরও পড়ুনঃ

Official Phone Check Bangladesh

ঘরে মোবাইল নেটওয়ার্ক না থাকলে করনীয় কি?

রিয়েলমি সি১১ – Realme C11 Mobile

রিয়েলমি সি11 চলে এসেছে বাজারে। আপনারা হয়ত রিয়েলমি মোবাইলের এই মডেলের ফোনটির জনপ্রিয়তা সম্পর্কে জেনে গেছেন। 

এই ফোনটি বাজার মূল্য বর্তমানে মাত্র 8 হাজার 890 টাকা।

মোবাইলটির ফিচারে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫।

13 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পাশাপাশি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে র‍িয়েলমি সি ১১ মডেল এর মোবাইলটি । 

রিয়েলমি সি১১ এই মোবাইলটিতে ৬.৫ ইঞ্চির ড্রপ নচ যুক্ত এইচডি রেজুলেশনের ডিসপ্লে দেওয়া হয়ছে।

তবে রিয়েলমি এর এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর।

রিয়েলমি এটিকে গেমিং প্রসেসর হিসেবে দাবি করলেও ২জিবি র‍্যামের এই ফোনটিতে গেমিং এক্সপেরিয়েন্স কতটা ভালো হবে, তা আসলে ব্যবহার করার পরই জানা ক্রেতারা জানতে পারবেন।

ফোনটিতে থাকছে ৩২ জিবি  ইন্টারনাল মেমোরি।

ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার, যা ব্যবহারে স্পেস বাড়িয়ে নেয়া যাবে ২৫৬ এক্সটারনাল মেমোরি পর্যন্ত।

তবে বাজেট ফোন হিসেবে সবথেকে ভালো এবং রিয়েলমি সি১১ এ থাকছে ৫০০০ মিলিএম্প এর বিশাল এক ব্যাটারি।

ফোনের বক্সেই দেয়া থাকবে ১০ ওয়াটের চার্জার। অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ এই মোবাইলটি বাজারে ক্রেতাদের কাছে সেরা ফোন হিসেবে এখনো পছন্দের।

আরও পড়ুনঃ

বক্তব্য কিভাবে শুরু করবেন | বক্তব্য শুরুতে কি বলতে হয়

শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের উদ্দেশ্য কি?

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন কোনটি?

উপরে উল্লেখতি মোবাইল ফোন সমুহের মধ্যে আমার মতে ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন হচ্ছে শাওমি Redmi 9A

বাংলাদেশে ১০ হাজার টাকার মধ্যে ভাল মোবাইল পাওয়া যায় কি?

জি হ্যাঁ। বাংলাদেশের বাজারে ১০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্রান্ডের ভাল মোবাইল পাওয়া যায়। এই পোস্টে আমারা বাংলাদেশে দশ হাজারের কমে পাওয়া যায় এমন ৪ টি স্মার্ট ফোন সম্পর্কে আলোচনা করেছি।

সর্বশেষে 

আজকের পোষ্টে আমরা জানতে চেষ্টা করেছি ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল 2023 সম্পর্কে।

এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন বাজেট মোবাইল অর্থাৎ ১০ হাজার টাকার মধ্যে সেরা কয়েকটি মোবাইল সম্পর্কে। 

আশা করছি, পোস্টটি সম্পূর্ণ পড়ার পর আপনি কম দামে সেরা কিছু মোবাইল সম্পর্কে জানতে পারছেন। 

সব বিষয়ে নিত্য নতুন আর্টিকেল পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে।

আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে

অনলাইন থেকে ঘরে বসে টাকা আয়, টেলিকম অফার, ইন্টারনেট অফার এবং ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।

জয়েন করুন আমাদের ফেসবুক পেজ। 

আরও পড়ুনঃ

ঘরে বসে মোবাইলে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।

আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলা ভাষায় অনলাইন থেকে টাকা ইনকাম, টেলিকম অফার এবং মোবাইল ব্যাংকিং পরিষেবা সম্পর্কে সঠিক তথ্য প্রদানের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে।