ঘরে বসে ভিসা চেক করার উপায় সম্পর্কে আপনি জানেন কি? দেশের বাহিরে যেতে হয় অথচ ভিসা চেক করতে হয় না এমন লোক নাই বললেই চলে। যাদের দেশের বাহিরে যাতায়াত করতে হয় তাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় ভিসা চেক। আজকে আমরা জানবো, কিভাবে খুব সহজে ঘরে বসে ভিসা চেক করা যায়।
ঘরে বসে আজকাল কি না করা যায়? উত্তর হয়তো এমনটাই হবে যে সবই ঘরে বসে করা সম্ভব। ঘরে বসে আজকাল সবকিছুর মতো ভিসা চেক করা যায় মুহূর্তের মধ্যে।
সৌদি আরব ভিসা চেক, কাতার ভিসা চেক থেকে শুরু করে সব দেশের ভিসা চেকই এখন মুহূর্তের ব্যপার মাত্র। অবশ্য এ সিস্টেম বহুদিন ধরে চালু আছে।
ঘরে বসে ভিসা চেক করার জন্য আপনার দরকার শুধুমাত্র একটি স্মার্টফোন এবং নেট কানেকশন। আপনার হাতে স্মার্ট ফোন এবং নেট কানেকশন থাকলেই আপনি আপনার পাসপোর্ট এবং ভিসার তথ্য ব্যবহার করে মুহূর্তের মধ্যে ঘরে বসে ভিসা চেক করে নিতে পারবেন।
অনেক দিন আগে এই সিস্টেম চালু করার আগে একটা সময় ছিলো, যখন ভিসা চেক করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের সমসসার সম্মুখীন হতে হতো।
এমনকি দালালদের খপ্পরে পড়লে দিতে হতো টাকা। আর বাহির থেকে ভিসা চেক করতে গুণতে হতো অতিরিক্ত টাকা।
Content Summary
- 1 চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম – Online Visa Check BD Bangladesh
- 2 অনলাইনে ভিসা চেকিং করবেন কিভাবে?
- 3 সৌদি আরব ভিসা চেক করার নিয়ম – saudi enjazit online visa check
- 4 ঘরে বসে ইতালি ভিসা চেক করবেন যেভাবে – Italy visa check in Bangla
- 4.1 পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার নিয়ম – Qatar visa check Online
- 4.2 ঘরে বসে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম – Indian Visa Check in Bengla
- 4.3 ঘরে বসে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
- 4.4 সকল দেশের ভিসা চেক করুন amir computer
- 4.5 নিচে বেশ কয়েকটি দেশের ভিসা চেক করার ওয়েবসাইট লিংক দিয়ে দেওয়া হলো
- 4.6 ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
- 4.7 থাইল্যান্ড ভিসা চেক করার নিয়ম
- 4.8 অনলাইনে ভিসা চেক করা সম্পর্কে কিছু কথা
- 4.9 পাসপোর্ট নাম্বার দিয়ে ঘরে বসে ভিসা চেক FAQS
- 5 সৌদি আরব ভিসা চেক করবো কিভাবে?
চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম – Online Visa Check BD Bangladesh
বিশ্বের ভিন্ন ভিন্ন দেশের ভিসা চেক করার জন্য ব্যবহার করতে হয় ভিন্ন ভিন্ন ওয়েবসাইট।
আপনি যদি মনে করে থাকেন যে ঘরে বসে ভিসা চেক অনেক কঠিন বা সম্ভব না তাহলে আজকের আর্টিকেলটি আপনার ধারণা ভুল প্রমান করার জন্য যথেষ্ট।
অনলাইনে ভিসা চেকিং করবেন কিভাবে?
অসংখ্য দেশের ভিসা চেক করার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট ব্যবহার করা হয়। আজকে একটি আর্টিকেলের মধ্যে সবগুলি দেশের ওয়েবসাইট আলাদা আলাদা করে দেখানো সম্ভব না।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাবো।
বাংলাদেশের জনগনের অধিক যাতায়াত করা দেশের মধ্যে কয়েকটি দেশের ভিসা চেক করার উপায় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।
বাকি দেশগুলোর ভিসা চেক করার ওয়েবসাইট লিঙ্ক করে দিবো এই আর্টিকেলের শেষে। কিন্তু কিভাবে বের করতে হবে তা বোঝার জন্য পড়তে থাকুন সম্পূর্ণ আর্টিকেলটি।
সৌদি আরব ভিসা চেক করার নিয়ম – saudi enjazit online visa check
বাংলাদেশ থেকে বিদেশগামীদের বেশিরভাগ এখন সৌদি আরব যেতে চাচ্ছেন। তাই তারা ঘরে বসে সৌদি ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানতে আগ্রিহি।
বন্ধুরা সৌদি আরব ভিসা চেক করার জন্য আপনার স্মার্ট ডিভাইসের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। সার্চ অপশনে গিয়ে লিখুন “ enjazit com sa ”। সার্ক করার পর আপনি নিচে ছবিটির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন।
enjazit com sa লিখে সার্চ দেওয়ার পর উপরের ছবিটির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন। এখানে সবকিছু আরবিতে লেখা থাকে। আপনাকে ভাষা চেঞ্জ করে নিতে হবে।
সৌদি আরব ভিসা চেক করার নিয়মছবির লাল চিহ্ন দেওয়া ওয়েবসাইটে প্রবেশের পর আরবিতে একটি এগ্রিমেন্ট চলে আসবে। এগ্রিমেন্টটি কেতে দিবেন।
এরপর, কর্নারে ইয়ংরেজি ভাষা দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আরবি ভাষা ইংরেজিতে করে নিতে হবে। বুঝার সুবিধার্থে নিচের ছবিতে দেখানো হলো।
ঘরে বসে ভিসা চেক
ইংরেজি ভাষা সিলেক্ট করার পর আপনি উপরের ছবিটির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন।
পেজটিতে দুইটি অপশন দেখা যাচ্ছে। অপশন দুটি হচ্ছে Individuals এবং Sectors & Organization।
যেহেতু আমরা ব্যক্তি কেন্দ্রিক সৌদি ভিসা চেক করা শিখছি তাই আমরা Individuals অপশনে ক্লিক করবো।
Individuals অপশনে ক্লিক করার পর নিচের ছবিটির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন।
পাসপোর্ট নম্বর দ্বারা এনজাজ ভিসা চেক করা
Individuals অপশনে ক্লিক করার পর উপরের ছবিটির মতো পেজ ভিউ দেখতে পাচ্ছেন। পেজ ভিউটির ডান পাশে একটি ফর্মের মতো দেখতে পাচ্ছেন। সেখানে আপনার এপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার বসানোর ঘর দেখতে পাচ্ছেন।
ফর্মটিতে এপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার বসান। এরপর, নিয়ম অনুযায়ী নিচের ক্যাপচা পূরণ করুন। এরপর নিচে Search বাটনে ক্লিক করুন।
বেশ, এবার আপনার সামনে আপনি আপনার সৌদি আরব ভিসা এর বিস্তারিত সবকিছু আপনার সামনে বিদ্যমান।
এভাবেই পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করতে হয়।
ঘরে বসে ইতালি ভিসা চেক করবেন যেভাবে – Italy visa check in Bangla
এবার আমরা জানবো কিভাবে সহজে ঘরে বসে অনলাইনে ইতালি ভিসা চেক করা যায়।
ইত্যালি ভিসা চেক করার জন্য আপনার ডিভাইসের ব্রাউজিং অপশনে গিয়ে https://www.labour.gov.on.ca/ লিখে সার্চ করলেই একটি ওয়েবসাইট দেখতে পাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে ছবিতে দেখানো হলো।
এবার আপনি উপরের ছবিটির মতো একটি পেজ ভিউ দেখতে পাচ্ছেন। এখানে ভাষা হিসেবে ইংরেজি সিলেক্ট করে ভিতরে গেলে একটি Individuals অপশন দেখা যাবে।
সেখানে গিয়ে আপনার এপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার লিখে ক্যাপচা পূরণ করুন। এরপর নিচে সার্চ বাতনে ক্লিক করুন।
আপনার সামনে আপনার পাসপোর্ট সংক্রান্ত সকল তথ্য। ঠিক এভাবে খুব কম সময়ে আপনি আপনার অথবা আপনার পরিচিত জনের ইতালি ভিসা চেক করে নিতে পারবেন।
আরও পড়ুনঃ
বিদেশগামীদের করোনা টেস্ট কোথায় করা হয়?
বাংলাদেশের স্যাটেলাইট এখন কোথায়?
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার নিয়ম – Qatar visa check Online
আমাদের দেশ থেকে প্রতি বছর খুব বড় একটি পরিমাণ মানুষ কাতারে যাতায়াত করেন। এদের প্রত্যেকের কাতার ভিসা চেক করার প্রয়োজন হয়।
খুব সহজে ঘরে বসেই এয়া কাতার ভিসা চেক করতে পারেন খুব সহজে। জেনে নেওয়া যাক কিভাবে কাতারের ভিসা চেক করতে পারি।
কাতার ভিসা চেক করার জন্যে প্রথমে http://www.moi.gov.qa/site/english ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর তিনটি অপশন দেখা যাবে।
অপশন তিনটি Inquiries, E-Services, MOI Form.
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক
কাতার ভিসা চেক করার জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশের পর এমন একটি পেজ ভিউ দেখতে পাবেন।
আমরা যেহেতু কাতার ভিসা চেক করবো তাই Inquiries এ ক্লিক করতে হবে। Inquiries এ ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আসবে।
এরপর লক্ষ্য করলে দেখতে পাবেন বাম পাশে ছয়টি অপশন দেখতে পাবেন। সেখান থেকে ২ নাম্বার অপশন অর্থাৎ Visa Inquiry এ ক্লিক করুন।
এবার আপনি দুইটি অপশন দেখতে পাবেন Visa Approval Tracking এবং Visa Inquiry & Printing.
এখানে Visa Approval Tracking মানে হলো যে ভিসাগুলো অ্যাপ্রুভ হয়ে গিয়েছে সেগুলোকে বোঝানো হয়েছে।
আপনারা এই অপশন দ্বারা ট্র্যাক করতে পারবেন আপনার কাতা ভিসা। এছাড়া Visa Inquiry & Printing হলো যে ভিসা এখনও প্রিন্টিং হয়নি তাকে বোঝায়।
আমরা যেহেতু অ্যাপ্রুভ হওয়া কাতার ভিসা চেক করবো তাই Visa Approval Tracking অপশনে ক্লিক করতে হবে। এবার কাতার ভিসা চেক করার জন্য আপনাকে একটি ফর্ম দেওয়া হবে।
ফর্মটি আপনার এপ্লিকেশন নাম্বার, ভিসার ধরন, এপ্লিকেশন এর তারিখ, কিউআইডি এবং পাসপোর্ট নাম্বার বসিয়ে একটি ক্যাপচা সঠিক ভাবে পূরণ করে নিচে সার্চ বাটনে ক্লিক করতে হবে।
এবার আপনি আপনার বের করা কাতার ভিসা সম্পকিত সকল তথ্য দেখতে পাবেন। এভাবেই আপনি কাতার ভিসা চেক করে দেখতে পাবেন।
এবার আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ভিসা চেক কিভাবে করতে হয় তা জানবো।
ঘরে বসে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম – Indian Visa Check in Bengla
আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত বা ইন্ডিয়া। বছরের বিভিন্ন সময়ে ভারতে যাওয়া মানুষের সংখ্যা কম না।
এখন সবার ইন্ডিয়া ভিয়া চেক করা ঘরে বসে একদম সহজ। সবথেকে আনন্দের বিষয় হলো ভারতের ভিসা চেক করার জন্য যে ওয়েবসাইট ব্যবহার করা হয় তা সম্পূর্ণ বাংলায়। কারণ ওয়েবসাইটটি বাংলাদেশি ওয়েবসাইট।
Indian Visa Check করার জন্য আপনার ফোনের ব্রাউজার থেকে সার্চ করুন ivacbd লিখে।
সার্চ করার পর একদম প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেখানে প্রবেশ করলে আপনারা নিচে ছবির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন।
আরও পড়ুনঃ
ঘরে বসে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
ইন্ডিয়া ভিসা চেক করার জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করার পড়ে উপরের ছবির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন।
সাইটটিতে প্রবেশ করলে আপনারা বাম পাশে সবুজ হাইলাইট করা বেশ কিছু অপশন দেখা যাবে।
তার মধ্যে ‘ভিসা আবেদন ট্র্যাক’ নামে একটি অপশন থাকবে। এবার এই অপশনে ক্লিক করুন।
এরপর পেজটি স্ক্রল করে একটু নিচে আসলে তিনটি অপশন দেখা যাবে। মূলত এখানে ভিন্ন তিনটি কেন্দ্রের নাম থাকবে।
আপনি যে কেন্দ্রে ভিসার আবেদন করেছেন সেটি নির্বাচন করতে হবে।
নতুন যে ইন্টারফেস আসবে সেখানে আপনি একটি ছোট ফর্ম দেখতে পাবেন।
ফর্মটিতে আপনাকে প্রথম বক্সে যেকোনো Above code দেওয়া হতে পারে সেটি টাইপ করে বসিয়ে দিতে হবে।
এরপরের বক্সে Web File Number টি টাইপ করে দিন।
এবার সাবমিট বাটনে ক্লিক করুন।
কি দেখতে পাচ্ছেন? আপনার ইন্ডিয়া ভিসার সকল তথ্য। এভাবে খুব কম সময়ে ঘরে বসে ভিসা চেক করা একদম সহজ।
সকল দেশের ভিসা চেক করুন amir computer
এতক্ষণ আমরা আমাদের দেশ থেকে অধিক যাতায়াত করা কয়েকটি দেশের ভিসা চেক সম্পর্কে জানার চেষ্টা করলাম।
এছাড়াও আরও বেশ কিছু দেশ আছে যে দেশের ভিসা চেক সম্পর্কে এখন জানবো। তবে একটু অন্যভাবে।
উপরে বিস্তারিত উল্লেখ করা দেশগুলির মতো নিচের সব দেশের ভিসা চেক করার জন্য রয়েছে ভিন্ন ভিন্ন ওয়েবসাইট।
আপনাদের সুবিদারথে নিচে দেশের নাম লিখে সেই দেশের ভিসা চেক করার জন্য নির্ধারিত ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিচ্ছি।
যেখান থেকে আপনারা উপরের নিয়ম অনুযায়ী স্টেপ বাই স্টেপ এগিয়ে খুব সহজেই ভিসা চেক করে নিতে পারবেন।
আরো পড়ুনঃ
ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা
ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম
ফ্রি টাকা ইনকাম apps বিকাশে পেমেন্ট
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা । Check Birth Certificate Application
নিচে বেশ কয়েকটি দেশের ভিসা চেক করার ওয়েবসাইট লিংক দিয়ে দেওয়া হলো
দেশের নাম | ভিসা চেক লিংক |
তানজানিয়া | http://www.tanzania.go.tz/ |
কাতার | http://www.moi.gov.qa/site/english |
কুয়েত | http://www.moi.gov.kw/ |
পাকিস্তান | http://www.moitt.gov.pk/ |
সৌদি আরব | http://www.moi.gov.sa/ |
পাকিস্তান | http://www.moi.gov.ae/ |
ইগিপিটি | http://www.moiegypt.gov.eg/english/ |
বাংলাদেশ | http://www.moi.gov.bd/ |
সাইপ্রাস | http://moi.gov.cy/ |
নেপাল | http://www.moic.gov.np/ |
আলবানিয়া | http://www.moi.gov.al/ |
জাম্বিয়া | http://www.moi.gov.gm/ |
জর্ডান | http://www.moi.gov.jo/ |
ইন্ডিয়া | http://labour.nic.in/ |
কেনিয়া | http://www.labour.go.ke/ |
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
দেশের নাম | ভিসা চেক লিংক |
ইন্ডিয়া | http://labour.nic.in/ |
ইতালি | http://www.labour.gov.on.ca/english |
সিঙ্গাপুর | http://www.mom.gov.sg/ |
গ্রিস | http://www.mddsz.gov.si/en |
শ্রীলঙ্কা | http://www.labourdept.gov.lk/ |
সাউথ আফ্রিকা | http://www.labour.gov.za/ |
ইরান | http://www.irimlsa.ir/en |
ঘানা | http://www.ghana.gov.gh/ |
থাইল্যান্ড ভিসা চেক করার নিয়ম
দেশের নাম | লিংক |
কানাডা | http://www.labour.gov.on.ca/english/ |
কলম্বিয়া | http://www.labour.gov.bc.ca/esb/ |
ভুটান | http://www.molhr.gov.bt/ |
বাহারাইন | http://www.mol.gov.bh/ |
থাইল্যান্ড | http://www.mfa.go.th/ |
বারবাডোজ | http://www.labour.gov.bb/ |
করিয়া | http://www.moel.go.kr/english |
জাপান | http://www.mhlw.go.jp/english/ |
সাইপ্রাস | http://www.mfa.gov.cy/ |
ভিয়েতনাম | http://english.molisa.gov.vn/ |
নিউজিল্যান্ড | http://www.dol.govt.nz/ |
নামিবিয়া | http://www.mol.gov.na/ |
মালদ্বীপ | mhrys.gov.mv/ |
মায়নমার | http://www.mol.gov.mm/ |
লেবানন | http://www.labor.gov.lb/ |
পোল্যান্ড | http://www.mpips.gov.pl/en |
ইংল্যান্ড | http://www.ukba.homeoffice.gov.uk/ |
বুলগেরিয়া | http://www.mlsp.government.bg/en |
আমেরিকা | http://www.dvlottery.state.gov/ESC |
ইউক্রেন | http://www.mlsp.gov.ua/ |
উগান্ডা | http://www.mglsd.go.ug/ |
ফিলিস্তাইন | http://www.mol.gov.ps/ |
ব্রুনাই | http://www.labour.gov.bn/ |
ইয়ামিন | http://www.dol.gov/ |
নেদারল্যান্ড | http://english.szw.nl/ |
জাম্বিয়া | http://www.mlss.gov.zm/ |
অস্ট্রেলিয়া | http://www.workplace.gov.au/ |
জিম্বাবুয়ে | http://www.dol.gov/ |
ফিলিপাইন | http://www.dole.gov.ph/ |
মালয়েশিয়া | http://www.mohr.gov.my/ |
রাশিয়া | http://www.labour.gov.on.ca/ |
ওমান | http://www.rop.gov.om/english/onlines… |
আরও পড়ুনঃ
বাংলাদেশের ভোটার তালিকা দেখার উপায় । Voter list check in Bangladesh
অনলাইনে ভিসা চেক করা সম্পর্কে কিছু কথা
বলে রাখা ভালো, উপর লিঙ্ক দেওয়া সাইটের মধ্যে কোনো কোনো লিঙ্ক কাজ নাও করতে পারে।
কোন কোন দেশের অনলাইন পেজ চেঞ্জ করা হতেপারে। তখন সেই দেশের ভিসা চেক করার জন্য আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন।
অনলাইনে ভিসা চেক করার জন্য মূলত দেশের নামের পরেই ভিসা চেক লিখলে চলে আসে একদম প্রথমে।
ভিসা চেক করার নিয়মের মূল সূত্রটি হচ্ছে দেশের নাম+ Visa Check Website লিখে গুগল করুন।
উদাহরণ স্বরূপ বলা যায় America Visa Check Website।
এভাবে আপনারা খুব সহজে নিজের ভিসার তথ্য পেয়ে যাবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে ঘরে বসে ভিসা চেক FAQS
নিজে ঘরে বসে অনলাইনে ভিসা চেক করতে আপনি যে দেশে যেতে চাচ্ছেন সেই দেশের সরকার প্রদত্ত অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। আপনার ভিসা নাম্বার এবং পাসপোর্ট নম্বর ব্যবহার করে সহজেই অনলাইন থেকে যে দেশে যেতে চাচ্ছেন ঐ দেশের ভিসা চেক করতে পারবেন এই পদ্ধতিতে।
অনলাইনে ভিসা চেক করার জন্য মূলত আপনি যে দেশে যেতে চাচ্ছেন ওই দেশের থাকতে হবে। সেই আপনার পাসওয়ার্ড নাম্বার উভয়ের সমন্বয় আপনি বিশ্বাস করতে পারবেন।
সৌদি আরব ভিসা চেক করবো কিভাবে?
সৌদি আরব ভিসা চেক করতে আপনাকে সৌদি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
আমাদের দেখানো পদ্ধতি অনুসরণ করে উপরে উল্লেখিত সৌদি অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনার পাসপোর্ট নাম্বার ও 20 নম্বর ব্যবহার করে সহজেই সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন।
আজকে যে দেশগুলোর ভিসা চেক করা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছি সেগুলো ছাড়া অন্য কোনো দেশের ভিসা যদি আপনি চেক করতে চান তাহলে উপরের দেওয়া লিংক গুলো থেকে visa check করার ওয়েবসাইট গুলোতে গিয়ে সঠিক অপশন নির্বাচন করে আপনি আপনার visa Information চেক করতে পারবেন খুব সহজে।
শুধু একটি বিষয় মনে রাখতে হবে Visa Check করতে আপনাকে অবশ্যই আপনার Visa এর ইনফরমেশন সাবমিট করতে হবে।
মনে রাখবেন আপনার ভিসার তথ্য ছাড়া কোনভাবেই ভিসা চেক করা সম্ভব না।
Also Read:
Bangladesh Birth Certificate Correction BD Online 2023
বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার ২০২৩ | Banglalink Customer Care
রবি নাম্বার দেখার কোড | রবি নাম্বার চেক করার উপায়
অনলাইন থেকে প্রতি মাসে ২০ হাজার টাকা আয় করার উপায় ২০২৩
How To Check Teletalk Number? Teletalk Number Check Code
উপসংহার
আশা করছি আজকের পোস্টে আপনাদেরকে ঘরে বসে কিভাবে বিভিন্ন দেশের ভিসা চেক করতে হয় আপনারা উপরের দেখানো নিয়ম অনুযায়ী বের করতে পারবেন।
এছাড়া বিষয়ে আর কোনো ভুল ধারণা বা অজ্ঞতা থাকবে না।
নিত্য নতুন এমন সব তথ্য বহুল পোস্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে এবং কানেক্ট থাকুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে।
আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে
ইন্টারনেট অফার এবং
ব্লগিং টিপস সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো প্রদান করে থাকি।
জয়েন করুন আমাদের ফেসবুক পেজ।
আরও পড়ুনঃ
ডিজিটাল টাচ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন ।
ডিজিটাল টাচ সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুনঃ এই লিংকে।
অনলাইনে টাকা ইনকাম সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.digitaltuch.com সাইট ।